WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০১৬ সালে রাতারাতি ভারতের বাজারে বহুল প্রচলিত ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষনা করে কেন্দ্রীয় সরকার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই কথা জানান। দেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে পরামর্শ করেই ঐ সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

তার ফলে সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছিল ভারতীয় অর্থনীতিতে। অনেকে দাবি করেন নোট বন্দির সেই ধাক্কা এখনও পুরোপুরি সামলে ওঠা যায়নি। সেই সময় বিকল্প হিসেবে চালু হওয়া একেবারে নতুন ২০০০ টাকার নোট আবার সম্প্রতি বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে RBI।

এই অবস্থার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১,০০০ টাকার নোট নিয়ে আবার নাকি বিরাট সুযোগ দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে কী জানিয়েছে RBI?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI-এর লেটার হেডে লেখা একটি নোটিশ ভাইরাল হয়েছে। তাতে বলা হয়েছে, ২০১৬ সালে বাতিল হয়ে যাওয়া পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট পরিবর্তনের নতুন করে সুযোগ আসতে চলেছে।

স্বাভাবিকভাবেই বিষয়টি জেনে খুশি হয়েছে দেশবাসীর একাংশ। কারণ বাতিল নোটের ৯৯%-ই রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে জমা পড়লেও ১ শতাংশের কাছাকাছি নোট নানান কারণে জমা পড়েনি। তার মধ্যে কিছু বাতিল নোট কালো টাকার কারবারিরা নিজেদের রক্ষা করতেই জমা করেনি বলে অনুমান অর্থনীতিবিদদের

তবে সাধারণ মানুষের একাংশ‌ও বাতিল নোট সেই সময় ব্যাঙ্কে জমা করেনি। স্রেফ ভুলে যাওয়ার কারণে বা বেখেয়ালে বাড়িতে রাখা বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট সেই সময় ব্যাঙ্কে গিয়ে জমা করতে পারেননি অনেকে। পরবর্তীতে ঘর গোছাতে গিয়ে সেই বাতিল নোট উদ্ধার হয়। এমন অনেকেই পরবর্তীতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে বাতিল নোট পরিবর্তনের আর্জি জানিয়েছিল। যদিও সময়সীমা পেরিয়ে যাওয়ায় তা মঞ্জুর হয়নি।

রিজার্ভ ব্যাঙ্কের নামে করা ওই বিজ্ঞপ্তি থেকে দেশের অনেকেই ভেবেছিলেন, কাছে থাকা বাতিল নোট এবার পরিবর্তন করে ফেলার সুযোগ পাবেন। যদিও সেখানে লেখা ছিল ভারতীয় নাগরিক নয়, বিদেশের যে নাগরিকদের কাছে ভারতের বাতিল ৫০০ ও ১,০০০ টাকার নোট আছে তাঁদেরকেই সেই নোট পরিবর্তনের সুযোগ দেওয়া হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য নেপাল ও ভুটানের বাজারে ভারতীয় নোটের ব্যাপক প্রচলন আছে। এই দুই দেশে বাজারে নিজস্ব নোটের পাশাপাশি ভারতীয় মুদ্রাতেও কেনাকাটা করা যায়। ফলে নেপাল ও ভুটানের অনেক নাগরিকের কাছেই ভারতের বাতিল দুই ধরনের নোট‌ই থেকে যাওয়ার সম্ভাবনা আছে।

RBI কবে থেকে এই সুবিধে দিচ্ছে?

বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট পরিবর্তনের যে খবর রিজার্ভ ব্যাঙ্কের নাম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে এবার বড় টুইস্ট এসেছে। কবে থেকে এই সুবিধে পাওয়া যাবে তা জানতে গিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়। সত্যি কি RBI এমন কোনও সিদ্ধান্ত নিয়েছে? সন্দেহ দেখা দিতেই প্রয়োজন পড়ে খবরের সত্যতা নিরূপণ বা ফ্যাক্ট চেকের। আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

ভাইরাল খবরের সত্যতা যাচাই (Fact Check)

কোন‌ও খবর সঠিক না ভুয়ো তা যাচাই করে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। রিজার্ভ ব্যাঙ্কের নাম করে ভাইরাল হওয়া বাতিল ৫০০ ও ১,০০০ টাকার নোট পুনরায় পরিবর্তনের সুযোগ সংক্রান্ত খবরটিও যাচাই করার উদ্যোগ নেয় পিআইবি।

তারা এই বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে। আর তাতেই জানা যায় চাঞ্চল্যকর তথ্য। RBI জানিয়েছে তারা বাতিল নোট নতুন করে পরিবর্তনের সুযোগ দেওয়ার বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেয়নি।

বাজারে যে খবরটি ছড়িয়েছে তা সম্পূর্ণরূপে ভুয়ো। এরপরই প্রেস ইনফরমেশন ব্যুরো আমজনতাকে সতর্ক করে দিয়ে বিস্তারিত বিষয়টি নিয়ে জানিয়েছে। তারা জানায়, ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে এটি পুরোপুরি ভুয়ো খবর।

সাধারণ মানুষ যাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন খবরে কান না দেয় তা নিয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি সত্যতা যাচাই না করে ভুয়ো খবর ছড়ালে আইন মেনে শাস্তিও হতে পারে বলেও জানিয়েছে পিআইবি

আপনার যদি কোন‌ও খবরের সত্যতা নিয়ে সংশয় হয় তবে বিষয়টি যাচাই করে নিতে পিআইবি-র সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে সহজেই ফ্যাক্ট চেক করে নিতে পারবেন।

PIB হোয়াটসঅ্যাপ নম্বর: 8799711259

PIB ই-মেল:  [email protected]

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI

👉 কেন্দ্রের এই সিদ্ধান্তে গরিবদের মাথায় হাত

👉 এই দুটি ব্যাঙ্ক দিচ্ছে স্পেশাল সুবিধা! সবাই পাবে

👉 রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *