ব্যাঙ্কে KYC কেন করতে হবে? KYC আপডেট না করলে কী হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Know Your Coustomer যা সংক্ষেপে KYC নামে পরিচিত, তা ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার অঙ্গ হয়ে উঠেছে। এই KYC জমা দেওয়ার জ্বালায় হামেশাই অতিষ্ঠ হয়ে ওঠেন গ্রাহকরা। এই নিয়ে ব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকে। প্রশ্ন উঠতে থাকে কেন বারবার KYC সংক্রান্ত নথি ব্যাঙ্কের শাখায় গিয়ে জমা দিতে হবে

এদিকে ব্যাঙ্কের শাখায় গিয়ে KYC আপডেট না করলে অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এমনকি কিছু সময় পর অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ করে দেয় ব্যাঙ্ক। আজকের প্রতিবেদনে এই KYC সংক্রান্ত কতগুলি জরুরি প্রশ্নের উত্তর খুঁজব আমরা।

ব্যাঙ্কে বারবার কেন KYC সংক্রান্ত নথি জমা দিতে হয়?

এই প্রশ্নের উত্তর পেতে গেলে প্রথমে জানতে হবে KYC কী? প্রতিটি ব্যাঙ্ক অসংখ্য গ্রাহক নিয়ে কাজ করে। ফলে প্রত্যেক গ্রাহককে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে এবং তার সম্বন্ধে যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখতে এই KYC ব্যবস্থা প্রচলন করা হয়েছে। তবে KYC ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- একজন গ্রাহকের পরিচয় পত্র সঠিকভাবে যাচাই করে তাঁকে চিহ্নিত করা।

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময়ই KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এর জন্য সেই সময় আধার কার্ড, প্যান, কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট সাইজ ছবি দিয়ে গোটা প্রক্রিয়া সারেন গ্রাহকরা। কিন্তু কিছুদিন অন্তর অন্তর আবার KYC করার নামে একই নথি জমা দেওয়ার কথা বলে ব্যাঙ্কগুলো। এই নিয়ে রীতিমত বিরক্ত হন গ্রাহকরা।

কিন্তু এমন কাজের পিছনে ব্যাঙ্কগুলোর নির্দিষ্ট কারণ আছে। নিয়ম অনুযায়ী প্রতিটি KYC নথির নির্দিষ্ট একটি সময়সীমা থাকে। কারণ গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্তই সেগুলো ব্যাঙ্ককে ব্যবহার করার ছাড়পত্র দিয়ে থাকেন। এরপর তাই আবার নিয়ম মেনে গ্রাহকদের KYC সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়। এবার যারা এই নির্দেশ মানেন না তাঁদের অ্যাকাউন্ট KYC বিহীন হয়ে পড়ে।

KYC আপডেট না করলে কী হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধরুন আপনি একজন গ্রাহক। এক্ষেত্রে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় নিশ্চয়ই আপনাকে KYC সংক্রান্ত নথি জমা দিতে হয়েছে। এরপর বছরখানেক পর আবার আপনাকে ব্যাঙ্ক KYC সংক্রান্ত নথি জমা দিতে বলল, যাকে পোশাকি ভাষায় বলা হয় KYC Update. এবার আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করেন তবে ব্যাঙ্ক প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্টটি-কে সাসপেন্ড করবে। অর্থাৎ ওই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেবে। আবার আপনি KYC সংক্রান্ত নথি জমা দিলে সেই অ্যাকাউন্টে লেনদেন শুরু হবে।

কিন্তু কোনও গ্রাহক যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করার পরেও KYC সংক্রান্ত নথির জমা না দেন তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে। এই অধিকার ব্যাঙ্কগুলোর আছে।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 এই ৫ টাকার কয়েন থেকে ইনকাম হচ্ছে ১২ টাকা, RBI এর পদক্ষেপে সব ভেস্তে গেল

👉 এই মাসেই বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা, এবার থেকে রেশনে ব্যবহৃত হবে ePOS

👉 আবার DA বাড়ানোর ঘোষনা দিল রাজ্য সরকার, এবার কি ভোটের আগের মাস্ট্রারস্ট্রোক?

👉 লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বেশি টাকা! এই প্রকল্পে ১২,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার

👉 ১ টি করে গ্যাস সিলিন্ডার একদম ফ্রিতে! এই যোজনায় নতুন করে আবেদন শুরু হলো

Leave a Comment