WhatsApp Group Join Now

1/7: বাড়িতে ঠিক কত টাকা নগদ রাখা যায়, এই বিষয়ে দেশের অধিকাংশ মানুষই ওয়াকিবহাল নন। তবে পরবর্তীতে ঝুটঝামেলা এড়াতে চাইলে আগে থেকেই জেনে নিন, দেশের আইন অনুয়ায়ী সর্বোচ্চ কত নগদ টাকা গচ্ছিত রাখা যায় বাড়িতে

2/7: ভারতের আয়কর আইন অনুসারে, দেশের নাগরিকদের বাড়িতে রাখা নগদ টাকার পরিমানের উপর কোনও ঊদ্ধসীমা রাখা হয়নি। তবে, যদি কোনও কারণ বশত কোনো ব্যক্তির বাড়িতে আয়কর বিভাগ থেকে রেড (Raid) করা হয়, তবে আইনত সেই ব্যক্তি, আয়কর দফতরের আধিকারিকদের সর্বোত ভাবে সাহায্য করতে বাধ্য থাকবে।

3/7: একই ভাবে, যদি কোনও ব্যক্তির বাড়িতে আয়কর বিভাগের রেড হয়, তবে সেই ব্যক্তিকে, তার বাড়িতে থাকা সকল অর্থের হিসাব সঠিকভাবে দেখাতে হবে।

4/7: দেশের আইন বলছে, আয়কর বিভাগের তল্লাশি অভিযানের সময় কারোর বাড়িতে থাকা সমস্ত নগদ টাকার হিসাব দেখাতে হবে। যদি কোনো ব্যক্তির কাছে প্রচুর পরিমানে নগদ অর্থ পাওয়া যায়, তবে তার উপযুক্ত নথি দেখাতে পারা বাধ্যতামূলক।

5/7: তবে যদি কোনো ব্যক্তি, তার বাড়িতে পাওয়া অর্থের হিসাব ও সেই অর্থের নথি দেখাতে না পারেন, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হতে পারে। এমনকি ক্ষেত্র বিশেষে, এই জরিমানার অঙ্ক, বাড়িতে প্রাপ্ত নগদ অর্থের 137 শতাংশ পর্যন্তও হতে পারে! তাই আগেভাগেই সাবধান হয়ে যাওয়া ভালো।

6/7: কেবলমাত্র আর্থিক জরিমানা করা হবে, তা কিন্তু নয় বাড়িতে প্রাপ্ত সকল নগদ অর্থ আয়কর দফতর অধিগ্রহণ করে নেবে। এর সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাবাসের মত শাস্তিও দেওয়া হতে পারে।

WhatsApp Group Join Now

7/7: কোনও উপযুক্ত নথি ছাড়া একটি অর্থ বর্ষে যদি কোনো ব্যক্তি 20 লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করেন তাহলে ওই ব্যক্তিকে জরিমানা করা হতে পারে। এমনকি, এখন 50,000 টাকার বেশি অর্থ জমা করতে বা তুলতে গেলেও প্যান কার্ড ব্যবহার করতে হবে গ্রাহকদের। এছাড়াও প্রতি বছর নিয়ম করে আয়কর ফাইল করতে হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

👉 আধার কার্ড নিয়ে সবাইকে সতর্ক করল UIDAI

👉 আধার আপডেট করার সময়সীমা বাড়ানো হলো

👉 আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *