বেকাররা মাসে ২৫০০ টাকা করে পাবে, রাজ্য সরকারের এই প্রকল্পে নাম তুললেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবকদের উন্নতি প্রকল্পে যুবশ্রী প্রকল্প চালু করেছেন। যুবশ্রী প্রকল্পে কারো নাম থাকলে ২৫০০ টাকা করে অনুদান পাওয়া যায়, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবকরা নতুন নতুন ভাবে শিল্প গড়ে তুলতে পারবে।

এস এস এম‌ই বিভাগ যুবশ্রী প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে, ইতিমধ্যেই যারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করে ছিলেন তাদের একটি নামের তালিকা প্রকাশ হয়েছে।

এখন সেই তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি ঘরে বসেই জানতে পারবেন, এমনকি আপনি যদি ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলেও সেটা আবেদন করতে পারবেন। কীভাবে করবেন আর কীভাবে জানবেন যুবশ্রী প্রকল্পের তালিকায় আপনার নাম আছে কিনা? সেটাই আজকের প্রতিবেদনে বলে দেওয়া হবে।

যুবশ্রীর তালিকায় আপনার নাম এসেছে কিনা তা জানবার জন্য যা যা করতে হবে-

১। প্রথমে আপনাকে যুবশ্রীর অফিশিয়াল সাইটে যেতে হবে।

২। এরপর আপনাকে জব সিকার আইডি দিয়ে লগইন করতে হবে।

৩। আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে সাবমিট করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪। সাবমিট অপশনে ক্লিক করলেই সাথে সাথে পরবর্তী পেজে পশ্চিমবঙ্গের যুবশ্রীর নতুন তালিকা দেখতে পাবেন। এইবার সেই তালিকা টা ভালোমতো চোখ বুলিয়ে দেখে নিন আপনার নাম রয়েছে কিনা!

যদি যুবশ্রীর তালিকায় আপনার নাম থাকে তাহলে কী করবেন?

১। ১১ই জুন থেকে ৭ জুলাই এর মধ্যে Annexure I ফর্ম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করে দিতে হবে। আপনার যুবশ্রী আইডি ও পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে ফর্ম ফিলাপ করতে হবে।

২। এরপর Annexure I ফ্রন্টের প্রিন্ট আউট করাবেন ও Annexure II ফর্ম এবং ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজের জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করুন।

৩। সবকিছু ঠিক থাকলে যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে ও আপনি মাসে মাসে ২৫০০ টাকা পাবেন।

যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হতে হবে, রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোন‌ওরকম আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীর কারিগরি ডিগ্রী থাকতে হবে, এ ছাড়া আবেদনকারীর নতুন ব্যবসায়িক ধারণা ও স্টার্ট আপ পরিকল্পনা থাকা উচিত।

পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করা সম্ভব?

১। প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের https://www.employmentbankwb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

২। পোর্টালে নতুন হলে আপনাকে নিবন্ধন করতে হবে।

৩। এরপর আপনাকে পোর্টালে লগইন করতে হবে ও লগ‌ইন করবার পর আপনি যুবশ্রীর পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেয়ে যাবেন‌।

আরো পড়ুনঃ নতুন কার্ড দিচ্ছে রাজ্য সরকার! এটা থাকলেই ১২,৫০০ টাকার গ্যারান্টি

যুবশ্রী প্রকল্পের আবেদন করবার জন্য প্রয়োজনীয় নথি

১। আবেদনকারীর ঠিকানার প্রমাণ ও পরিচয় পত্র

২। উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি

৩। আবেদনকারী স্নাতক পাশ করে থাকলে ডিগ্রী সার্টিফিকেট

৪। পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি

৫। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

৬। অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট

Leave a Comment