WhatsApp Group Join Now

বাসে চড়তে আর টাকা খরচ করতে হবে না মহিলাদের। সম্পূর্ণ বিনামূল্যেই গন্তব্যে পৌঁছে যাবেন তাঁরা। এর জন্য মাত্র একটা কাজ করতে হবে। শক্তি স্মার্ট কার্ড (Shakti Smart Card) সঙ্গে রাখতে হবে প্রত্যেককে। আর তাহলেই বিনা খরচে প্রতিদিন অফিস, আত্মীয়ের বাড়ি ঘুরতে যাওয়া সর্বত্র যাতায়াত করতে পারবেন মহিলারা। আট থেকে আশি সব বয়সী মহিলারাই বিনামূল্যে বাস যাত্রার এই সুযোগ পাবেন। কিন্তু কোথায় চালু হল এই প্রকল্প সেটাই আজকে আমরা জানাবো। 

মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার এই প্রকল্পের নাম শক্তি। তবে এই সুযোগ বাংলার মহিলাদের জন্য নয়। দক্ষিণ ভারতের কর্ণাটকের মহিলাদের জন্য সম্প্রতি এই বিশেষ সুযোগ নিয়ে এসেছে সে রাজ্যের সরকার। আসলে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস তাদের ইস্তেহারে মহিলাদের জন্য শক্তি প্রকল্পের প্রতিশ্রুতি রেখেছিল।

জানিয়েছিল তারা ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের বাসে চড়তে টিকিট কাটতে হবে না। ভোটের ফলে দেখা যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার এক মাসের মধ্যেই সে রাজ্যের মহিলা বাস যাত্রীদের জন্য চালু হল শক্তি প্রকল্প। এর ফলে কর্ণাটকের প্রায় ৪১.৮ লক্ষ্য মহিলা যাত্রী উপকৃত হবেন বলে একটি সমীক্ষায় দাবি করা হয়েছে।

শক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত কী?

কর্ণাটক সরকারের শক্তি প্রকল্পের সুবিধা পেতে গেলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে-

(1) শক্তি প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই মহিলা হতে হবে। পাশাপাশি ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামীদেরও বিনা ভাড়ায় বাসে চড়ার এই বিশেষ সুবিধে দিচ্ছে সে রাজ্যের সরকার।

WhatsApp Group Join Now

(2) কেবলমাত্র কর্ণাটকের স্থায়ী বাসিন্দারাই শক্তি প্রকল্পের সুবিধায় পাবেন।

(3) বিনামূল্যে বাসে চড়ার এই সুবিধে কেবলমাত্র সরকারি বাসে উঠলেই পাওয়া যাবে। কর্ণাটক সরকারের অধীনস্থ পরিবহণ নিগম KSRTC, BMTC-এর বাসে উঠলে তবেই ভাড়া না দিয়েই গন্তব্যে পৌঁছনোর সুবিধে পাবেন মহিলারা। তবে বেসরকারি বাসে এই সুবিধে পাওয়া যাবে না।

(4) বিনামূল্যে বাসে চড়তে হলে কর্নাটকের মহিলাদের সেবা সিন্ধু পোর্টালে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে শক্তি স্মার্ট কার্ড তৈরি করতে হবে। আবেদন জানানোর তিন মাসের মধ্যে এই স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন মহিলারা। বাসে ওঠার সময় কাছে এই স্মার্ট কার্ডটি অবশ্যই রাখতে হবে। সেইসঙ্গে আধার কার্ড রাখলে আরও ভালো।

(5) সরকারি বাসের ৫০% আসন পুরুষদের জন্য সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ মহিলাদের শক্তি প্রকল্পের জেরে পুরুষরা যাতে বঞ্চিত না হয় বা অসুবিধের মুখে না পাড়েন তাও নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে কর্ণাটক সরকার।

(6) রাজ্যের মধ্যেই এই প্রকল্পের সুবিধে পাবেন কর্নাটকের মহিলারা। তবে রাজ্যের সরকারি পরিবহণ নিয়মের বাসে করে প্রতিবেশীর রাজ্যে গেলে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত বিনামূল্যে যাতায়াতের এই সুযোগ পাওয়া যাবে। তার চেয়ে দূরে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে।

(7) একজনের শক্তি স্মার্ট কার্ড নিয়ে পরিবার বা অন্য কোনও মহিলা যাত্রা করতে পারবেন না। এমন বিষয় ধরা পড়লে আইন অনুযায়ী পদক্ষেপ করবে কর্ণাটক সরকার।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ১৩ কোটি প্যান কার্ড বাতিলের মুখে! কাদের জানুন

👉 ১৪ জুনের মধ্যে আধার আপডেট করেছেন? না করলে কী হবে দেখুন

👉 এই সমস্ত লোকদের ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিংক না করলেও হবে

👉 ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোটে RBI দিচ্ছে বিশেষ সুবিধা?

👉 ফ্রির রেশনে বড় ধাক্কা! কেন্দ্রের এই সিদ্ধান্তে গরিবদের মাথায় হাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *