1/9: দেশের আর্থিক বিষয়ক দিকটি দেখভালের দায়িত্বে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক ঘোষণার পর বাজার চলতি সমস্ত 500 এবং 1000 টাকার নোট তুলে নেয় আরবিআই। দীর্ঘ 7 বছর পর ফের 2000 টাকার নোট তুলে নিচ্ছে আরবিআই। এবার কি তবে 500 টাকার নোট তুলে নেওয়ার পালা? এই নিয়ে চালু হয়েছে জোর জল্পনা।
2/9: কিন্তু সত্যিই কি 500 টাকার নোটও এবার বন্ধ করার উদ্যোগ নেবে আরবিআই? এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, 500 টাকার নোট তুলে নেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে আরবিআইয়ের নেই।
3/9: গত বৃহস্পতিবার আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে দেশের আর্থিক দিক সংক্রান্ত বেশ কিছু আলোচনা করা হয়। বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিকদের বেশ কিছু সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
4/9: বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি, জিডিপি এবং অর্থনীতি বিষয়ক বিভিন্ন জরুরি বিষয়। এই বৈঠক 3 দিন ধরে অনুষ্ঠিত হল। বৈঠক শেষে শক্তিকান্ত দাস জানান, দেশের রেপো রেটের হার এখন অপরিবর্তিত রাখা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
5/9: এর সাথেই তিনি বলেন, আবারও নতুন করে 1000 টাকার নোট চালু করার অথবা বাজার চলতি 500 টাকার নোট তুলে নেওয়া সংক্রান্ত কোনো পরিকল্পনা আরবিআইয়ের নেই।
6/9: বৈঠক শেষে আরবিআই গভর্নর বলেন, 2023 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত 2000 টাকার নোট ব্যাঙ্কে জমা করে ফেলতে হবে। কারণ অক্টোবর মাস থেকেই 2000 টাকার নোটের ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে আরবিআইয়ের তরফে।
7/9: এর পাশাপাশি তাঁর সংযোজন, “আরবিআইয়ের তরফে এই মুহূর্তে বাজার চলতি 500 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কোনও পরিকল্পনা করা হয়নি। 500 টাকার নোট তুলে নেওয়া সংক্রান্ত সমস্ত আলোচনাই গুজব।” শক্তিকান্ত দাস, এই ধরণের ভুয়ো এবং মিথ্যে খবরের থেকে জনসাধারণকে দূরে থাকতে উপদেশ দেন।
8/9: তবে কেবলমাত্র 500 টাকার নোট তুলে নেওয়া হবে, এমনটাই নয়, এর সাথে আবারও 1000 টাকার নোট চালু করা হবে, এমন একটি খবরও প্রচারিত হচ্ছে। এই খবরটিও সম্পূর্ণ ভাবে কিছু মানুষের জল্পনা কল্পনা, তার বেশি কিছু নয় বলেই জানান তিনি। আরবিআই গভর্নর স্পষ্ট জানান, নতুন করে আবারও 1000 টাকার নোট ছাপিয়ে তা বাজারে আনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে আরবিআইয়ের তরফে নেওয়া হয় নি।
9/9: প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে 2000 টাকার নোট গ্রাহকদের নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে জমা করে ফেলতে হবে। তবে গ্রাহকরা চাইলে পোস্ট অফিসে গিয়েও 2000 টাকার নোট জমা করতে পারেন। একদিনে একজন গ্রাহক সর্বোচ্চ 10 টি 2000 টাকার নোট জমা দিতে পারবেন, অর্থাৎ দৈনিক 20,000 টাকা একত্রে জমা দেওয়া সম্ভব। দেশের সমস্ত ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলিতে আগামী 30 সেপ্টেম্বর অবধি 2000 টাকার নোট বিনিময় করার প্রক্রিয়া চালু থাকবে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালু করল সকলের জন্য নতুন সুবিধা
👉 আধার কার্ড আপডেট করা নিয়ে বড় খবর!
👉 লেবার কার্ডের জন্য ঘরে বসেই আবেদন করুন
👉 রেশন তুলতে আর আঙুলের ছাপ লাগবে না, নতুন নিয়ম দেখুন