জলই জীবন, এই পানীয় জলের গুরুত্ব অনুভব করে তাই রাজ্য সরকার অমৃত প্রকল্প চালু করেছেন। এই অমৃত যোজনার অধীনে, ২০২৪ সালেও বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ করে দেওয়া হচ্ছে, একইসাথে জল সংরক্ষণ, বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে।
এই যোজনার কথা প্রচার করবার উদ্দেশ্যেই সারা রাজ্যে মহিলা মিত্র নিয়োগ করা হচ্ছে। এইসব মহিলা মিত্ররা সমগ্র রাজ্যের অভাবী পরিবারগুলিকে অমৃত 2.0 যোজনার সঙ্গে সংযুক্ত করবার কাজ করছে। ইতিমধ্যেই এই অমৃত 2.0 যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য হ্রদ, পুকুর খনন করা হচ্ছে।
ইতিমধ্যেই অমৃত 2.0 যোজনা পরিচালনা করবার জন্য মহিলা বন্ধুদের নিয়োগ করা হচ্ছে, এই স্কিমটি যাতে দক্ষ ভাবে পরিচালনা করা যায় সেই কারণে নিয়োজিত এই সব মহিলা বন্ধুদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তবে এই কাজের জন্য তাদের যে শুধু প্রশিক্ষণ দেওয়া হবে তা নয় বরং প্রশিক্ষণের পাশাপাশি এই মহিলা বন্ধুদের প্রতি সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। তবে এই টাকা ব্যাঙ্ক একাউন্টে ঢুকতে ৭ দিন সময় লাগবে।
ইউপি অর্থাৎ উত্তর প্রদেশ রাজ্য সরকারের চালু করা এই অমৃত 2.0 যোজনার অধীনে , সরকার 166টি অমৃত সরোবরকে পুনরায় ফেরানোর পাশাপাশি জল সংরক্ষণ ও জলের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক প্রচার ও চালাচ্ছে রাজ্যে।
উল্লেখ্য ,এই প্রকল্পেই আবার জল পরীক্ষার জন্য রাসায়নিক কিট, প্রশিক্ষণ শিবির ও বিভিন্ন ধরণের সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে আর এই পুরো অভিযানের আওতায় থাকবেন মহিলা মিত্ররা। সরকার AMRUT 2.0 এর অধীনে 24,000 কোটি টাকা ব্যয় করছে, এই প্রকল্পের মাধ্যমে সরকার পানীয় জল ও পয়ঃনিষ্কাশন সুবিধার পাশাপাশি শহর গুলিতে ও সুবিধা প্রদান করতে ও পানীয় জলের মান পর্যবেক্ষণের জন্য ল্যাবও তৈরি করছে।
Read More: বেকাররা মাসে ২৫০০ টাকা করে পাবে, রাজ্য সরকারের এই প্রকল্পে নাম তুললেই
এখানে বলে রাখা ভালো যে, এই স্কিমটি কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য উপলব্ধ নয় কারণ এটি পশ্চিমবঙ্গ সরকারের চালু করা যোজনা নয়। এই যোজনাটি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দাদের জন্য সেখানকার সরকার চালু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অমৃত 2.0 যোজনা টি UP সরকার সেখানকার মহিলাদের জন্য চালু করেছেন, এই প্রকল্পের ফলে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়, এইভাবে পানীয় জলের বিশুদ্ধতার সম্পর্কে যেমন ভাবে জনসাধারণকে সচেতন করা হয়,তেমনি ভাবে এই কাজটি করতে মহিলা মিত্র হিসেবে যারা সরকারকে সাহায্য করে তাদের সাত মাস অন্তর 3000 টাকা করে সম্মানী দেওয়া হয় আর যে কারণে এই প্রকল্পটি সেখানে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে।