Not 900 rupees This time cooking gas will be available for so much money
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গতকাল অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিনে বড়ো ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের X হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, শনিবার থেকেই প্রতি গ্যাস সিলিন্ডারে 100 টাকা করে কমানো হয়েছে দাম। সারা দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত কয়েকমাস ধরে দেশে 14.2 কেজির গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি। প্রধানমন্ত্রী অবশেষে আন্তর্জাতিক নারী দিবস ও শিবরাত্রির দিনে এই দাম কমানোর সিদ্ধান্ত নিলেন। এর ফলে যে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবে, তা বলা বাহুল্য।

কেন্দ্র সরকারের এই নতুন সিদ্ধান্তের পরে দেশের বড় বড় কোন শহরে গ্যাস সিলিন্ডারের দাম কত হচ্ছে জেনে নিন। কলকাতায় LPG সিলিন্ডারের দাম 929 টাকা থেকে কমে দাঁড়াবে 829 টাকা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম 903 টাকা থেকে কমে হবে 803 টাকা। শিল্পনগরী মুম্বইতেও নতুন দাম হবে 802 টাকা এবং চেন্নাইতে 818 টাকাতে 14.2 কেজির গার্হস্থ্য সিলিন্ডার পেয়ে যাবেন দেশের মানুষ।

দাম কমানো ছাড়াও, মোদী সরকার বৃহস্পতিবারই উজ্জ্বলা যোজনার সময়সীমা বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উজ্জ্বলা যোজনার সময়সীমা 2025 সালের 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। বর্তমানে এই যোজনার আওতায় ভর্তুকির পরিমাণ অক্টোবর 2023- এর পর থেকে বেড়ে হয়েছে 300 টাকা।

2024-25 আর্থিক বছরের জন্যও উজ্জ্বলা যোজনা চালু থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারের কোষাগার থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গয়াল। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত থাকা 10 কোটিরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় 300 টাকা করে ভর্তুকি পাবেন।

ফলত, কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা হলে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত মহিলারা 529 টাকায় গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন।

এক্ষেত্রে যদিও, উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস বুকিং করা হলেও সুবিধাভোগীকে 9 মার্চ থেকে 829 টাকাই পেমেন্ট করতে হবে। তবে সিলিন্ডার বাড়িতে ডেলিভারি হওয়ার পর কয়েকদিনের মধ্যেই সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি 300 টাকা ভর্তুকি হিসেবে জমা করে দেওয়া হবে। হিসেব মতো 14.2 কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম পড়বে 529 টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 বেকার হলেই ২০০০ টাকা ঢুকবে, ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করুন

👉 ১ টি করে গ্যাস সিলিন্ডার একদম ফ্রিতে! এই যোজনায় নতুন করে আবেদন শুরু হলো

👉 ব্যাঙ্কে KYC কেন করতে হবে? KYC আপডেট না করলে কী হবে?

👉 এই মাসেই বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা, এবার থেকে রেশনে ব্যবহৃত হবে ePOS

👉 আবার DA বাড়ানোর ঘোষনা দিল রাজ্য সরকার, এবার কি ভোটের আগের মাস্ট্রারস্ট্রোক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *