WhatsApp Group Join Now

1/6: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসায় বিপ্লব নিয়ে এসেছে। বাংলার দরিদ্র এবং মধ্যবিত্ত কোটি কোটি মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠছেন।

2/6: স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বেসরকারি হাসপাতালেও আপনি নিখরচায় চিকিৎসা করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনার ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচের ভার বহন করে। 

3/6: স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বাংলার বহু মানুষের জটিল রোগের চিকিৎসা হয়েছে। অনেকেই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে দিব্যি সুস্থভাবে জীবন যাপন করছেন।

4/6: একসময় এই স্বাস্থ্যসাথী কার্ড নির্দিষ্ট কিছু সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের জন্যেই কেবলমাত্র চালু ছিল। কিন্তু ২০২০ সালে বাংলার সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকেই না জানার কারণে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একটা সমস্যায় পড়েন।

5/6: ধরুন আপনি কোন‌ও হাসপাতালে ভর্তি হলেন, চিকিৎসার জন্য আপনার ২ লক্ষ টাকা খরচ হল। তার মানে আপনার ওই কার্ডে চলতি বছরের জন্য আরও ৩ লক্ষ টাকা ব্যালেন্স থাকবে। প্রয়োজনে আপনার নিজের বা পরিবারের অন্য কোন‌ও সদস্যের চিকিৎসায় ওই একই কার্ড থেকে আরও ৩ লক্ষ টাকা খরচ করা যাবে।

6/6: কিন্তু অনেক সময়ই এই ব্যালেন্সের বিষয়টা সঠিকভাবে জানা সম্ভব হয় না। কারণ হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড থেকে বিল বাবদ ঠিক কত টাকা কেটে নিচ্ছে তা বহু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে কী করবেন? স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স নিয়ে এই বিভ্রান্তির এক সহজ সমাধান আছে। 

WhatsApp Group Join Now

স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা আছে কীভাবে জানবেন?

(1) প্রথমে গুগল Play Store-এ গিয়ে Swasthya Sathi অ্যাপটি ডাউনলোড করুন।

(2) ডাউনলোড হওয়া অ্যাপটি খুললেই আপনার সামনে একটি পেজ ওপেন হবে। সেটির ডানদিকের উপরের কোণে থাকা SKIP বাটনে ক্লিক করুন। নতুন একটি পেজ খুলবে। সেখানে গিয়ে URN Verification অপশনটি বেছে নিন। এখানে ক্লিক করার পর আরও একটি নতুন পেজ খুলবে।

(3) এখানে প্রথমে আপনার নিজের জেলার নাম দিন। এরপর URN নম্বর দিতে হবে। এই URN নম্বরের জায়গায় আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ১৭ সংখ্যার নম্বরটি বসান। এরপর SHOW DATA-তে ক্লিক করুন।

(4) এবার একটি তালিকা আপনার সামনে খুলে যাবে। যেখানে আপনার পরিবারের কার কার নাম ওই স্বাস্থ্যসাথী কার্ডে আছে সেটা দেখতে পাবেন। এর নিচে View Balance বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।

(5) ভিউ ব্যালেন্স অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা পড়ে আছে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড একবারও ব্যবহার না হয়ে থাকে তবে ব্যালেন্স হিসেবে ৫ লক্ষ টাকা দেখানোর কথা।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 500 টাকার নোট নিয়ে জল্পনার অবসান

👉 আধার আপডেট করার সময়সীমা বাড়ানো হলো- তারিখ দেখুন

👉 আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

👉 গরমের ছুটির পর স্কুল খুলেই এই জরুরী নিয়ম জারি করল শিক্ষা দপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *