১/৯: বড়ো ঘোষণা কেন্দ্রীয় সরকারের। দেশ জুড়ে লাগু করে দেওয়া হল সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিএএ চালু করার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। 2019 সালে বিল পাশ হওয়ার পর চার বছর পর অবশেষে চালু হল হল সিএএ। আজ অর্থাৎ ১২ মার্চ থেকে অনলাইন পোর্টালে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন শুরু হবে।
২/৯: দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর কেন্দ্রের মোদী সরকার 2019 সালের 11 ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় চান, তা হলে তা আশ্রয় দেবে ভারত।
৩/৯: সংসদের দু’কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। তবে এত দিন ধরে দেশে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
৪/৯: সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি সই করার ছয় মাসের মধ্যে আইনের নির্দিষ্ট ধারা-উপধারা যুক্ত করতে হয়। তা না হলে লোকসভা কিংবা রাজ্যসভার নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয়। এক্ষেত্রে, আইনে পরিণত হবার পরেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএএ-তে কোনো ধারা-উপধারা যুক্ত করা হয়নি। ফলত, এই আইন এত দিন লাগু করাও হয়নি।
৫/৯: এ ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 2020 সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছিল। তবে, গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ আইন লাগু করা হবে।
৬/৯: গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মরত এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের আগেই জারি হয়ে যাবে। এই আইনের নিয়ম বা ধারা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত। এরই সাথে তার সংযোজন ছিল, ‘‘সিএএ-র গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তাঁরা কবে ভারতে প্রবেশ করেছিলেন।’’
৭/৯: সিএএ চালু করা নিয়ে নানান জায়গায় নানান মন্তব্য করলেও, মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর 24 পরগনার সভায় এসে সিএএ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৮/৯: যদিও বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমে বলেন, ‘‘ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই। ভোট ঘোষণার এক-দু’দিন বা তিন দিন আগে হলেও সিএএ কার্যকর হবে। এমনকি, নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘণ্টা আগেও সিএএ কার্যকর হতে পারে।’’
৯/৯: অন্যদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল অবশ্য সবসময়ই সিএএ আইনের বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-কে ‘ক্যা ক্যা’ বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূল সিএএ প্রসঙ্গে একাধিক বার বলেছে, ‘যে নাগরিকেরা ভোট দেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, তাঁরাই এ দেশের নাগরিক। তাই তাঁদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই বিজেপি সরকারের।’
সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 এক ধাক্কায় ১৭% বেতন বেড়ে গেল, লাভবান হবেন এই ৪ লাখ কর্মচারী
👉 রেলের সংস্থা IRCTC-তে কাজের সুযোগ, খুব শীঘ্রই আবেদন শেষ হয়ে যাবে
👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়লো, তার সাথে আরো ১ সুখবর দিল সরকার
👉 ৯০০ টাকা না! এবার মাত্র এত টাকায় মিলবে রান্নার গ্যাস, মোদির ঘোষনায় সকলেই খুশি
👉 ব্যাঙ্কে KYC কেন করতে হবে? KYC আপডেট না করলে কী হবে?