এক ধাক্কায় ১৭% বেতন বেড়ে গেল, লাভবান হবেন এই ৪ লাখ কর্মচারী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লোকসভা ভোটের আগে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সহ বিভিন্ন উপভোক্তারা নতুন নতুন সুখবর পাচ্ছেন। এবার সেই তালিকায় নাম উঠল ব্যাঙ্ক কর্মীদের। এবার ব্যাঙ্ক কর্মীদেরও বেতন বাড়ানোর বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। গত শুক্রবার এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধি অথবা সংশোধন করে থাকে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বা IBA। এই সংস্থা মূলত ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে বেতন বৃদ্ধি অথবা সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার এই বিষয়ে ব্যাঙ্ক কর্মীদের দোলের আগে সুখবর দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

নতুন চুক্তি অনুসারে ব্যাঙ্ক কর্মীদের 17 শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। এই ঘোষণার ফলে দেশের প্রায় চার লক্ষ ব্যাঙ্ক কর্মী উপকৃত হবেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারের কোষাগার থেকে অতিরিক্ত খরচ হবে 8284 কোটি টাকা। নতুন এই চুক্তির ফলে কেবলমাত্র ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে তা নয়, এর পাশাপাশি তারা বিপুল পরিমাণে এরিয়ার পাবেন। এর পিছনে বেতন বৃদ্ধি লাগু হওয়ার সময় যুক্ত রয়েছে।

চুক্তির পর শুক্রবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, 17 শতাংশ বেতন বৃদ্ধির নিয়ম কার্যকর হবে গত 2022 সালের নভেম্বর মাস থেকে। ফলে বর্ধিত বেতনের বাড়তি অংশ 2022 সালের নভেম্বর মাস থেকে হিসেব কষে সরকারকে মিটিয়ে দিতে হবে দেশের ব্যাংক কর্মীদের। এরই পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণ এরিয়ার হাতে পাবেন ব্যাংক কর্মীরা।

এছাড়াও নতুন চুক্তি অনুযায়ী দেশের মহিলা ব্যাঙ্ক কর্মীরা আরও বাড়তি সুবিধা পাবেন। এছাড়াও এবার থেকে কোনরকম মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মাসে একদিন করে অসুস্থতাজনিত কারণে ছুটি পাবেন। এছাড়াও চাকরিরত অবস্থাতেই ব্যাঙ্ক কর্মীরা তাদের পিএল অর্থাৎ প্রিভিলেজ লিভ ক্যাশ করাতে পারবেন। হোলি বা দোলের আগে ব্যাঙ্ক কর্মীদের জন্য এই রকম সুবিধা তুলে দেওয়া লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে, তা বলাই বাহুল্য।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 রেলের সংস্থা IRCTC-তে কাজের সুযোগ, খুব শীঘ্রই আবেদন শেষ হয়ে যাবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়লো, তার সাথে আরো ১ সুখবর দিল সরকার

👉 ব্যাঙ্কে KYC কেন করতে হবে? KYC আপডেট না করলে কী হবে?

👉 রাজ্যে এত ইউনিট পর্যন্ত কারেন্ট বিল লাগবে না, এইভাবে নিন ফায়দা

👉 ৯০০ টাকা না! এবার মাত্র এত টাকায় মিলবে রান্নার গ্যাস, মোদির ঘোষনায় সকলেই খুশি

👉 বেকার হলেই ২০০০ টাকা ঢুকবে, ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করুন

Leave a Comment