1/7: ভারতের নাগরিকদের ক্ষেত্রে, প্যান কার্ড ও আধার কার্ড, এই দুটি খুব গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজ করে। কেবল পরিচয় পত্র হিসেবেই নয়, নানান ধরনের আর্থিক কাজেও এগুলি বিশেষ ভাবে প্রয়োজন হয়। ভারত সরকারের তরফে, এই দুটি নথি সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
2/7: আগে যদিও এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল 31 মার্চ 2023। তবে অনেকেই এই সময়ের মধ্যে প্যান ও আধার কার্ড সংযুক্ত করতে পারেন নি। এর মধ্যে এমন কিছু ব্যক্তিদের জন্য প্যান-আধার কার্ড লিঙ্কের ছাড় রয়েছে। যেগুলি সম্পর্কে আজ বিস্তারিত জানানো হবে।
3/7: এদিকে সরকারের নিয়ম অনুযায়ী যেসব গ্রাহকদের সংযুক্তি করণের কাজ শেষ হয়নি, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে আর্থিক কাজে সমস্যা হতে পারে। এর ফলে আয়কর বিভাগ থেকে এই দুটি নথি লিঙ্ক করার শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে।
4/7: বর্তমানে, প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন 2023 ধার্য করা হয়েছে। এই দুটি ডকুমেন্ট যুক্ত করার শেষ তারিখ বাড়ানোর ফলে এখন গ্রাহকরা কোনও সমস্যার সম্মুখিন না হয়ে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন।
5/7: আয়কর বিভাগের তরফ থেকে বলা হয়েছে, আগামী 30 জুনের মধ্যে গ্রাহকরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজ সম্পূর্ণ না করলে সেই ব্যক্তিকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে, 1 জুলাই 2023-এর পর থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করানো হলে, ওই গ্রাহকের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
6/7: যদিও নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যানের মালিক যদি ঘটনার 30 দিনের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্যান এবং আধার কার্ড সংযুক্ত করে নেন, তবে তাকে ভবিষ্যতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তবে এক্ষেত্রে 1000 টাকার লেট ফি বাবদ দিতে হবে। এই ফাইন দেওয়ার পরই উক্ত ব্যক্তি আবার নিজের প্যান কার্ড ব্যবহার করতে পারবেন।
7/7: কেন্দ্রীয় আয়কর দফতরের তরফে এই বিষয়ে আরও জানানো হয় যে, এখনও পর্যন্ত মোট 51 কোটি গ্রাহকরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ শেষ করেছেন। তবে, যেসব ব্যক্তিদের ক্ষেত্রে প্যান ও আধার সংযুক্ত করা বাধ্যতামূলক নয়, তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। নিয়ম প্রযোজ্য হবে না
যেসব ব্যক্তিদের প্যান আধার লিংক করতে হবে না
1) যারা ভারতের নাগরিক নন তাদের প্যান-আধার লিঙ্ক করা থেকে ছাড় দেওয়া হয়েছে।
2) যেসব ব্যক্তিরা গত বছরে বা তার আগে ৮০ বছর পূর্ণ করেছেন তাদেরও এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
3) এছাড়াও, ভারতীয় আয়কর আইন 1961 অনুসারে, অনাবাসী ভারতীয়দেরও এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
4) এর পাশাপাশি, জম্মু ও কাশ্মীর, আসাম এবং মেঘালয়ের কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারীদেরও প্যান-আধার সংযুক্ত করার নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোটে RBI দিচ্ছে বিশেষ সুবিধা! জানুন আসল সত্যিটা
👉 কেন্দ্রের এই সিদ্ধান্তে গরিবদের মাথায় হাত
👉 বাড়িতে এত টাকা নগদ রাখা যাবে! নিয়ম জানিয়ে দিল RBI
👉 এই দুটি ব্যাঙ্ক দিচ্ছে স্পেশাল সুবিধা! সবাই পাবে