WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি নির্দেশিকা মেনে ১৪ জুনের মধ্যে আধার কার্ড আপডেট করেছেন? নিশ্চয়ই আপনি জানতেন ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে mAadhaar পোর্টাল বা My Aadhaar (https://myaadhaar.uidai.gov.in/) ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাচ্ছে।

তবুও বহু ভারতবাসী নির্ধারিত সময়সীমার মধ্যে আধার কার্ড আপডেট করেননি। এদিকে আধার কার্ড ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয়পত্র হয়ে উঠেছে। ফলে আধার কার্ড নির্ধারিত সময় সীমার মধ্যে আপডেট না করলে বড় বিপদ দেখা দিতে পারে

প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে, এই কথাটা সকলেই জানেন। তার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর। সেখানে খোদ আধার কার্ড আপডেটের নির্ধারিত সময়সীমা দিন পাঁচেক হল পেরিয়ে গিয়েছে

বিষয়টি টের পেতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকের। নির্ধারিত সময়ের মধ্যে আপডেট না হওয়ায় তবে কি আধার কার্ড বাতিল হয়ে যাবে? সরকার তথা UIDAI কর্তৃপক্ষ এক্ষেত্রে প্যান কার্ড বাতিলের মতো কড়া শাস্তি হিসেবে আধার কার্ড বাতিল বা সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে! এমনই সব জল্পনা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে।

১৪ জুনের মধ্যে আধার কার্ড আপডেট করা নিয়ে ঠিক কী নির্দেশ ছিল?

UIDAI কর্তৃপক্ষ ১৪ জুনের মধ্যে আধার কার্ড আপডেট করা নিয়ে জানিয়েছিল, বিশেষত যাদের আধার কার্ড ১০ বছরের পুরনো তাদেরকে এই সময়সীমার মধ্যে ঠিকানা, নামের বানান, জন্মতারিখ, ছবি বা বায়োমেট্রিক ডেটা প্রয়োজন অনুযায়ী আপডেট করতে হবে এবং এই সময় সীমার মধ্যে সেই পরিষেবা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

কিন্তু অনেকেই এই সময় মেনে আধার কার্ড আপডেট করেনি। তারপরই জল্পনা ছড়িয়েছে তবে কি নির্ধারিত সময়সীমার মধ্যে আধার কার্ড আপডেট না হওয়ায় তা বাতিল করে দেবে UIDAI কর্তৃপক্ষ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নির্ধারিত সময় সীমার মধ্যে আপডেট না হ‌ওয়ায় আধার কার্ড বাতিলের জল্পনা তৈরি হয় UIDAI-এর নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি থাকায়।

এই প্রসঙ্গে ১৪ জুনের পর UIDAI কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত জানালেন দেখুন-

(1) ১৪ জুনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ পাওয়া যাচ্ছিল।

(2) মূলত ১০ বছরের বেশি পুরনো যাদের আধার কার্ড তাঁদেরকে অবশ্য করে এই প্রক্রিয়ায় আপডেট করার জন্য অনুরোধ করা হয়।

(3) তবে UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে আধার কার্ড আপডেট করার বিষয়টি মোটেও বাধ্যতামূলক নয়। তবে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করলে UIDAI-এর কাছে যেমন সঠিক ডেটা থাকবে তেমনই আধার কার্ড অনেক বেশি শক্তিশালী হবে।

(4) UIDAI জানিয়েছে আধার কার্ড আপডেট করা যেহেতু বাধ্যতামূলক ছিল না তাই ১৪ জুনের মধ্যে আপডেট না করলেও আধার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা নেই।

(5) ফলে ১৪ জুন সময়সীমার মধ্যে যারা আধার কার্ড আপডেট করেননি তাঁদের বিশেষ চিন্তার কিছু নেই। কারণ আপনার আধার কার্ড আগের মতোই সক্রিয় থাকছে, তা বাতিল হচ্ছে না।

(6) তবে UIDAI কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ১০ বছরের পুরনো আধার কার্ড হলে তা আপডেট করে নেওয়াই ভালো। এতে বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনারই সুবিধে হবে।

(7) তবে একটা সুখবর আছে। বহু ভারতীয় বিদেশে থাকার কারণে বা বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল না হওয়ায় ১৪ জুনের মধ্যে আধার কার্ড আপডেট করতে পারেননি। তাঁদের কথা ভেবেই বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ আরও তিন মাস বাড়িয়ে দিয়েছে UIDAI. ফলে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ পাওয়া যাবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 এই সমস্ত লোকদের ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিংক না করলেও হবে

👉 ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোটে RBI দিচ্ছে বিশেষ সুবিধা

👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI

👉 ফ্রির রেশনে বড় ধাক্কা! কেন্দ্রের এই সিদ্ধান্তে গরিবদের মাথায় হাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *