All banks will be closed for 6 consecutive days at the end of March
WhatsApp Group Join Now

সামনেই আসছে দোল উৎসব। আগামী ২৫শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির এই প্রিয় উৎসবটি। আবার অপরদিকে ২০২৪ সালের আর্থিক কাজকর্ম শেষ করার দিনটি হল ৩১ শে মার্চ। ৩১ তারিখের মধ্যে এই বছরের আর্থিক কাজকর্ম শেষ করা আবশ্যিক। তাই হাতে কিন্তু আর বেশি সময় নেই।

আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা থেকে জানা গেছে হোলির সময় টানা ছয় দিন ধরে বন্ধ থাকবে ব্যাংক। হোলির জন্য আগামী ২৫শে মার্চ সারা ভারত বর্ষ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। আবার তৃতীয় ও চতুর্থ শনিবার নিয়ম অনুযায়ী ব্যাংক বন্ধ রাখা হয়। রবিবার তো সমস্ত অফিস কাছারি বন্ধই থাকে। এ তো গেল ৪ দিনের ছুটির হিসাব। বাকি দিনগুলি কেন ব্যাংক বন্ধ থাকবে এই বিষয়ে জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

২২ মার্চ বিহার দিবস তাই সেই দিন পাটনায় সমস্ত ব্যাংক বন্ধ রাখা হবে২৩ শে মার্চ তৃতীয় শনিবার ২৪ শে মার্চ রবিবার হওয়ায় সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে। আগেই বলা হয়েছে ২৫ শে মার্চ হোলির জন্য বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কোহিমা, পাটনা, শ্রীনগর ও ত্রিবান্দ্রম বাদ বাকি সমস্ত স্থানের ব্যাংক বন্ধ রাখা হবে।

হোলির পরের দিন অর্থাৎ ২৬ শেষ মার্চ ভোপাল ইম্ফল এবং পাটনায় ব্যাংক বন্ধ থাকবে। ২৬ তারিখে হোলি বা ইয়াওসং দিবসের কারণে বিভিন্ন শ্রেণীর ব্যাংক বন্ধ রাখা হবে।

রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা তে বলা হয়েছে যে হোলির জন্য আগরতলা, আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগাদপুর, নয়াদিল্লি, পানাজি, রায়পুর, রাঁচি, শিলং সহ শিমলায় ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি ২৯ শে মার্চ গুড ফ্রাইডে উপলক্ষে ও ব্যাংকের ছুটি থাকবে।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group Join Now

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ১ খবর, মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলে গেল

👉 কে কল করছে সহজেই জানা যাবে, CNAP এর সুবিধা আনছে সরকার

👉 ৬০০০ টাকা বোনাস পাবেন, রাজ্যের এই সমস্ত লোকেরা

👉 স্কুলে পড়াশোনা তো চলবেই, তার সাথে নতুন একটি নিয়ম চালু হলো

👉 শুধু DA তেই শেষ না! সরকারি কর্মীদের জন্য ৩ টে সুখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *