big 1 news about Lakshmir Bhandar coincided with the words of the Chief Minister
WhatsApp Group Join Now

আর কিছুদিন বাদেই রাজ্যে শুরু হয়ে যাবে লোকসভা ভোট। ভোটের আগে বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষীর ভান্ডারের মাসিক অনুদান বাড়ানোর কথা রাজ্যবাসীর সামনে ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের এমন ব্যবস্থার কথা শুনে আনন্দে আত্মহারা হয়েছিল বাংলার মা-বোনেরা।

এখনো পর্যন্ত রাজ্যের প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৪২ হাজার মহিলারা প্রতি মাসে লক্ষীর ভান্ডারের অনুদান পেয়ে থাকেন। এবার এই লক্ষী ভান্ডার সম্পর্কে আরোও এক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি এই সুখবর ? বিস্তারিতভাবে জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

এই লক্ষীর ভান্ডারের তালিকায় খুব দ্রুত আরও তিন লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত করা হবে। এতদিন পর্যন্ত জেনারেল ক্যাটাগরির মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ৫০০ টাকা করে প্রতি মাসে এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা হাজার টাকা করে পেতেন।

এবার এই প্রকল্পের অনুদান বাড়িয়ে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা বারোশো টাকা করে অনুদান পাবেন। তবে এখনই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না রাজ্যের মা-বোনেরা।

কোন মাসে থেকে থেকে লক্ষীর ভান্ডারের বর্ধিত টাকা পাবেন মহিলারা?

রাজ্যের মহিলারা আগামী এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্ধিত অনুদানের টাকা পাওয়ার নিয়ম লাগু হয়ে যাবে। অর্থাৎ মে মাস থেকে এই বর্ধিত অংকের টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে

WhatsApp Group Join Now

এখন সম্ভবতই প্রশ্ন উঠবে যে লক্ষীর ভান্ডার এর অতিরিক্ত বর্ধিত টাকা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে? আলাদাভাবে কোন নথি বা ডকুমেন্ট জমা দিতে হবে?

এর উত্তরে বলা যেতে পারে যে লক্ষীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার জন্য বাংলার মহিলাদের কোনো কিছুই করতে হবে না। ২০২১ সালে সর্বপ্রথম মমতা সরকার চালু করে তাদের সবথেকে বড় জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। দিনে দিনে এর সংখ্যা বাড়তে চলেছে। তাই অবশেষে রাজ্য সরকার এর অনুদান দ্বিগুণ করে দিয়েছে। বর্ধিত অংকের টাকা বাংলার মা-বোনেরা হাতে পাবেন আগামী মে মাস থেকে।

সব শেষে আরো একটি কথা জানিয়ে রাখি, লক্ষীর ভান্ডার প্রকল্পের সাথে বার্ধক্য ভাতা কে জুড়ে দিয়েছে মমতার সরকার। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের ষাট বছর বয়স পূর্ণ হলেই লক্ষীর ভান্ডার থেকে তাদের নাম চলে যাবে বার্ধক্য ভাতার তালিকায়। তখন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে তারা পাবেন বার্ধক্য ভাতার অনুদান।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 ৬০০০ টাকা বোনাস পাবেন, রাজ্যের এই সমস্ত লোকেরা

👉 কে কল করছে সহজেই জানা যাবে, CNAP এর সুবিধা আনছে সরকার

👉 CAA তে আবেদন করতে ১০০ টাকা লাগছে, তারপরেও দিতে হবে এত টাকা

👉 শুধু DA তেই শেষ না! সরকারি কর্মীদের জন্য ৩ টে সুখবর

👉 স্কুলে পড়াশোনা তো চলবেই, তার সাথে নতুন একটি নিয়ম চালু হলো

👉 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেই ১০০০০ টাকা মিলবে! কোথায় কোথায় আবেদন করবে দেখো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *