প্রতিটি দেশকে উন্নত করার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করে তোলাটা অত্যন্ত প্রয়োজনীয়। এর আগেই আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষগণ খুবই উপকৃত হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের জন্য এমনই এক প্রকল্পের সূচনা করেছে যার মাধ্যমে মহিলারা স্বনির্ভর হয়ে উঠতে পারবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই আর্টিকেলে আমরা তুলে ধরেছি।
ভারতবর্ষের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য কেন্দ্রীয় সরকার এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পের নাম হল লাখপতি দিদি যোজনা। বর্তমানে প্রায় দু কোটি মহিলা এই প্রকল্পের আওতায় এসেছে।
এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। সর্বপ্রথম রাজস্থানে এই প্রকল্পটির চালু করেছিলেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। ভজন লাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে লাখপতি দিদি প্রকল্পের জন্য এক সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। জয়সলমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোষণা করেছিলেন এই প্রকল্পের। প্রথমে বলা হয়েছিল যে রাজস্থানের ১১.২৪ লক্ষ মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে। এরই মধ্যে তিন লক্ষ মহিলা এই সুবিধা গ্রহণ করেছেন। তিন লক্ষ মহিলাকে ট্রেনিং দেওয়ার জন্য কেন্দ্র সরকার দেড়শ কোটি টাকা বিতরণ করেছিল। তারপর সমগ্র ভারতবর্ষের মহিলাদের জন্য লাখপতি মহিলা যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী এই যোজনার কথা, ভারতবর্ষের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন।
আবেদন করার শর্ত-
এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে অনলাইনের মধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে।
১) আবেদন করার ক্ষেত্রে মহিলাটিকে ওই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) মহিলাকে অবশ্যই কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে।
গুরুত্বপূর্ণ নথি-
আবেদন করতে গেলে যে গুরুত্বপূর্ণ নথিগুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) আধার কার্ড
২) পারিবারিক আয়ের সার্টিফিকেট
৩) স্থায়ী বাসিন্দার শংসাপত্র
৪)ব্যাংক অ্যাকাউন্টের কপি
৫) মোবাইল নম্বর ৬)পাসপোর্ট সাইজ ছবি।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 আধার কার্ড কেন নিষ্ক্রিয় হচ্ছে? কেন্দ্রের কাছে জবাব চাইল হাইকোর্ট
👉 ফুড SI পরীক্ষা আবার কি হবে? ঠিক কী বললেন PSC চেয়ারম্যান?
👉 ৭০০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে চাকরির আবেদন কবে থেকে শুরু হবে?
👉 ৯ দিনের মধ্যেই ফ্রি গ্যাস সিলিন্ডার! শুধু আধার লিংক থাকলেই হবে
👉 লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ১ খবর, মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলে গেল
👉 পরীক্ষা ছাড়াই IPBP তে সরকারি চাকরির সুযোগ! শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা সব জানুন