The story of 1000 rupees is over This time the government will give 1500 rupees to this project
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মহিলাদের জন্য সুখবর। এবার একটি প্রকল্পে আবেদন করলেই মিলবে 1,500 টাকা। ভাবছেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

বাংলার মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করেই হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং চালু করলেন একটি নতুন প্রকল্পের। লক্ষ্মী ভাণ্ডার চালু করার পরে রাজ্যের মহিলাদের মধ্যে ভালো সাড়া মিলেছে, যার প্রভাব পড়েছে ভোটব্যাঙ্কে। একই কারণে এবার হিমাচলের মুখ্যমন্ত্রীও নতুন এক প্রকল্পের সূচনা করলেন।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, লাহৌল-স্পিতি জেলা সদর দফতর কেলং-এ ইন্দিরা গান্ধী প্যারি বহেনা সম্মান নিধি যোজনা চালু করলেন। এই প্রকল্পের আওতাভুক্ত, লাহৌল-স্পিতি জেলার 18 বছরের বেশি বয়সী সব মহিলাদের প্রতি মাসে 1,500 টাকার ভাতা দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

হিমাচলের মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা করে বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি পূরণ করলাম। লাহৌল স্পিতি জেলায় ইন্দিরা গান্ধী প্যারি ব্রাহ্মণ সম্মান নিধি যোজনা শুরু করার পাশাপাশি আমি 2.37 লাখ মহিলাকে অভিনন্দন জানাই যাঁরা 1 ফেব্রুয়ারি রাজ্যে 1100 টাকা ভাতা পেয়েছেন। 2024 সাল থেকে মহিলাদের 1500 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করছি। এইভাবে রাজ্যের 2.42 লাখ মহিলা প্রতি মাসে 1,500 টাকা ভাতা পাবেন। আমরা যা বলি তা করি। স্বনির্ভর হিমাচলের ভিত্তি স্থাপন করতে এসেছি আমরা।’

এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্য একটি শর্তও রাখা হয়েছে। এই প্রকল্পে সেই সব মহিলারাই আবেদন যোগ্য, যেসব পরিবারে কোনো সরকারী চাকরিরত সদস্য নেই। সরকারি চাকরি থাকলে, সেই পরিবারের মহিলারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।

সুখুর এরই সাথে উদয়পুরে বিডিও অফিস, লাহৌল-স্পিতি জেলার দারচায় রাজীব গান্ধী ডে-বোর্ডিং স্কুল, কেলং-এ পয়ঃনিষ্কাশন প্রকল্প ও জল নিষ্কাশন প্রকল্পর চালুর কথাও ঘোষণা করেছেন। সুখবিন্দর সিং আরও জানান, ‘2024-25 সালের বাজেটে রাজ্য সরকার সব বিভাগের জন্যই পরিকল্পনা শুরু করেছে।

বিধবা মহিলাদের সন্তাদের শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে। এর সঙ্গে MNREGA দৈনিক মজুরি 60 টাকা বাড়িয়ে 240 টাকা থেকে 300 টাকা করা হয়েছে।’

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, হিমাচল প্রদেশ দুধের সর্বনিম্ন সমর্থন মূল্য দেওয়ার জন্য দেশের মধ্যে প্রথম রাজ্য হয়ে উঠেছে। এখানে গরুর দুধ কেনার জন্য সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হিমাচলে গরুর দুধ প্রতি লিটার 45 টাকা ও মহিষের দুধের প্রতি লিটার 55 টাকা করে বিক্রি করতে হবে দুধ ব্যবসায়ীদের।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 দেশজুড়ে লাগু হলো CAA, এইভাবে আজ থেকেই আবেদন শুরু

👉 এক ধাক্কায় ১৭% বেতন বেড়ে গেল, লাভবান হবেন এই ৪ লাখ কর্মচারী

👉 রেলের সংস্থা IRCTC-তে কাজের সুযোগ, খুব শীঘ্রই আবেদন শেষ হয়ে যাবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়লো, তার সাথে আরো ১ সুখবর দিল সরকার

👉 ৯০০ টাকা না! এবার মাত্র এত টাকায় মিলবে রান্নার গ্যাস, মোদির ঘোষনায় সকলেই খুশি

👉 ব্যাঙ্কে KYC কেন করতে হবে? KYC আপডেট না করলে কী হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *