সম্ভাবনার কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। বরং চূড়ান্ত ঘোষণা আসতে কিছুটা দেরি হল। তবে হিসেব মতো লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদি সরকার।
ডিএ বা মহার্ঘ ভাতার এই বৃদ্ধি জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকরী হবে। ফলে এই তিন মাসের প্রাপ্য অতিরিক্ত মহার্ঘভাতা কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে আগামীতে যোগ করে দেওয়া হবে।
এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন যে অনেকটাই বাড়ল তা আর বলার অপেক্ষায় রাখে না। কিন্তু এই সুখবর কেবলমাত্র মহার্ঘ্য ভাতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নেই। একইসঙ্গে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও একগুচ্ছ আর্থিক উপহারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।
এই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বেড়ে হল ৫০ শতাংশ। কিন্তু ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ থাকছে না। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির পরিমাণও ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পেতেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দিল। এর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের যে প্রভূত উপকার হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু তাই নয়, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে। সরকার এইসব ক্ষেত্রে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে। ফলে মাসের শেষে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের অংশ হিসেবে এবার থেকে অনেকটাই বেশি টাকা ঢুকবে।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও এক বড় প্রাপ্তি ঘটেছে। অনেকদিন ধরেই তাঁরা বাড়িভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেটিও কার্যকর করার কথা ঘোষণা করেছে সরকার। এতদিন যারা ২৭ শতাংশ HRA পেতেন তাঁদেরকে এবার থেকে ৩০ শতাংশ দেওয়া হবে।
যারা ১৮ শতাংশ HRA পেতেন তাঁদেরকে দেওয়া হবে ২০ শতাংশ করে। আর যাদের HRA-এর পরিমাণ ছিল ৯ শতাংশ তাঁরা এবার থেকে পাবেন ১০ শতাংশ।
সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 ৯০০ টাকা না! এবার মাত্র এত টাকায় মিলবে রান্নার গ্যাস, মোদির ঘোষনায় সকলেই খুশি
👉 বেকার হলেই ২০০০ টাকা ঢুকবে, ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করুন
👉 ব্যাঙ্কে KYC কেন করতে হবে? KYC আপডেট না করলে কী হবে?
👉 এই মাসেই বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা, এবার থেকে রেশনে ব্যবহৃত হবে ePOS
👉 ১ টি করে গ্যাস সিলিন্ডার একদম ফ্রিতে! এই যোজনায় নতুন করে আবেদন শুরু হলো