Aadhaar QR Code: আধার কার্ডে থাকা QR কোডের কাজ কী? বেশিরভাগ মানুষই এটা জানে না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1/7: আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার এবং প্রতিটা আধার কার্ডের পিছনেই QR Code থাকে। কখনো কি আপনার মনে হয়েছে কি কারনে এটা থাকে? আধার কার্ড ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয়পত্র, এটা সকলেই জানেন। কিন্তু কেন প্রধান পরিচয়পত্র সেটা জানেন কি? আধার কার্ডের মধ্যে নাগরিকের বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত যাবতীয় তথ্য থাকে

2/7: অর্থাৎ একজন নাগরিককে সঠিকভাবে চিহ্নিত করার জন্য যা যা প্রয়োজন সেই সংক্রান্ত যাবতীয় ডেটা আধার কার্ডের মধ্যে রাখা থাকে। এবার প্রশ্ন উঠতে পারে, আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি তথ্য প্রিন্ট করা থাকে। তাহলে বাকি তথ্য কোথায় থাকে?

3/7: আধার কার্ডে বাকি তথ্য কীভাবে রাখা থাকে তা জানার জন্য আপনাকে UIDAI-এর mAadhaar অ্যাপ বা myAadhaar পোর্টালে গিয়ে লগইন করতে হবে। তাহলেই দেখতে পাবেন আপনার যাবতীয় তথ্য সেখানে ঠিক কীভাবে সংরক্ষিত করা আছে। তবে কত ঝামেলার মধ্যে না গিয়েও আপনি বিষয়টি জানতে পারেন।

4/7: মুহূর্তের মধ্যেই এটা হয়ে যাবে। তবে তার জন্য একটা উপায় আপনাকে অবলম্বন করতে হবে। আর তাহলেই আপনি আধার কার্ডে সংরক্ষিত আপনার বায়োমেট্রিক ও জনসংখ্যা তথ্য দেখে নিতে পারবেন। জানেন সেই উপায়টা কি?

5/7: আধার কার্ডের পিছনের দিকে এক কোণে QR Code থাকে। কেন এই QR Code থাকে জানেন? এই QR Code-ই হল আগের প্রশ্নটার উত্তর। এটি স্ক্যান করে আপনি মুহুর্তের মধ্যে নিজের যাবতীয় বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য যা আধার কার্ডের অধীনে সংরক্ষণ করা আছে সেটা দেখে নিতে পারবেন। তাই বলতে পারেন ওই ছোট্ট QR Code-ই হল আপনার ডেটা ভাণ্ডার।

6/7: সেই সঙ্গে আধার কার্ডের QR Code-এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে। ওই আধার কার্ডটি আসল কিনা সেটি যাচাই করা যায় QR Code-এর সাহায্যে। আপনার আধার কার্ড নকল হলে তা QR Code স্ক্যান করার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে।

7/7: Aadhaar QR Code-এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার কথা আপনাদের জানিয়ে রাখা যাক। অনেকেই অজান্তে ভুয়ো আধার কার্ড ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে বিভিন্ন সাইবার ক্যাফে বা ছাপাখানা এই জালিয়াতির কাজ করে থাকে। কিন্তু সাদা চোখে বোঝা সম্ভব নয় আপনি সঠিক আধার কার্ড ব্যবহার করছেন কিনা। আপনার আধার কার্ড আসল না নকল তা মুহূর্তের মধ্যে এই QR Code-এর সাহায্যে বুঝে নেওয়া যায়। কীভাবে এই বিষয়টি বুঝবেন এবং আপনার সম্বন্ধে সংরক্ষিত তথ্য কীভাবে দেখবেন তা নিম্নলিখিত অংশে বর্ণনা করা হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কীভাবে বুঝবেন Aadhaar Card আসল না ভুয়ো?

• আপনার আধার কার্ড আসল না ভুয়ো তা যাচাই করার জন্য প্রথমে চলে যান Google Play Store-এ। সেখান থেকে Aadhaar QR scanner অ্যাপটি ডাউনলোড করুন। এক্ষেত্রে মাথায় রাখবেন Aadhaar QR scanner নামে প্লে স্টোরে অনেকগুলি অ্যাপ দেখতে পাবেন। কিন্তু এর মধ্যে থেকে আসলটি বেছে নিতে হবে। UIDAI কর্তৃপক্ষ প্রদত্ত যেটি আসল Aadhaar QR scanner অ্যাপ শুধুমাত্র সেটাই ডাউনলোড করবেন।

• এবার অ্যাপটি ওপেন করে আপনার আধার কার্ড ভেরিফাই করার জন্য Scan অপশনে ক্লিক করে আপনার আধার কার্ডে থাকা QR কোডটি স্ক্যান করুন।

• আপনার আধার কার্ডটি যদি আসল হয় তবে স্ক্রিনে Aadhaar Data Verified লেখাটি দেখাবে। পাশাপাশি আপনার আধার কার্ড সংক্রান্ত অন্য লেখাও দেখাবে।

• আপনার আধার কার্ডটি যদি অনেক দিনের পুরনো হয় তবে স্ক্যান করার পর আপনাকে একটি লিঙ্ক পাঠাবে। সেখানে ক্লিক করে নতুন কিউআর কোড দেওয়া আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সহজেই।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 সোনার গয়না নিয়ে সবার জন্য কড়া নিয়ম চালু করল সরকার!

👉 আপনার আধার কার্ড ১০ বছরের পুরোনো? ফ্রিতে করুন এই কাজ

👉 আপনার আধার কার্ড সক্রিয় আছে না নিষ্ক্রিয় হয়ে গেল? জানুন

👉 ১৪ জুনের মধ্যে আধার আপডেট করেছেন? না করলে কী হবে দেখুন

Leave a Comment