WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে বেসরকারি ব্যাঙ্ক মানেই ভালো পরিষেবা, সেই ধারণাকে ভ্রান্ত করে এবার নজিরবিহীন সিদ্ধান্ত দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। যার ফলে বিশাল সুবিধা হবে গ্রাহকদের। আসুন সেই সুবিধা ও পরিষেবার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারত সরকার ২০২৫ সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে নগদ বিহীন লেনদেন নির্ভর করে তুলতে চায়। এই উদ্দেশ্য পূরণের পথে অন্যতম সহায়ক হয়ে উঠেছে UPI পেমেন্ট সিস্টেম। নাগরিকদের একটা বড় অংশ বিশেষত কম বয়সীরা নগদ লেনদেনের বদলে পাঁচ টাকার চিপসের প্যাকেট কেনা থেকে শুরু করে স্মার্টফোন, বাইক, পোশাক সবকিছু UPI পেমেন্টের মাধ্যমে সারছে।

কিন্তু তথ্য বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে, নগদ এর পরিবর্তে UPI লেনদেন মূলত শহরকেন্দ্রিক হচ্ছে। গ্রামাঞ্চলে এখনও এই প্রবণতা ততটা বাড়েনি।

ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট

গ্রামাঞ্চলে UPI ভিত্তিক লেনদেন কম হওয়ার কারণ হিসেবে দুটো বিষয়ে উঠে এসেছে। এক, এখনও ভারতের বহু গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা ভালো নয়। বেশিরভাগ সময় মোবাইলে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না। স্বাভাবিকভাবেই ইন্টারনেট না থাকলে UPI পেমেন্ট করা যাবে না। দুই, যতই স্মার্টফোনের রমরমা শুরু হোক না কেন এখনও গ্রামীণ ভারতের বেশিরভাগ মানুষ বোতাম টেপা ফিচার ফোন ব্যবহার করেন। এর মূল কারণ স্মার্টফোন কেনার আর্থিক অক্ষমতা। এদিকে এতদিন পর্যন্ত যে ইউপিআই ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা দেখা গিয়েছে তা পুরোপুরি স্মার্টফোন নির্ভর।

UPI পেমেন্ট নিয়ে এই বাধা দূর করতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথম এগিয়ে এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB. তারা ইন্টারনেট বিহীন UPI পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। যার পোশাকি নাম 123Pay. সেইসঙ্গে স্মার্টফোনের বদলে আপনার যদি ফিচার ফোন থাকে তাহলেও এবার PNB-র এই ইন্টারনেটবিহীন UPI পেমেন্ট ব্যবস্থা সুযোগ নিতে পারবেন।

এমনকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক না হলেও এই UPI পেমেন্ট ব্যবস্থার সুযোগ পাবেন সকলে। উল্লেখ্য কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্ক আগেই ইন্টারনেট বিহীন UPI পেমেন্ট ব্যবস্থা নিয়ে এসেছিল। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই পরিষেবা চালুর পর এর বিস্তার আরও বেশি ঘটবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অ্যাকাউন্ট নম্বর লাগবে না, এবার নাম দিয়েই হবে ব্যাঙ্কের লেনদেন!

এতদিন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে গেলে বা কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে সবার আগে যেটা লাগতো তা হল নির্ভুল অ্যাকাউন্ট নম্বর। কোন‌ও ব্যাঙ্কের ১১ সংখ্যার, কারোর ১৫ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর থাকে। তবে এতো বড় সংখ্যা খুব কম মানুষের মনে রাখতে পারতেন। তাই অ্যাকাউন্ট ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্কের পাস বই দেখে সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার পেমেন্ট স্লিপে লিখতে হয়। কিন্তু এবার এইসব জটিলতা আর থাকবে না। স্রেফ আপনি নিজের নাম দিয়েই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট লেনদেন করতে পারবেন।

অ্যাকাউন্ট নম্বর ছাড়া গ্রাহকের নামের ভিত্তিতে লেনদেনের এই ব্যবস্থা দেশের মধ্যে প্রথম নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)। তাদের চেন্নাইয়ের প্রধান কার্যালয়ে ইতিমধ্যে এই পরিষেবা শুরু হয়েছে। এছাড়াও দেশের ৪৯ টি আঞ্চলিক কার্যালয়েও এই পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।

আপাতত সেভিংস ও স্যালারি অ্যাকাউন্টে এই সুবিধা পাওয়া যাচ্ছে। এর জন্য সাতটি অক্ষর, সাতটি সংখ্যা বা সাতটি অক্ষর-সংখ্যা মিলিয়ে আপনি আপনার একাউন্টের নাম রাখতে পারবেন। আর তার ভিত্তিতেই হবে লেনদেন। এক্ষেত্রে বিশাল বড় অ্যাকাউন্ট নম্বর মনে রাখার আর কোন‌ও প্রয়োজন থাকবে না। ফলে সুবিধে হবে গ্রাহকদের।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

👉 বাতিল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের আশার আলো

👉 গরমের ছুটির পর পরীক্ষা নিয়ে নির্দেশিকা দিল পর্ষদ

👉 স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা আছে চেক করুন, এই পদ্ধতিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *