WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের। গরিবের ন্যায্য রেশন যাতে সচ্ছল ব্যক্তিরা বেআইনিভাবে ভোগ করতে না পারে তার জন্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক (Aadhaar-Ration Link) করার কথা বলা হয়। এর উদ্দেশ্যই ছিল একজন গ্রাহকের নামে একাধিক রেশন কার্ড থাকলে তা বাতিল করা।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে, বহু মানুষ একাধিক রেশন কার্ড রেখে অনৈতিকভাবে ভর্তুকির সুবিধে নিচ্ছে। এমনকি কেউ মারা গেলেও নিয়ম অনুযায়ী তাঁর রেশন কার্ড ডিলারের কাছে জমা দেওয়া হচ্ছে না। বদলে সেই কার্ড দিয়ে রেশন তুলে নিয়ে যাচ্ছে অনেক পরিবার।

এমনকি রেশন থেকে বেশি খাদ্য সামগ্রী তুলে তা খোলা বাজারে বিক্রির মত ঘটনাও ঘটছে। এইসব অনৈতিক কাজকর্মের ফলে বঞ্চিত হচ্ছে গরিবরা। যারা এই রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার প্রধান অধিকারী।

এই পরিস্থিতি বদলাতেই কেন্দ্র আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার নির্দেশ দেয়৩০ জুন এই লিঙ্ক প্রক্রিয়ার শেষ দিন ধার্য করা হয়েছিল। কিন্তু এখনও বহু মানুষ আধার-রেশন লিঙ্ক করে না ওঠায় শেষ পর্যন্ত সময়সীমা বাড়ানো হল। এর ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার সুযোগ পাবেন গ্রাহকরা।

আধার নম্বরের সঙ্গে রেশন কার্ড কেন লিঙ্ক করতে হবে? 

কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক ‘এক গ্রাহক, এক রেশন’ নীতি কঠোরভাবে দেশজুড়ে লাগু করতে চাইছে। সেখানে কেন্দ্রের নিয়ম মেনে নির্দিষ্ট শ্রেণির মানুষ তাঁর প্রাপ্য অনুযায়ী রেশন দোকান থেকে খাদ্যশস্য ও কেরোসিন তেল তুলে নিয়ে যান সেটাই চায় কেন্দ্র।

কোনরকম জালিয়াতি করে অতিরিক্ত খাদ্যশস্য সংগ্রহ ঠেকাতে বদ্ধপরিকর সরকার। আর সেই কারণেই আধার নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্কের কথা বলা হয়েছে। এতে একজন ব্যক্তির নামে কতগুলো রেশন কার্ড ইস্যু করা আছে তা সহজেই জানা যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া সহজ হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করলে আপনি রেশন দোকানে গিয়ে আর খাদ্যশস্য পাবেন না। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না হলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। দরিদ্র সীমার নিচে থাকা গরিবদের কাছে রেশন ব্যবস্থার সুফল আরও ভালো করে পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর কীভাবে লিঙ্ক করবেন?

অনেকেই এর আগে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করেছিলেন। কিন্তু বহুজনের ক্ষেত্রে তা সঠিকভাবে কাজ করেনি। ফলে সবার আগে আপনাকে জানতে হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে কিনা। কীভাবে তা জানবেন সেটা দেখুন-

• সবার প্রথমে https://food.wb.gov.in/ – এই লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইটে ঢুকুন।

• সেখানে Ration Card অপশনের অধীনে থাকা Check the status of your Ration Card অপশনে ক্লিক করুন।

• এবার রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিকভাবে Captcha Code বসান। এরপর Search অপশনে ক্লিক করুন।

• এরপর যদি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখায় তবে আর চিন্তার কিছু নেই। আপনাকে কিছু করতে হবে না, প্রতি মাসের মতোই রেশন দোকানে গিয়ে খাদ্য সামগ্রী পেয়ে যাবেন।

• কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাসে যদি Deactive লেখা থাকে তবে আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তবে বর্তমানে এটা বাড়িতে বসেই করে ফেলা সম্ভব।

• বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার জন্য খাদ্য দফতরের যে পেজে আছেন সেখানেই পাশে থাকা Do E-KYC অপশনে ক্লিক করুন।

• নতুন একটি পেজ খুলবে। সেখানে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards অপশনে ক্লিক করুন। নতুন যে পেজ আসবে সেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

• এবার Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করুন। এর পরবর্তী ধাপ হিসেবে Send OTP অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে যে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে Submit করুন। এরপর ভেরিফাই অপশন আসবে, সেখানে গিয়ে সমস্ত তথ্য একবার চেক করে নিন।

• এবার Verify and Submit অপশন ক্লিক করুন। ঠিক করে গোটা প্রক্রিয়া করলে দেখবেন আপনার রেশন কার্ডটি Active হয়ে গেছে।

যাদের রেশন কার্ড ডি-অ্যাক্টিভ হয়ে খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে, তাঁরাও একই প্রক্রিয়ায় কার্ডটিকে অ্যাক্টিভ করতে পারবেন। তারপর আবার ডিলারের কাছে গেলে রেশন থেকে খাদ্য সামগ্রী পাবেন। এরপরও কোন‌ও সমস্যা হলে আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন।

অফলাইনে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার জন্য আপনার আধার কার্ডের প্রতিলিপি ও নিজের এবং বাড়ির বাকি সদস্যদের রেশন কার্ডের প্রতিলিপি সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে রেশন ডিলারের কাছে জমা দিন। সপ্তাহখানেকের মধ্যেই লিঙ্ক হয়ে যাবে। আর লিঙ্ক হয়ে গেলে আপনার ফোনে একটি এসএমএস ঢুকবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 আপনার আধার কার্ড সক্রিয় আছে না নিষ্ক্রিয় হয়ে গেল জানুন

👉 এই সমস্ত লোকদের ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিংক না করলেও হবে

👉 ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোটে RBI দিচ্ছে বিশেষ সুবিধা

👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *