not only DA 3 good news for central government employees
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১/৭: লোকসভা ভোটের মুখে একের পর এক ঘোষণা করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। এবার যেমন খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। বাড়ানো হতে চলেছে ডিএর পরিমাণ। এর ফলে বৃদ্ধি পাবে মূল বেতনও।

২/৭: সরকারের তরফে ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলা হয়েছে যে, এবার থেকে 50% হারে ডিএ (DA) দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ঘোষণার ফলে কেন্দ্রীয় কর্মীরা যে উচ্ছসিত, তা বলার অপেক্ষা রাখে না। তবে কেবল ডিএ নয়, সাথে বাড়তে চলেছে ভ্রমণ ভাতাও বা TA। ডিএ বৃদ্ধির ফলে ভ্রমণ ভাতাও এক লাফে বেড়ে যাবে অনেকটাই।

৩/৭: এছাড়াও, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাল্লা দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’ বা সংক্ষেপে HRA বাড়তে চলেছে।

৪/৭: কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’-ও বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় কর্মীরা 27 শতাংশ, 18 শতাংশ, 9 শতাংশ হারে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’ পেতেন। এবার কেন্দ্র সরকারের তরফে সেটা বাড়িয়ে করা হচ্ছে যথাক্রমে 30 শতাংশ, 20 শতাংশ এবং 10 শতাংশ।

৫/৭: কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, দেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৬/৭: এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে 49.18 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন। পাশাপাশি লাভের মুখ দেখবেন 67.95 লাখ পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরও। পরিসংখ্যান বলছে, এর সজন্য প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি 12,868.72 কোটি টাকা খরচ হতে চলেছে।

৭/৭: বর্তমানে একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন যদি 53, 500 টাকা হয়, তাহলে 46 শতাংশ হারে তার ডিএ হবে 24,610 টাকা। আর ডিএ-এর পরিমাণ যদি 50 শতাংশ ধরা হয়, তিনি প্রতি মাসে আরও বাড়তি 2140 টাকা করে পাবেন। এক ধাক্কায় বেতন এবং পেনশন বৃদ্ধি করার ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির রেশ ছড়িয়েছে কেন্দ্রীয় কর্মীদের মধ্যে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 ১০০০ টাকার গল্প শেষ! এবার এই প্রকল্পে ১৫০০ টাকা দেবে সরকার

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়লো, তার সাথে আরো ১ সুখবর দিল সরকার

👉 ৯০০ টাকা না! এবার মাত্র এত টাকায় মিলবে রান্নার গ্যাস, মোদির ঘোষনায় সকলেই খুশি

👉 দেশজুড়ে লাগু হলো CAA, এইভাবে আজ থেকেই আবেদন শুরু

👉 এক ধাক্কায় ১৭% বেতন বেড়ে গেল, লাভবান হবেন এই ৪ লাখ কর্মচারী

👉 রেলের সংস্থা IRCTC-তে কাজের সুযোগ, খুব শীঘ্রই আবেদন শেষ হয়ে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *