মাত্র 9 দিনের মধ্যেই মিলবে ফ্রি গ্যাস সিলিন্ডার। উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য বড়ো সুখবর নিয়ে এলো সরকার। পাশাপাশি, 7 মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতি উজ্জ্বলা উপভোক্তাদের বছরে 12 টি করে গ্যস সিলিন্ডারে 300 টাকা করে ভর্তুকি দেওয়া হবে আরও এক বছরের জন্য।
এর আগে 2022 এর মে মাসে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের রান্নার গ্যাস সিলিন্ডারপিছু 200 টাকা ভর্তুকি দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। পরে, অর্থাৎ 2023 সালের অক্টোবর থেকে এই ভর্তুকি বাড়িয়ে 300 টাকা করে দেওয়া হয়েছে।
এর ফলে, বর্তমানে উজ্জ্বলা উপভোক্তাদের বছরে 3600 টাকা করে ভর্তুকি প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার। এই এলপিজি সিলিন্ডারে ভর্তুকি প্রদানের মেয়াদ বাড়ানোর ফলে বছরে অতিরিক্ত 1650 কোটি টাকা খরচ হবে কেন্দ্রীয় সরকারের।
এই সুবিধা মিলবে উত্তর প্রদেশের বাসিন্দাদের। যোগী সরকার বছরে দু’বার উৎসবের মরশুমে উপভোক্তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য কেবলমাত্র আধার কার্ড লিঙ্ক করানো থাকতে হবে প্রার্থীদের।
যোগী সরকারের এমন সিদ্ধান্ত কিন্তু নতুন নয়। এর আগেও, উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছিল, দিওয়ালি এবং হোলিতে বিনামূল্যে দু’টি করে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। সেই রাজ্যের প্রায় 1 কোটি 75 লাখ মানুষ এই সুবিধা পেয়েছিলেন।
গ্যাস সিলিন্ডারের দামের টাকা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছিল। একই ভাবে, এই বছরেও যোগি রাজ্যের সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দোলের সময় একটি করে ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের।
বর্তমানে দেশের মোট 31.36 কোটি পরিবারের গ্যাস সিলিন্ডার সংযোগ রয়েছে। তার মধ্যে 9.6 কোটি গ্রাহক কেবলমাত্র উজ্জ্বলা যোজনার আওতায় পড়েন।
প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দেশে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যেমন, কলকাতায় ভর্তুকিহীন 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 24 টাকা। অর্থাৎ পয়লা মার্চ থেকে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে 1,911 টাকা খরচ হবে।
তবে, ভর্তুকিহীন 14.2 কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিই রাখা হয়েছে। গত 30 অগস্ট থেকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। তবে কিছুদিন আগেই গ্যাসের দাম আরো ১০০ টাকা কমিয়েছে মোদী সরকার।
এই আবহে কলকাতায় ভর্তুকিহীন 14.2 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে 829 টাকা। এক্ষেত্রে, উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তাদের সিলিন্ডারপিছু 300 টাকা করে কম দাম দিতে হচ্ছে।
সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 সিভিক ভলেন্টিয়ারদের চিন্তা দূর হলো! দু একটি না, এবার এইসব সুবিধা মিলবে
👉 মার্চের শেষে এই ৬ দিন সব ব্যাঙ্ক টানা বন্ধ থাকবে, কাজ থাকলে আগেভাগে সেরে রাখুন
👉 লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ১ খবর, মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলে গেল
👉 ৬০০০ টাকা বোনাস পাবেন, রাজ্যের এই সমস্ত লোকেরা
👉 স্কুলে পড়াশোনা তো চলবেই, তার সাথে নতুন একটি নিয়ম চালু হলো