আধার কার্ডের বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া সহ একাধিক জেলার বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে বহু মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে।
আধার কার্ড নিষ্ক্রিয় হবার ফলে রেশন পেতে সমস্যার পাশাপাশি ব্যাংকের কাজকর্ম করা যাচ্ছে না। এই প্রসঙ্গে UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে যে যেকোনো আধার নম্বর নিষ্ক্রিয় করা হচ্ছে না। কেবলমাত্র যে সমস্ত ব্যক্তিরা বিদেশ থেকে এসেছে তাদেরই কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে।
আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ব্যাপার নিয়ে হাইকোর্টে মামলা ও দায়ের করা হয়েছে। এবার হাইকোর্ট সেই মামলার রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রের কাছে। কেন্দ্র সরকারকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার কারণগুলি উল্লেখিত করতে বলেছে হাইকোর্ট।
জয়েন্ট ফোরাম অ্যাগেইনস্ট এনআরসি আধার নিষ্ক্রিয়তার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে। মামলা করার কারণ হিসেবে দেখানো হয়েছে যে অকারণে বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এও বলা হয়েছে যে আধার কার্ড নিষ্ক্রিয় করা নিয়ে কোনো সাধারন মানুষকে চিন্তা করতে হবে না কারণ এটি একটি যান্ত্রিক ক্রটি।
তবে জানা গিয়েছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ১০০০ এর বেশি মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানাতে হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবঞ্জানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্যর শোনার পর হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যেই হলপ নামা জামা দেয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৪এপ্রিল।
উল্লেখ করা যেতে পারে, যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় করেছে তাদের ইউডিআই কর্তৃপক্ষ থেকে চিঠি আসার ব্যবস্থা করা হয়েছে। ওই চিঠিতে লেখা হয়েছে যে আধার আইনের ২৮ এ ধারার মাধ্যমে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে গ্রাহকদের রেশন পেতে এবং ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে অসুবিধা সৃষ্টি হচ্ছে। আর যদি কোন আধার ব্যবহারকারী সম্পূর্ণ তথ্য পেতে চান তবে ইউডিআই কর্তৃপক্ষের ওয়েবসাইটে ভিজিট করে নেবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় সবর হয়েছেন। তিনি রাজ্যবাসীর জন্য ঘোষণা করেছেন যে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও এই রাজ্যের মানুষেরা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। এরপর আধার গিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নামে একটি পোর্টালের মাধ্যমে বাংলার মানুষজন যাতে সুবিধা পায় তার ব্যবস্থা করেছে।
যে সমস্ত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা ওই পোর্টলের মাধ্যমে অভিযোগ জানাতে পারে। তবে এর পাশাপাশি বিজেপি সরকারের দাবি হল যে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ঘটনা নিয়ে বাংলাভাষীদের চিন্তা করতে হবে না কারণ এটি একটি প্রযুক্তিগত ত্রুটি মাত্র।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 ৭০০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে চাকরির আবেদন কবে থেকে শুরু হবে?
👉 ফুড SI পরীক্ষা আবার কি হবে? ঠিক কী বললেন PSC চেয়ারম্যান?
👉 পরীক্ষা ছাড়াই IPBP তে সরকারি চাকরির সুযোগ! শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা সব জানুন
👉 ৯ দিনের মধ্যেই ফ্রি গ্যাস সিলিন্ডার! শুধু আধার লিংক থাকলেই হবে
👉 লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ১ খবর, মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলে গেল