WhatsApp Group Join Now

আপনার বয়স যদি ২০ বছরের বেশি হয়ে থাকে তবে নিশ্চয়ই গোল মোটা ৫ টাকার কয়েন দেখেছেন। চোখ বন্ধ করে হাতে নিলেই বুঝে যাওয়া যেত এটা ১ টাকা বা ২ টাকা নয়, ৫ টাকার কয়েন। ওজনও ছিল যথেষ্ট ভারী। বছর কয়েক আগেও এই সিগনেচার কয়েনটি আমাদের সকলের পকেটে পকেটে ঘুরত।

বস্তুত কয়েক দশক ধরে ৫ টাকার কয়েন বলতে ভারতবাসীরা একেই চিনে এসেছে। কিন্তু হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যায় এই কয়েন। আর তাকে সেভাবে দেখা যায় না। বদলে হালকা সোনালি রঙের অনেক পাতলা ৫ টাকার কয়েন বাজারে ছাড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে অতীতের সেই মোটা ভারী ৫ টাকার কয়েন অল্পবিস্তার করোর কারোর কাছে এখনও থেকে গিয়েছে।

এই নতুন ৫ টাকার কয়েনের সমস্যা হল এর সঙ্গে বর্তমানে বাজারে প্রচলিত ১ টাকা বা ২ টাকার কয়েনের পার্থক্য খুব কম। বিশেষ করে যারা চোখে দেখতে পান না তাঁরা এই নতুন ৫ টাকার কয়েন হাতে নিয়ে বেশ সমস্যায় পড়েন। এটা ঠিক কত টাকার কয়েন বুঝে উঠতে অনেক সময়ই হিমশিম খান এই মানুষগুলি।

তাছাড়া অনেকেই বাজারে গিয়ে বা বাস-অটোর ভাড়া মেটাতে গিয়ে ভুল করে ১ টাকা বা ২ টাকা ভেবে ৫ টাকার এই নতুন কয়েনগুলি দিয়ে আসেন। সব মিলিয়ে সাধারণ মানুষকে এই ৫ টাকার কয়েন নিয়ে বেশ আক্ষেপ করতে দেখা যায়। হামেশাই শোনা যায় লোকজন বলছে, আগের ৫ টাকার কয়েনই ভাল ছিল! তবে সেটা বাজার থেকে তুলে নিল কেন রিজার্ভ ব্যাঙ্ক?

এক্ষেত্রে মাথায় রাখতে হবে, রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু সেই পুরনো মোটা ভারী ৫ টাকার কয়েন বাজার থেকে তুলে নেয়। তা আজও বৈধ, তবে উৎপাদন করা বন্ধ করে দিয়েছে RBI। এখন প্রশ্ন হল, আগের মোটা ৫ টাকার কয়েন‌ই যদি ভাল ছিল তবে রিজার্ভ ব্যাঙ্ক কেন নতুন এই ৫ টাকার কয়েন বাজারে ছাড়ল? এর উত্তরের পিছনে এক বড় ঘটনা লুকিয়ে আছে। সংক্ষেপে বললে, আরবিআই পুরনো ৫ টাকার কয়েন বাজার থেকে তুলে নিয়ে নতুন পাতলা কয়েনগুলি ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছিল।

কেন পুরনো ৫ টাকার কয়েন বাজার থেকে তুলে নিল RBI?

WhatsApp Group Join Now

অতীতের ওই মোটা ৫ টাকার কয়েন বেশ চলছিল। কিন্তু হঠাৎই RBI লক্ষ্য করে এদেশের ৫ টাকার কয়েন বস্তাবন্দি হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। ব্যাপারটি খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ভারতের একটি ৫ টাকার কয়েন গলিয়ে সেই ধাতু দিয়ে ৬ পিস ব্লেড তৈরি হচ্ছে বাংলাদেশের কারখানায়। উল্লেখ্য, এই ব্লেড‌ দাড়ি কাটা সহ নানান দরকারে ব্যবহার হয়। যেগুলির এক একটির দাম ২ টাকা। অর্থাৎ একটি ৫ টাকার কয়েন গলিয়ে ১২ টাকা উপার্জন করছে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী।

এই প্রবণতা ক্রমশ বাড়তে থাকায় সতর্ক হয় RBI। তারা বুঝতে পারে বিষয়টিতে এখনই লাগাম না টানলে ভারতীয় অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। এরপরই ৫ টাকার মোটা ভারী কয়েনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় তারা।

এরপরই পুরনো মোটা ৫ টাকার কয়েনগুলি বাজার থেকে তুলে নেওয়া হয়। বদলে অন্য ধাতু দিয়ে অনেক পাতলা সোনালি রঙের নতুন ৫ টাকার কয়েন নিয়ে আসা হয় বাজারে। এই নতুন কয়েন থেকে ব্লেড তৈরি আর লাভজনক না হওয়ায় এগুলি বাংলাদেশে পাচার করা বন্ধ হয়ে যায়। RBI-এর এই মাস্টার স্ট্রোকে বেঁচে যায় ভারতীয় অর্থনীতি।

প্রসঙ্গত কোন‌ও ধাতব মুদ্রার দু’রকমের মূল্য হয়। একটা সারফেস ভ্যালু। মানে সে মুদ্রার উপর যে মূল্য লেখা আছে এবং বাজারে তা যে গুরুত্ব ধরে তাকে ওই মুদ্রার সারফেস ভ্যালু বলা হয়। আর আরেকটি হল মুদ্রার মেটাল ভ্যালু। ওই মুদ্রায় থাকা ধাতুর বাজার মূল্যকে মেটাল ভ্যালু হিসেবে বিবেচনা করা হয়। পুরনো ৫ টাকার কয়েনের ক্ষেত্রে সারফেস ভ্যালুর থেকে মেটাল ভ্যালু প্রায় আড়াই গুণের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই বাধ্য হয়েই সেই কয়েন বাজার থেকে তুলে নেওয়া হয়।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 মোদির এই প্রকল্পে নাম লিখিয়ে পেয়ে যান ৫ লাখ টাকার সুবিধা

👉 আধার কার্ডে থাকা QR কোডের কাজ কী?

👉 পঞ্চায়েত ভোটের আগেই করুন ভোটার কার্ডের এই কাজ

👉 সর্বপ্রথম ইনি আধার কার্ড পেয়েছিলেন! তার বাড়ি কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *