WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1/6: একজন ভারতীয় নাগরিককে বর্তমানে যে কোনও কাজ করতে গেলে কাছে আধার কার্ড (Aadhaar Card) থাকতেই হবে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শেয়ার বাজারে বিনিয়োগ, মেডিক্লেম থেকে হাসপাতালে ভর্তি, সন্তানের পড়াশোনা থেকে তার বার্থ সার্টিফিকেট বের করা এমনকি মৃত্যুর পর শ্মশান বা কবরস্থানেও আধার কার্ড দেখাতে হয়।

2/6: কোন‌ও পরিজনের ডেথ সার্টিফিকেট পেতে গেলেও আধার কার্ড দরকার হয়। ফলে বোঝাই যাচ্ছে আধার কার্ড ছাড়া এই দেশে এখন কোন‌ও অফিসিয়াল কাজ করা সম্ভব নয়। এমনকি বহু বেসরকারি ক্ষেত্রেও পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে।

3/6: বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত পরিচয়পত্র বা কার্ডের তালিকায় জায়গা করে নিয়েছে আধার। ভারত সরকারের তথ্য বলছে, এখনও পর্যন্ত ১১২ কোটি দেশবাসী আধার কার্ড তৈরি করেছেন যা এদেশের মোট জনসংখ্যার ৮৮.২%। অর্থাৎ এখনও ভারতের প্রায় ১৮% মানুষের কাছে আধার কার্ড নেই।

4/6: সেই ২৫-২৬ কোটি জনগণকে যেকোনও কাজ করতে গিয়ে যে বিপুল সমস্যার মুখে পড়তে হয় তা আর বলার অপেক্ষায় রাখে না। কারণ আধার কার্ডের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিগুলো লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। অর্থাৎ সবকিছুই এমন তথ্যপ্রযুক্তির জালে একে অপরের সঙ্গে সম্পৃক্ত যে আপনার কাছে আধার কার্ড না থাকলে বাকি কাজ করা খুব কঠিন হয়ে উঠবে।

5/6: কিন্তু এরই পাশাপাশি ভারত সরকারের আরেকটি তথ্য চমকে দিয়েছে অনেককে। আধার কর্তৃপক্ষ অর্থাৎ UIDAI এখনও পর্যন্ত প্রায় ৮১ লক্ষ আধার কার্ড বাতিল করেছে বলে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জান জানা গিয়েছে

6/6: একই ব্যক্তির একাধিক আধার কার্ড, বায়োমেট্রিক ডেটায় কোন‌ও সমস্যা, পরিচয়পত্রে গন্ডগোল ইত্যাদি কারণে UIDAI এই ৮১ লক্ষ আধার কার্ড বাতিল করেছে বলে জানা গিয়েছে। এবার মজার বিষয় হচ্ছে আধার কার্ড বাতিল হলেও আপনার কাছে আলাদা করে কোন‌ও নোটিশ বা ফোনে এসএমএস আসবে না। স্বাভাবিকভাবেই আপনার আধার কার্ডটা সক্রিয় আছে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হতে বাধ্য।

আপনার আধার কার্ড সক্রিয় আছে কিনা কীভাবে জানবেন? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড সক্রিয় আছে কিনা এই স্ট্যাটাস মাঝেমধ্যেই চেক করে নেওয়া দরকার। নিম্নলিখিত উপায়ে তা সহজেই জানতে পারবেন-

(1) https://myaadhaar.uidai.gov.in/ -এই ওয়েবসাইটে প্রথমে ঢুকুন।

(2) Aadhaar Service ট্যাবে ক্লিক করুন। এরপর Verify Aadhaar Number অপশনে এবার ক্লিক করুন।

(3) এবার দুটি বক্স আসবে। তার মধ্যে একটিতে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিন। তারপর যে সিকিউরিটি কোড থাকবে তার পাশের বক্সে সঠিকভাবে সেই সিকিউরিটি কোড বসান। এক্ষেত্রে ওটিপির প্রয়োজন পড়বে না।

(4) এবার Verify অপশনে ক্লিক করুন। আপনার আধার কার্ড যদি অ্যাক্টিভ থাকে তবে মোবাইলে এসএমএস পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেবে। এছাড়াও আপনি স্ক্রিনে নিজের বয়স, রাজ্য ও আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখতে পাবেন।

আর যদি আপনার আধার কার্ড অ্যাক্টিভ না থাকে সে ক্ষেত্রে স্ক্রিনে ফুটে উঠবে Does Not Exist লেখাটি।

(5) আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার সমস্ত নথিপত্র নিয়ে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে দেখা করুন। সেখানে ২৫ টাকার বিনিময়ে আপনি আধার কার্ড আপডেট করে আবার তাকে সক্রিয় করে তুলতে পারবেন। তবে মাথায় রাখবেন নিষ্ক্রিয় আধার কার্ডকে সক্রিয় করার এই বিষয়টি অনলাইনে করা সম্ভব নয়। এর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতেই হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 সরকারের নতুন ‘শক্তি প্রকল্পে’ বিশাল সুবিধা, কারা পাবে?

👉 ১৩ কোটি প্যান কার্ড বাতিলের মুখে, এই সমস্ত লোকের

👉 ১৪ জুনের মধ্যে আধার আপডেট করেছেন? না করলে কী হবে দেখুন

👉 ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোটে RBI দিচ্ছে বিশেষ সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *