WhatsApp Group Join Now

1/11: ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ইন্টারভিউ পর্বের পর যারা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছিলেন তাঁদের মধ্যে থেকে প্রায় ৩২,০০০ শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। বহু আগেই এই নিয়োগ প্রক্রিয়ায় সার্বিকভাবে অনিয়ম ও দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।

2/11: এই বিষয়ে ইতিমধ্যেই আদালতের নির্দেশে CBI তদন্ত করছে। তবে এই মামলার প্রাথমিক রায় দিতে গিয়ে কিছুদিন আগেই দেশজুড়ে চাঞ্চল্য ফেলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এক ধাক্কায় ২০১৪-এর টেট পাস প্রায় ৩৪ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। যদিও সংশোধিত রায়ে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় ৩২ হাজারের কাছাকাছি।

3/11: একসঙ্গে প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে শোরগোল, তোলপাড় শুরু হয় সর্বত্র। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়ে সঙ্গে সঙ্গে সেই শিক্ষকরা যে কর্মচ্যুত হয়েছেন এমনটা নয়। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, যেহেতু নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ পর্ব ও অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন আছে এবং সেখানে নিয়ম ভাঙার ঘটনা প্রমাণিত, তাই আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে এই শিক্ষকদের চাকরির ইন্টারভিউ নিতে হবে।

4/11: সেখানে যারা উত্তীর্ণ হবেন তাঁদেরকে আবার চাকরিতে পুনঃনিয়োগ করা যাবে। মাঝের এই তিন-চার মাস সময় ওই শিক্ষকরা স্কুলে গিয়ে ক্লাস নেবেন, তবে তাঁরা পূর্ণ সময়ের শিক্ষকের বেতন পাবেন না। পরিবর্তে প্যারা টিচারদের পে স্কেলে স্যালারি পাবেন এই সময়টায়। সেই সঙ্গে ইন্টারভিউ পর্বের পুরোটাই ভিডিওগ্রাফি করার নির্দেশ দেন তিনি।

5/11: বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় যেমন নজিরবিহীন তেমনই দুর্নীতির বিরুদ্ধে তা কঠোর বার্তাও বটে। তবে স্বাভাবিকভাবেই কর্মচ্যুত প্রাথমিক শিক্ষকরা এই রায় সহজে মেনে নিতে পারেননি। যাদের চাকরি বাতিল হয় তাঁদের মধ্য থেকে বেশিরভাগ শিক্ষকের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়ায় অনিয়ম করেছে নির্দিষ্ট কয়েকজনকে সুযোগ পাইয়ে দিতে। কিন্তু তাঁরা যোগ্যতার সঙ্গেই চাকরি পেয়েছেন। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কুকর্মের দায় তাঁরা বহন করবেন না। তাঁদের চাকরি বাতিলের এই নির্দেশ বাতিল করতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন এই শিক্ষকরা।

6/11: এদিকে চাকরি হারানো শিক্ষকদের পাশে এসে দাঁড়ায় বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা আইনি সাহায্যের হাত‌ও বাড়িয়ে দেয়। ইতিমধ্যে এই বিষয়টি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরে সর্বোচ্চ আদালতের দরজায় গিয়ে পৌঁছেছে। প্রাথমিক শুনানির পর সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আংশিক রায় বজায় রেখে বাকি অর্ধেক বদলে দিয়েছে।

WhatsApp Group Join Now

7/11: সর্বোচ্চ আদালত জানিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় মতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবশ্যই তিন মাসের মধ্যে ২০১৪ এর টেট পাস প্রাথমিক শিক্ষকদের ইন্টারভিউ প্রক্রিয়া নতুন করে সেরে ফেলতে হবে। সেখানে যারা উত্তীর্ণ হবেন তাঁরাই চাকরিতে পুনর্বহাল থাকবেন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিন মাসের জন্য প্যারা টিচারদের হারে বেতন দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতক্ষণ না কোনও শিক্ষক অযোগ্য এবং বেআইনি পথে চাকরি পেয়েছেন বলে প্রমাণিত হচ্ছে ততক্ষণ তিনি চাকরি করবেন এবং বেতন পাবেন।

8/11: রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের এই বিষয়টি এখন পুরোপুরি আদালতের দরজায় ঘুরছে। তবে এরই মধ্যে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। সূত্রের খবর, এবার আর কোনও বিতর্ক না রাখতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই ৩২ হাজার শিক্ষকের ইন্টারভিউ নিয়ে কঠোর মনোভাব নিতে চলেছে

9/11: আদালতের নির্দেশ মতো ইন্টারভিউ পর্ব ভিডিওগ্রাফি করার পাশাপাশি এবার অবশ্যই অ্যাপটিটিউড টেস্ট হবে। তাই প্রত্যেক শিক্ষককে চক-ডাস্টার নিয়ে ইন্টারভিউ প্যানেলের সামনে বিভিন্ন জিনিস করে দেখাতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, ইন্টারভিউ প্যানেলের সদস্যরা আর কাগজে চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর লিখতে পারবেন না।

10/11: সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের সার্ভারে তাদের নম্বর তুলতে হবে। প্রতি ইন্টারভিউ প্যানেলে তিনজন করে বিশেষজ্ঞ থাকবেন। সেই তিনজনের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের প্রাপ্ত নম্বর ঠিক করা হবে।

11/11: বিশেষজ্ঞদের মতে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি সঠিকভাবে নিজেদের পদক্ষেপগুলো পালন করে তবে এবার আর ২০১৪ এর টেট পাস প্রাথমিক শিক্ষকদের ইন্টারভিউ পর্ব নিয়ে বিতর্ক তৈরি হবে না।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 গরমের ছুটির পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল সরকার

👉 গরমের ছুটির পর পরীক্ষা নিয়ে এই নির্দেশিকা জারি করল পর্ষদ

👉 আধার কার্ড নিয়ে সবাইকে সতর্ক করল UIDAI

👉 স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা আছে চেক করুন এইভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *