WhatsApp Group Join Now

জরুরি প্রয়োজনে (চিকিৎসা হোক বা সন্তানের পড়াশোনার খরচ অথবা বিয়ে বা অন্য যেকোন‌ও কারণে) কাছে থাকা সোনার গয়না বিক্রি করতে বাধ্য হয় অনেকে কিন্তু এবার আর চাইলেই তা করতে পারবেন না। কারণ পুরোনো গয়না বিক্রি অর্থাৎ Old Gold Sale বা Old Gold Jewellery Sale-এর ক্ষেত্রে কড়া নিয়ম এনেছে কেন্দ্রীয় সরকার।

এমনকি পুরনো সোনার গয়না পরিবর্তন করে দোকান থেকে আধুনিক ডিজাইনের গয়না নিতে চাইলেও তা আর আগের মতো সহজে হবে না। কারণ আপনার পুরনো সোনার গয়না বিশুদ্ধ তার ইউনিক আইডেন্টিফিকেশন প্রমাণ দিলে তবেই সেই পুরনো গয়না বিক্রি বা বিনিময় করা যাবে।

সোনার গয়নার ইউনিক আইডেন্টিফিকেশন প্রমাণ হল হলমার্ক বা HUID. ভারতে যেমন সোনার গয়নার চাহিদা তুঙ্গে থাকে, দরিদ্র থেকে ধনী সকলেই যেমন সোনার গয়না কেনে এবং পরতে পছন্দ করে তেমনই এই দেশে সোনার গয়নার নামে বিপুল মাত্রায় জালিয়াতি হয়। সেই জালিয়াতি থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই কেন্দ্রীয় সরকার সোনার গয়নায় হলমার্ক চালু করেছে

আপনার গয়নায় হলমার্ক থাকার অর্থ সেটি বিশুদ্ধ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট দু’ধরনের সোনার গয়নাতেই হলমার্ক দেওয়া হচ্ছে। নতুন সোনার গয়নার পাশাপাশি পুরনো সোনার গয়নার ক্ষেত্রেও এই হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। ফলে আপনার বাড়িতে রাখা পুরনো সোনার গয়না বিক্রি করতে গেলে বা তা বিনিময় করতে হলে আগে থেকে বিশুদ্ধতার প্রমাণ স্বরূপ হলমার্ক করে নিতে হবে। কারণ হলমার্ক ছাড়া কোনও সোনার গয়না (নতুন হোক বা পুরনো) লেনদেন করা নিষিদ্ধ করেছে সরকার।

১ এপ্রিল থেকে গোটা দেশজুড়ে সোনার গয়না বিক্রিতে হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-র নির্দেশে কঠোরভাবে এই নিয়ম বলবৎ করা হয়। এর ফলে দেশের কোন‌ও সোনার গয়না প্রস্তুতকারী হলমার্ক ছাড়া আর সেটি বিক্রি করতে পারে না। এই হলমার্কের উদ্দেশ্য হল একটি গয়নায় ঠিক কত ক্যারেট সোনা আছে তা নির্ধারণ করে জানিয়ে রাখা। যাতে ক্রেতাদের সহজে ঠকাতে না পারে গয়নার ব্যবসায়ীরা। উল্লেখ্য, সাধারনত গয়নায় ১৮-২২ ক্যারেট সোনা থাকে।

পুরনো সোনার গয়নার ক্ষেত্রে নিয়ম

WhatsApp Group Join Now

মূলত ক্রেতা সুরক্ষার কথা ভেবেই সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এতদিন সোনার গয়নায় হলমার্কের এই নিয়মের প্রভাব পড়ছিল গয়না ব্যবসায়ীদের উপর। তবে এবার সাধারণ মানুষও এই কেন্দ্রীয় নিয়মের জেরে বেশ সমস্যায় পড়তে চলেছে। কারণ নতুন নিয়মে পরিষ্কার জানানো হয়েছে, জুন মাস থেকে কাছে থাকা পুরনো সোনার গয়না বিক্রি করতে চাইলে বা কারওর সঙ্গে এক্সচেঞ্জ করতে চাইলেও তাতে হলমার্ক থাকাটা বাধ্যতামূলক।

ধরুন আপনার কাছে সোনার কোন‌ও একটি গয়না আছে। বিশেষ প্রয়োজনে সেটি বিক্রি করবেন ভাবছেন। এর আগে সেই গয়না দোকানে নিয়ে গেলে বা সংশ্লিষ্ট কারোর কাছে সরাসরি বিক্রি করা যেত। কিন্তু জুন মাস থেকে পুরনো সোনার গয়নাতেও হলমার্ক না থাকলে আর সেটা বিক্রি করা যাবে না।

এদিকে এপ্রিল মাস থেকে হলমার্ক বাধ্যতামূলক হওয়ার আগে বেশিরভাগ সোনার গয়নাতেই এই বিশেষ চিহ্ন থাকত না। আর তাই এখন সাধারণ মানুষ বাড়িতে থাকা সোনার গয়না বিক্রি করতে চাইলে তাদেরকেও সোনার দোকানের মত সেই গয়নায় আগে হলমার্ক বসাতে হবে, তারপরই বিক্রি করা সম্ভব। এদিকে ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে গোল্ড লোন নিতে গেলেও আপনার সোনার গয়নায় হলমার্ক আছে কিনা সেটাও এবার থেকে খুঁটিয়ে দেখা হবে।

এই হলমার্কের ঝামেলা কম নয়। এমনিতেই সোনা গয়না ব্যবসায়ীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় হলমার্ক সেন্টারের সংখ্যা কম। ফলে গয়নায় হলমার্ক করতে বেশি সময় লাগছে। এই পরিস্থিতিতে পুরানো সোনার গয়নায় হলমার্ক করতে হলে সরকারি রেট অনুযায়ী গয়না পিছু ৪৫ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। তবে আপনার যদি পুরনো সোনার গয়না বিক্রির পরিকল্পনা থাকে সেক্ষেত্রে হাতে সময় নিয়ে হলমার্ক সেন্টারে যান। কারণ কাজের চাপ বেশি থাকায় রাতারাতি হলমার্ক হয়ে যাওয়া সম্ভাবনা এই মুহূর্তে বেশ কম।

হলমার্কের তালিকা থেকে ছাড় পেল কারা?

নতুন হোক বা পুরনো সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার যদিও বিশেষ কটি ক্ষেত্রে সোনার গয়নাকে এই তালিকা থেকে ছাড় দেওয়া হয়েছে। ছাড় পাওয়ার তালিকায় আছে-

  • ২ গ্রামের কম ওজনের সোনার গয়না।
  • বিদেশে বিশেষ রফতানির উদ্দেশ্যে তৈরি করা সোনার গয়না।
  • সোনার বিস্কুট বা বাট।
  • সোনার ফাউন্টেন পেন, চামচ, ঘড়ি এগুলোও হলমার্কের ছাড়ের তালিকায় আছে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 সরকারের নতুন ‘শক্তি প্রকল্পে’ বিশাল সুবিধা

👉 এই সমস্ত ১৩ কোটি লোকের প্যান কার্ড বাতিলের মুখে!  

👉 ১৪ জুনের মধ্যে আধার আপডেট করেছেন? না করলে কী হবে দেখুন

👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *