E-Rupee Voucher: ই-রুপি ভাউচার নিয়ে বিরাট ঘোষনা রিজার্ভ ব্যাঙ্কের, সকলের জন্য চালু হচ্ছে এই সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ডিজিটাল মুদ্রা E-Rupee Voucher-র ব্যবহার বাড়াতে তার পরিসর বৃদ্ধির কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এর আগে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ই-রুপি ভাউচার ইস্যু করার অধিকার ছিল।

কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে নন ব্যাঙ্কিং অর্থনৈতিক সংস্থাগুলিও ই-রুপি ভাউচার ইস্যু করতে পারবে। এর আগে মূলত বিভিন্ন সংস্থার জন্য এটি ইস্যু করা হতো। কিন্তু এর বিস্তার ঘটাতে এবার ব্যক্তি বিশেষের জন্য‌ও ব্যাঙ্ক ও নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি ই-রুপি ভাউচার ইস্যু করতে পারবে।

ই-রুপি ভাউচার (E-Rupee Voucher) কী?

নামটা শুনে কেউ কেউ হয়তো ভাবছেন এটা কোনও ধরনের সরকারি ভাউচার হবে। কিন্তু তা নয়। E-Rupee Voucher হল ভারতের প্রথম বৈধ ডিজিটাল মুদ্রা, যা আপাতত ট্রায়াল পিরিওডে আছে। তবে আরবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই ট্রায়াল মোড থেকে অফিশিয়ালি সকলের জন্য চালু হয়ে যাবে ই-রুপি ভাউচার

২০২১ সালে RBI প্রথম ঘোষণা করেছিল তারা পাইলট প্রজেক্ট হিসেবে দেশের প্রথম ডিজিটাল মুদ্রা ই-রুপি ভাউচার নিয়ে আসবে। সেই ঘোষণা অনুযায়ী ২০২২ সালের নভেম্বর মাসে এটি প্রথম দেশে প্রচলন হয়। প্রথম পর্যায়ে স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্টফেডারেল ব্যাঙ্ক এই চারটি ব্যাঙ্ককে ই-রুপি ভাউচার ক্ষেত্র বিশেষে ইস্যু করার অধিকার দেওয়া হয়।

মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো নির্বাচিত কয়েকটি শহরে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু হয়। কিন্তু শুরুতেই যথেষ্ট সাফল্য পাওয়ায় ধাপে ধাপে এর পরিসর বৃদ্ধি করছিল আরবিআই। তবে এবার ব্যাপকভাবে ই-রুপি ভাউচারের পরিসর বৃদ্ধির সিদ্ধান্ত নিল তারা। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন ই-রুপি ভাউচার ইস্যু করার নিয়ম কানুন তারা আরও সরল করার সিদ্ধান্ত নিয়েছেন।

E-Rupee Voucher এর কি দরকার? 

পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাহায্যে ডিজিটাল লেনদেনের জন্য UPI ব্যবস্থা আগেই নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, ইউপিআই থাকতে E-Rupee Voucher-র দরকার কেন?

আসলে E-Rupee Voucher হল ডিজিটাল নোট। আপনি ব্যাঙ্কে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সেখান থেকে সমমূল্যের ই-রূপি ভাউচার পেয়ে যেতে পারেন। এরপর এটি ইচ্ছেমতো ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করুন। অনেকটা নগদ লেনদেনের মতো। আপনার এই ডিজিটাল অর্থ লেনদেনে ব্যাঙ্কের আর কোনও নজরদারি থাকবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু ইউপিআই হল লেনদেনের মাধ্যম। এর সাহায্যে যখনই আপনি লেনদেন করবেন সরাসরি আপনার ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে। অর্থাৎ ইউপিআই-এরর মাধ্যমে লেনদেনে ব্যাঙ্কের প্রত্যক্ষ ভূমিকা সর্বদাই থেকে যাচ্ছে। সেখানে ডিজিটাল মুদ্রা বা ই-রুপি ভাউচার দিয়ে লেনদেন করলে আপনি কোথায় কী জন্য অর্থ খরচ করলেন তার উপর ব্যাঙ্ক কোন‌ও নজরদারি চালাতে পারবে না।

আগামী দিনে ডিজিটাল মুদ্রার চাহিদা ব্যাপক মাত্রায় বাড়বে বলে রিজার্ভ ব্যাঙ্কের ধারণা। সেই কারণেই ই-রুপি ভাউচারকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 ৩ মাস ধরে ফ্রিতে চলছে আধার কার্ডের এই কাজ! আর ৫ দিন চলবে

👉 ট্রেনে এই সময়ের মধ্যে টিটি কাউকে ডিসটার্ব করতে পারে না

👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

👉 এই গুরুত্বপূর্ন কাজটি না করলে পিএম কিষানের টাকা আর পাবেন না

Leave a Comment