WhatsApp Group Join Now

1/6: ভারতবাসীর একটা বড় অংশ বহুদিন আগে আধার কার্ড (Aadhaar Card) তৈরি করেছিলেন। বিশেষ করে প্রথম যখন আধার কার্ড বিষয়টি চালু হয় তখনই এটা তৈরি করেছিলেন কোটি কোটি মানুষ। সে ২০১০ সালের ঘটনা। বায়োমেট্রিক নির্ভর পরিচয়পত্র হলেও তারপর গত ১৩ বছরে আধার কার্ডে অনেকেই কোন‌ও পরিবর্তন আনেননি। কিন্তু এতদিনে সেই তাঁদের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক স্যাম্পেল ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে। আর সেই কারণেই আধার কার্ড আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

2/6: এত দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্য‌ই অকেজো হয়ে পড়বে। তাই UIDAI ঠিক করেছে ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে। এটা বাধ্যতামূলক না হলেও সুবিধার জন্য সকলকেই করার কথা বলা হচ্ছে।

3/6: এবার কেউ কেউ ভাবতে পারেন, দশ বছর আগেও যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় আছেন। তাহলে নতুন করে কী আপডেট করবেন! তাঁদেরকে বলার, ভালো করে দেখে নিন আপনার ঠিকানার ইংরেজি স্পেলিং ঠিক আছে কিনা। সেখানে ভুল থাকলে আপডেট করুন। আর যদি সব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন। কারণ দশ বছর আগে আপনাকে দেখতে যেমন ছিল দশ বছর পর অবশ্যই আপনার দেহাকৃতি ও লুকস পরিবর্তন হয়েছে

4/6: এই সকল উদ্দেশ্য পূরণের জন্য UIDAI বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ দিয়েছে। প্রথমে তিন মাস সময় দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হয়েছে গত ১৪ জুন। তাতে কয়েক কোটি মানুষ নিজেদের আধার কার্ড আপডেট করেছেন। কিন্তু শেষের দিকে একসঙ্গে বহু মানুষ আধার কার্ড আপডেট করতে গিয়ে MyAadhaar পোর্টালের সার্ভার বিগড়ে যায়। এতে আমজনতার কোন‌ও ভুল নেই।

5/6: আবার এখনও অনেকে আপডেটের এই বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল নন। সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনা করে UIDAI কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আরও তিন মাস বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বিনামূল্যে বাড়িতে বসেই আধারের জনসংখ্যার সংক্রান্ত তথ্য (ঠিকানা, জন্মতারিখ, নাম, লিঙ্গ, বয়স, মোবাইল নম্বর, ই-মেল আইডি সংক্রান্ত তথ্য পরিবর্তন করা যাবে) আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

6/6: তবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আগের মতোই ৫০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে আপনাদের একটাই পরামর্শ, তাড়াহুড়ো করবেন না। হাতে আরও তিনটে মাস সময় আছে। ধীরে সুস্থে সময় নিয়ে MyAadhaar পোর্টালে গিয়ে আধার কার্ড আপডেট করুন

WhatsApp Group Join Now

কীভাবে আধার আপডেট করবেন?

• প্রথমে MyAadhaar পোর্টালে ঢুকুন। https://myaadhaar.uidai.gov.in এই হল লিঙ্ক।

• আধার নম্বর সহ ব্যক্তিগত বিবরণ দিয়ে লগইন করুন।

• এবার Name/Gender/Date of Birth & Address Update অপশনে ক্লিক করুন।

• এবার Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে।

• এবার ডেমোগ্রাফিক বিকল্পগুলির মধ্যে থেকে আপনি ঠিকানা, জন্ম তারিখ, নাম, মোবাইল নম্বর কোনটা আপডেট করতে চাইছেন সেটা নির্বাচিত করুন এবং Proceed to Update Aadhaar অপশনে ক্লিক করুন।

• আপনার ঠিক করা তথ্যের সাপেক্ষে উপযুক্ত নথির ছবি আপলোড করুন। ঠিকানার ক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র, বয়স পরিবর্তনের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র আপলোড করুন।

• একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাবেন। সেটা নিজের কাছে রেখে দিন। পরবর্তীতে ওই সার্ভিস রিকুয়েস্ট নম্বর ট্র্যাক করে আপনার আপডেট রিকোয়েস্ট ঠিক কোন অবস্থানে আছে তা দেখতে পাবেন। সাধারণত এক সপ্তাহের মধ্যে আপডেট সম্পূর্ণ হয়ে যায়।

• তবে মাথায় রাখবেন নিজের ছবি বা বায়োমেট্রিক ডেটা আপডেট করতে হলে আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে টাকা দিয়েই এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ১৪ জুনের মধ্যে আধার আপডেট করেছেন? না করলে কী হবে দেখুন

👉 আপনার আধার কার্ড সক্রিয় আছে না নিষ্ক্রিয় হয়ে গেল দেখুন

👉 সরকারের নতুন ‘শক্তি প্রকল্পে’ বিশাল সুবিধা! কারা পাবে দেখুন

👉 ১৩ কোটি এই সমস্ত লোকেদের প্যান কার্ড বাতিলের মুখে! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *