WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টানা দেড় মাসের গরমের ছুটি কাটিয়ে সবে বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন খুলেছে বাংলার স্কুলগুলো। যদিও এখনও দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে। ফলে দীর্ঘদিন পর স্কুল খুললেও উপস্থিতির হার বেশ কম। এই প্রচন্ড গরমের মধ্যে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা

কিন্তু দীর্ঘ ছুটির জেরে পড়াশোনার যে প্রবল ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষায় রাখে না। বিষয়টি নিয়ে শিক্ষা মহলের পাশাপাশি সরকার‌ও গভীরভাবে চিন্তিত। এই অবস্থায় কিভাবে পড়াশোনার খামতি মেটানো যাবে তা নিয়ে দিশা দেখিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি স্কুল খোলার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ে তারা জারি করেছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা।

গত ২ মে গরমের ছুটি পড়েছিল বাংলার স্কুল-কলেজগুলোয়। কথা ছিল মে মাসের ২৮ তারিখ গরমের ছুটি পড়বে। কিন্তু অস্বাভাবিক গরম পড়ায় এবং লাগাতার তাপপ্রবাহ চলতে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন। এরপর গত ৫ জুন স্কুল খোলার কথা ছিল। কিন্তু তখনও তাপপ্রবাহ চলতে থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুল খোলার সময়সীমা আরও ১০ দিন পিছিয়ে যায়

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল জুন মাসের মাঝামাঝি থেকে বাংলার আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গের অবস্থা ভয়াবহ। এখানে গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল মানুষ। পরিস্থিতি এমন জায়গা গিয়ে পৌঁছেছে যে বাড়ির মধ্যেও স্বস্তিতে থাকা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই অবস্থায় স্কুলে যাওয়াটা বিপজ্জনক হয়ে উঠতে পারে ছোট ছোট ছেলেমেয়েদের পক্ষে। কিন্তু এবার আর স্কুল না খুলে সরকারেরও উপায় ছিল না

দীর্ঘ ছুটির জেরে পড়াশোনায় ভালোমতো ব্যাঘাত ঘটেছে। স্কুলগুলো থেকে হোমটাস্ক বা বাড়ির কাজ দেওয়া হলেও অনেক পড়ুয়া গত দেড় মাসে বইখাতা ছুঁয়েও দেখেনি বলে অভিযোগ অভিভাবকদের।

বিশেষ করে নিচু ক্লাসের পড়ুয়াদের ক্ষেত্রে এই ক্ষতির মাত্রা সবচেয়ে ভয়াবহ। তারা অনেকেই লিখতে ভুলে গেছে! এই পরিস্থিতিতে কীভাবে দ্রুত পড়াশোনার খামতি মিটিয়ে ছেলেমেয়েদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে দিশা দেখিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ

স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে পর্ষদ জানিয়েছে-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(1) দীর্ঘ গরমের ছুটির ক্ষতি পূরণ করতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদ। সেইসঙ্গে পড়ুয়াদের যেখানে অসুবিধা হবে সেটা দেখিয়ে দিতে বলেছে।

(2) স্কুলে কতগুলো অতিরিক্ত ক্লাস হবে, কোন বিষয়গুলো বেশি জোর দিয়ে পড়ানো হবে সবটাই একটা ছকে বাঁধার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার জন্য স্কুল খোলার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকের সঙ্গে বাকি শিক্ষক-শিক্ষিকাদের বসে এই নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরির কথা বলা হয়েছে।

(3) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষক-শিক্ষিকারা আপাতত ছুটি নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

পড়াশোনার ক্ষতিপূরণে মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকাই শেষ নয়, সামনেই পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু তার আগে সিলেবাস শেষ করতে হবে। তাই কীভাবে কোন সময় পরীক্ষা নিতে হবে সেই নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে।

(4) অগস্ট মাসের ১-৮ তারিখ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পরীক্ষা নিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের নির্দেশিকায় পরিষ্কার জানিয়েছে, এই সময়সীমার আগে যেমন পরীক্ষা নেওয়া যাবে না তেমনই এর পরেও নেওয়া যাবে না। অগস্ট মাসের প্রথম আট দিনের মধ্যেই সমস্ত পরীক্ষা সেরে ফেলতে হবে।

(5) সিলেবাস শেষ করে তবেই পরীক্ষা নিতে হবে। সিলেবাস বাকি রেখে কোন‌ও স্কুল পরীক্ষায় যেতে পারবে না।

(6) পরীক্ষার আগে পড়ুয়ারা যাতে তৈরি হয়ে যায় তা শিক্ষক-শিক্ষিকাদের দেখতে হবে।

মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশ অনুযায়ী দেড় মাস গরমের ছুটির পর সিলেবাস শেষ করার জন্য স্কুলগুলো হাতে মাত্র দেড় মাস সময় পাবে। কিন্তু এর মধ্যে সমস্যা হিসেবে দেখা দিয়েছে পঞ্চায়েত নির্বাচন

তার জন্য বেশিরভাগ স্কুল জুলাই মাসে আবার ৫-৭ দিন বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা। ফলে কী করে এতো অল্প সময়ে পড়ুয়াদের সিলেবাস শেষ করবেন তা ভেবে পাচ্ছেন না শিক্ষক-শিক্ষিকারা। যদিও মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশ, এক্ষেত্রে কোনরকম অজুহাত চলবে না।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 আধার কার্ড নিয়ে সবাইকে সতর্ক করল UIDAI

👉 গরমের ছুটির পর স্কুল খুলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল সরকার

👉 আধার আপডেট করার সময়সীমা বাড়ানো হলো- শেষ তারিখ কবে?

👉 স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা আছে চেক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *