WhatsApp Group Join Now

আধার কার্ডের আগে ভোটার আইডি অন্যতম প্রধান পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ফলে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইলের সিম তোলা, রেশন কার্ড সমস্ত কিছুতে সেই সময় ভোটার আইডি দিতে হতো। এখন অবশ্য সেই জায়গাটা নিয়েছে আধার কার্ড (Aadhar Card)। তাই সমস্ত ধরনের সরকারি কাজ এমনকি বহু বেসরকারি ক্ষেত্রে আধার কার্ড জমা দিতে হচ্ছে। আর তাতেই বেড়েছে আধার কার্ডের অপব্যবহারের সম্ভাবনা।

একসময় দেখা গিয়েছিল ভোটার আইডির তথ্য নকল করে বেনামে বহু মোবাইল সিম তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে আধার কার্ড ব্যবহার করে সেইরম ঘটনা ঘটার বেশ কয়েকটি উদাহরণ পাওয়া গিয়েছে। এমনকি অন্যের আধার কার্ডের তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার মতো ঘটনাও ঘটেছে

অন্যান্য বেআইনি কাজ‌ও হচ্ছে আধার অপব্যবহারের মধ্য দিয়ে। বিষয়গুলো ইতিমধ্যেই নজরে এসেছে প্রশাসনের। এদিকে আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে জালিয়াতি শুরু হওয়ায় প্রচন্ড চিন্তিত সাধারণ মানুষ। যেটা তাঁদের প্রধান পরিচয় পত্র সেই আধার কার্ড দিয়ে যদি এইভাবে গোপনে লোন নেওয়া, মোবাইলের সিম তোলার মতো কাজ হতে থাকে তবে বিপদ যে অনেক গভীরে এগিয়ে পৌঁছবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মানুষের এই ভয় দূর করতে একইসঙ্গে আধার জালিয়াতির শিকার হলে যাতে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয় তার জন্য এক নতুন পরিষেবা নিয়ে এসেছে UIDAI কর্তৃপক্ষ। এর মাধ্যমে সহজেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ কোন‌ও কাজ করেছে কিনা। সে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হোক বা মোবাইলের সিম তোলা অথবা আপনার আধার তথ্য ব্যবহার করে কেউ রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছে কিনা সেই তথ্য‌ও এই একটি ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই জানতে পেরে যাবেন।

আপনার আধার কার্ড অন্য কেউ অপব্যবহার করছে কিনা কিভাবে জানবেন? 

অনেক সময় আমাদের অজান্তে আধার কার্ড অন্য কেউ জালিয়াতি করে ব্যবহার করে। এই বিষয়টি জানার জন্য এবং বন্ধ করার জন্য আপনি নিচের পদ্ধতিটি দেখুন-  

WhatsApp Group Join Now

(1) সবার প্রথমে https://uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।

(2) এটা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট। এর মেনু অপশনে ক্লিক করুন এবার। তারপর যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে My Aadhaar অপশনটিতে ক্লিক করুন।

(3) এবার আরও কতগুলো অপশন আসবে। তার মধ্যে থেকে AADHAAR SERVICES -এর আওতাধীন Aadhaar Authentication History অপশনে ক্লিক করুন।

(4) যে পেজটি ওপেন হবে সেখানে আধার নম্বর ও সিকিউরিটি কোড সঠিকভাবে লিখুন। ক্যাপচা কোড দিন। শেষে SEND OTP অপশনে ক্লিক করুন। এবার সঠিক জায়গায় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে দিন।

(5) এবার যে পেজ আসবে সেখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার আধার সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন সেই সময়কাল উল্লেখ করুন। এখানে ডেট কাস্টম করা যায়। এরপর আপনি কতগুলি রেকর্ড দেখতে চাইছেন তা‌ও উল্লেখ করুন। এক্ষেত্রে মাথায় রাখবেন একসঙ্গে ৫০ টির বেশি রেকর্ড দেখা যায় না। এবার আপনার মোবাইলে OTP আসবে সেটা বসান। শেষে VERIFY OTP অপশনে ক্লিক করুন।

(6) এবার আপনার আধার কার্ড ব্যবহার করে যা যা কাজ হয়েছে তার রেকর্ড আপনার সামনে চলে আসবে। ফলে সহজেই দেখে নিতে পারবেন আপনি নিজে ব্যবহার করা ছাড়া আর কোনও ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার হয়েছে কিনা। এরপর চাইলে DOWNLOAD অপশনে ক্লিক করে সমস্ত রেকর্ড ডাউনলোড করে নিতে পারেন।

এক্ষেত্রে একটা কথা বলার, যদি দেখেন আপনার আধার কার্ড ব্যবহারের রেকর্ডে কোন‌ও সমস্যা আছে তবে দেরি করবেন না, প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হন। কারণ আধার কার্ড অপব্যবহার করে কোন‌ও কাজ করলে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ও ৩ বছরের জেল হতে পারে। আধারের বায়োমেট্রিক তথ্য বেআইনিভাবে হাতিয়া নেওয়ার ঘটনা ঘটলে ১০ হাজার টাকা জরিমানা হয়। তাই সময় থাকতে সাবধান হয়ে যান।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা আছে চেক করুন

👉 গরমের ছুটির পর স্কুল খুলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল সরকার

👉 500 টাকার নোট নিয়ে জল্পনার অবসান

👉 আধার আপডেট করার সময়সীমা বাড়ানো হলো- শেষ তারিখ কবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *