The worries of civic volunteers are gone Not one or two this time they will get these benefits
WhatsApp Group Join Now

তৃণমূল সরকার যে সকল চাকরির পদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো সিভিক ভলেন্টিয়ার্স (Civic Volunteers)। এই সিভিক ভলেন্টিয়ার্স পদে কর্মরত রয়েছে পশ্চিমবঙ্গের বহু ছেলেমেয়েরা। পুলিশের প্রশাসনিক কাজকর্মের সহায়তা করার জন্যই প্রধানত এই সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ করা হয়েছিল।

তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য একটি বা দুটি নয় মোট ৬ টা সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এই সুবিধা গুলি কি কি সেগুলি জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন-

সুবিধা-১

প্রথম যে সুবিধার কথা ঘোষণা করা হয়েছে তা হল অ্যাড হক বোনাস। গত বছর দূর্গা পূজার সময় কলকাতার সিভিক ভলেন্টিয়ার্সরা অ্যাড হক বোনাস হিসেবে ৫৩০০ টাকা পেয়েছিলেন। ‌ বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার সিভিক ভলেন্টিয়ার্সরা বোনাস হিসাবে ২০০০ টাকা পেয়েছিল। এই নিয়েই নানা বিতর্কের সঞ্চার হয়। বিতর্কের অবসান ঘটানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ৫৩০০ টাকা অ্যাড হক বোনাস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সুবিধা-২ 

এতদিন পর্যন্ত রাজ্য সরকার অন্যান্য কর্মীদের জন্য বিশেষ ধরনের সুযোগ সুবিধা চালু করলেও সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য তেমন কোনো সুবিধার কথা ঘোষণা করেনি। তবে এবার সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য একগুচ্ছ সুবিধা এনেছে রাজ্য সরকার। প্রথমেই যে সুবিধার কথা ঘোষণা করা হয়েছে তা হল সিভিক ভলেন্টিয়ার্স এর বেতন বৃদ্ধির ব্যাপার। সিভিক ভলেন্টিয়ার্সরা আগে পারিশ্রমিক হিসেবে ৯০০০ টাকা পেতেন। এখন থেকে তাদের বেতন ১০০০ টাকা বেশি দেওয়া হবে। অর্থাৎ এখন প্রতিমাসে সিভিক ভলেন্টিয়ার্সরা রোজগার করতে পারবেন ১০,০০০ টাকা।

WhatsApp Group Join Now

সুবিধা-৩

এবার সিভিক ভলেন্টিয়ার্স পদে যে সমস্ত ছেলে মেয়েরা কর্মরত রয়েছে তারা পরবর্তীকালে যদি রাজ্য পুলিশের চাকরিতে যোগদান করতে চান সে ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি করা হয়েছে। আগে এই সংরক্ষণের পরিসংখ্যান ছিল ১০%। বর্তমান সময়ে তা বৃদ্ধি করিয়ে ২০% নিয়ে যাওয়া হয়েছে। তাই আগের থেকে অনেক সিভিক ভলেন্টিয়ার্সরা রাজ্য পুলিশে যোগদান করতে পারবে।

সুবিধা-৪

এর আগে বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার্সরা যখন অবসর গ্রহণ করবেন তখন অবসরকালীন সময়ের জন্য তাদের ৩ লক্ষ টাকা প্রদান করা হবে। তবে এবার এই টাকা বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে।

সুবিধা-৫

রাজ্যের যে সমস্ত মহিলারা সিভিক ভলেন্টিয়ার্স পদে কর্মরত রয়েছে তারা এবার বদলির সুযোগ পেতে চলেছে। অনেক সময় মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কারণে সংসার ছেড়ে এই অল্প মাইনের কাজ করার জন্য অন্যত্র গিয়ে বসবাস করতে হতো। এর ফলে অনেক অসুবিধার সঞ্চার হত। তবে এবার আর অসুবিধা হওয়ার কথা নয় কারণ এবার মহিলা সিভিক ভলেন্টিয়ার্সরা বদলির সুযোগ পেতে চলেছে। আর এই বদলির ফলে বহু মহিলারা এই কাজে যোগদান করতে ইচ্ছুক হবে।

সুবিধা-৬

রাজ্য সরকারের অন্যান্য পদগুলির মত সিভিক ভলেন্টিয়ার্স পদের চাকরি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সরা ৬০ বছর পর্যন্ত এই পদে কর্মরত থাকতে পারবে। যদি কোনো সিভিক ভলেন্টিয়ার্স কর্মরত অবস্থায় মারা যান সে ক্ষেত্রে তার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 মার্চের শেষে এই ৬ দিন সব ব্যাঙ্ক টানা বন্ধ থাকবে, কাজ থাকলে আগেভাগে সেরে রাখুন

👉 লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ১ খবর, মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলে গেল

👉 কে কল করছে সহজেই জানা যাবে, CNAP এর সুবিধা আনছে সরকার

👉 ৬০০০ টাকা বোনাস পাবেন, রাজ্যের এই সমস্ত লোকেরা

👉 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেই ১০০০০ টাকা মিলবে! কোথায় কোথায় আবেদন করবে দেখো

👉 শুধু DA তেই শেষ না! সরকারি কর্মীদের জন্য ৩ টে সুখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *