WhatsApp Group Join Now

1/7: শেষ সময়ের সতর্কীকরণ! এই গোটা প্রতিবেদনটাকে চরম বিপদের হাত থেকে বাঁচার উপায় হিসেবে দেখতে পারেন। কারণ আর কয়েক দিনের মধ্যেই বাতিল হয়ে যেতে চলেছে ১৩ কোটি PAN Card! হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর মাত্র ৯ দিন, তারপরই ১৩ কোটির আশেপাশে প্যান কার্ড বাতিল করে দেবে আয়কর বিভাগ। সেই তালিকায় আপনার নাম নেই তো? সংখ্যাটা কিন্তু কম নয়, তাই হেলাফেলা করবেন না। এই বিপদ থেকে বাঁচার উপায় মাত্র একটাই। সেটাই আপনাদের সামনে তুলে ধরা হল।

2/7: PAN-Aadhaar Link-এর কাজ করে ফেলেছেন? এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে আপনার বাঁচার সেই জিওনকাঠি। গত ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্কের শেষ সময় ছিল। কিন্তু দেশবাসীর একটা বড় অংশ তখনও নানান কারণে সেই কাজ করে উঠতে না পারায় আরও তিন মাস সময়সীমা বাড়িয়েছিল আয়কর বিভাগ।

3/7: সেই আধার-প্যান লিঙ্কের সময়সীমা ৩০ জুন শেষ হচ্ছে। অর্থাৎ হাতে আর মাত্র ৯ দিন আছে। কিন্তু তার আগে ছবিটা মোটেও ভালো নয়। এদেশে প্রায় ৬১ কোটি নাগরিকের প্যান কার্ড আছে। কিন্তু তার মধ্যে ৪৮ কোটির সামান্য বেশি PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করা হয়েছে। অর্থাৎ আরও ১৩ কোটি প্যান কার্ড এখনও আয়কর দফতরের নির্দেশ মেনে আধার নম্বর লিঙ্ক করেনি!

4/7: এই প্রসঙ্গে আয়কর বিভাগের একটি সূত্রের খবর, এবার আর কোনও মতেই প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্কের সময় বাড়ানো হবে না। ৩০ জুনের মধ্যে যারা প্যান-আধার লিঙ্ক করবেন না তাঁদের চরম মাসুল দিতে হবে। জুলাই মাসের প্রথমেই লিঙ্ক না করা সমস্ত প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে। সেই সংখ্যাটা ১৩ কোটি হলেও কোন‌ও নরম মনোভাব নেওয়া হবে না।

5/7: এখন আপনাকে প্রশ্ন, এই লিঙ্ক না করার ভুলের দলে আপনি নেই তো? তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটাও বাতিল হয়ে যাবে। শেষ ঘণ্টা বাজছে, কিন্তু তা শেষ হওয়ার আগে অর্থাৎ এই ৯ দিনের মধ্যে বাকি থাকলে প্যান-আধার লিঙ্ক সেরে ফেলুন। দ্রুত এই কাজ করুন। না হলে বড় বিপদে পড়বেন।

6/7: প্যান কার্ড বাতিল হয়ে গেলে আপনি অর্থনৈতিকভাবে সমস্ত ধরনের বিপদের মধ্যে পড়বেন। আয়কর রিটার্ন যেমন জমা দিতে পারবেন না তেমনই ব্যাঙ্কিং কাজে ব্যাপক সমস্যা হবে। এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি চাইলেও বিনিয়োগ করতে পারবেন না, নিজের সম্পত্তি বিক্রি করতে বাধার মুখে পড়বেন। এমনকি পেনশন পেতেও সমস্যা হতে পারে।

WhatsApp Group Join Now

7/7: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) প্যান-অধার লিঙ্কের সময় বাড়ালেও জরিমানার ১০০০ টাকা মুকুব করেনি। ফলে এখন এই লিঙ্ক প্রক্রিয়ার সারতে গেলে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিয়েই সেটা করতে হবে। কিন্তু ৩০ জুনের মধ্যে যদি আপনি এই কাজ শেষ না করেন তখন আপনার প্যান কার্ডকে আবার সক্রিয় করতে ১০,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে! তাই আমাদের পরামর্শ সময় থাকতেই এই জরুরি কাজটি করে ফেলুন।

কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করবেন?

আধার-প্যান লিঙ্কের অনলাইন প্রক্রিয়া

(1) https://eportal.incometax.gov.in/ – এই লিঙ্কে ক্লিক করে আয়কর দফতরের ওয়েবসাইটে ঢুকুন। সেখানে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার অপশন পাবেন।

(2) প্রথমেই নিজের PAN লিখুন। আপনার প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটা বসান।

(3) এবার পেমেন্ট অপশন আসবে। সেখানে 2024-25 অর্থবর্ষ AY অপশনটি বেছে নিয়ে নির্দোষ মতো ১০০০ টাকা পেমেন্ট করুন।

(4) এবার ওই পোর্টালেই Link Aadhaar বলে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করুন।

(5) এবার validate অপশনে ক্লিক করার পর নির্দিষ্ট জায়গায় PAN ও Aadhaar নম্বর পুট করুন।

(6) আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে দিন। এবার আবার validate অপশনে ক্লিক করুন।

(7) আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই বিষয়টি পোর্টালের স্ক্রিনেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

SMS-র মাধ্যমে আধার-প্যান কার্ড লিঙ্ক

এখনও অব্দি ভারতের বহু গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা যায়নি। এক্ষেত্রেও চিন্তা নেই। কেন্দ্রীয় সরকার এসএমএস-র মাধ্যমে প্যান-আধার লিঙ্কের ব্যবস্থা করেছে। ফলে আপনার স্মার্টফোন না থাকলেও সহজেই একটা এসএমএস পাঠিয়ে প্যান-আধার লিঙ্ক করে ফেলতে পারবেন। কীভাবে এই কাজটি করবেন দেখুন-

567678 বা 56161 – এই দুটো নম্বরের কোন‌ও একটিতে আপনাকে এসএমএস পাঠাতে হবে।

<UIDPAN> space <Adhar Number> space <PAN Number>

এই ফরম্যাটে এসএমএস লিখে উপরে দেওয়া দুটি নম্বরের কোন‌ও একটিতে পাঠিয়ে দিন। তাহলেই আপনার প্যান আধার লিঙ্ক হয়ে যাবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ১৪ জুনের মধ্যে আধার আপডেট করেছেন? না করলে কী হবে দেখুন

👉 এই সমস্ত লোকদের ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিংক না করলেও হবে

👉 ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোটে RBI দিচ্ছে বিশেষ সুবিধা

👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *