পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে গরিব মানুষদের অন্যতম বেঁচে থাকার উপায় হল রেশন ব্যবস্থার মাধ্যমে পাওয়া বিনামূল্যের খাদ্যশস্য। ভারত সরকার তাদের বিভিন্ন নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী মানুষকে প্রতি মাসে রেশন প্রদান করে থাকে। কিন্তু কেন্দ্রের সেই প্রকল্পের সুযোগ থেকে যারা বঞ্চিত হন বাংলার সেই সমস্ত মানুষের কথা ভেবেছে পশ্চিমবঙ্গ সরকার। আর তাই এই রাজ্যে চালু হয়েছে খাদ্য সাথী প্রকল্প।
কিন্তু দুঃখের বিষয় হল, কেন্দ্র বা রাজ্য রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা করলেও একশ্রেণির মানুষের নিম্ন মানসিকতার কারণে প্রত্যাশিত সাফল্য আসছে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যাদের রেশন পাওয়ার কথা তাঁদের বঞ্চিত করে রেশন কার্ড জালিয়াতি, ভুয়ো আধার কার্ড দেখিয়ে অযোগ্যরা রেশন তুলে নিচ্ছে।
কখনও মৃত ব্যক্তির কার্ড সারেন্ডার না করে তাতে রেশন তোলা হচ্ছে। আবার বেশ কিছু ক্ষেত্রে অন্যের কার্ডে রেশন তুলে নিচ্ছেন সম্পূর্ণ আলাদা একটি মানুষ। আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় মূল কালপ্রিট রেশন ডিলাররা। কিছু কিছু রেশন ডিলার গ্রাহকদের বঞ্চিত করে রেশনে আসা বিনামূল্যের খাদ্যশস্য চড়া দামে বাইরে বিক্রি করে দিচ্ছেন।
রেশনের খাদ্যশস্য নিয়ে এই দুর্নীতি ঠেকাতে বায়োমেট্রিক ম্যাচের মাধ্যমে রেশন প্রদানের ব্যবস্থা নিয়ে আসা হয়। কিন্তু তাতেও তৈরি হয়েছে আরেক বিপত্তি। অনেক সময়ই গ্রাহকদের আঙুলের ছাপ মিলছে না। এই অবস্থায় গ্রাহকের মোবাইল নম্বরে আসা ওটিপি দিলেও রেশন পাওয়া যায়। কিন্তু ডিলারদের অভিযোগ, নেটওয়ার্কের সমস্যার জন্য হামেশাই গ্রাহকদের মোবাইলে নির্দিষ্ট সময়ে ওটিপি ঢোকে না।
আঙুলের ছাপ নয়, চোখের রেটিনা স্ক্যান করে দেওয়া হবে রেশন
1/9: ফলে রেশন পাওয়া নিয়ে অশান্তি বাঁধছে বাংলার জেলায় জেলায়। এই পরিস্থিতিতে এক অভিনব পথ খুঁজে নিল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ বিভাগ। তারা ঠিক করেছে, এবার আর আঙুলের ছাপ নয়, গ্রাহকদের চোখের রেটিনা স্ক্যান করে রেশনের খাদ্যশস্য দেওয়া হবে।
2/9: রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এর আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল সরকার। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর জুড়ে দেওয়া হয়। আর তাতেই ভুয়ো রেশন কার্ড বাদ হয়ে যায়।
3/9: বর্তমানে রেশন ডিলারের কাছে গিয়ে বরাদ্দ খাদ্যশস্য সংগ্রহ করার জন্য গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চেক করা হয়। অর্থাৎ একজন গ্রাহকের আঙুলের ছাপের স্ক্যান আধার কার্ডের স্ক্যানের সঙ্গে ম্যাচ করলে তবেই রেশন পাওয়া যায়। এই ব্যবস্থায় যখন দুর্নীতি আটকানো গিয়েছে তেমনই হয়রানিও বেড়েছে বলে রেশন গ্রাহকদের অভিযোগ।
4/9: হামেশাই শোনা যায় গ্রাহকের আঙুলের ছাপ ম্যাচ না করায় রেশন পাচ্ছেন না। এক্ষেত্রে বয়স্ক গ্রাহকদের ক্ষেত্রে বিষয়টি বেশি করে ঘটে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু বছর অন্তর মানুষের আঙুলের বায়োমেট্রিক স্ক্যান বদলে যায়। বিশেষ করে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আঙুলের রেখা পরিবর্তন করায় তা আগের স্ক্যানিংয়ের সঙ্গে ম্যাচ করে না।
5/9: সেই কারণেই রেশন তুলতে গিয়ে যাবতীয় বিভ্রাট ঘটছে। এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজে নিয়েছে খাদ্য সরবরাহ দফতর। তারা ঠিক করেছে, আর আঙুলের ছাপ নয়, গ্রাহকের চোখের রেটিনা স্ক্যান করে রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হবে।
6/9: বিশেষজ্ঞদের মতে, চোখের রেটিনা সেভাবে বদলায় না। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রেটিনার স্ক্যানিং রিপোর্ট একই থাকে। আর তাই ধীরে ধীরে আধারের সঙ্গে আঙুলের বায়োমেট্রিকের পাশাপাশি রেটিনা স্ক্যান সংযুক্ত করা হবে। আর সেই রেটিনা স্ক্যান আধারের সঙ্গেই জুড়ে দেওয়া হবে রেশন কার্ডকে।
7/9: এই বিষয়টি এপ্রিল মাস থেকেই পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু রেশন দোকানে। বাংলার প্রতিটি জেলায় কমপক্ষে পাঁচটি করে রেশন দোকানে রেটিনা স্ক্যান করে পরীক্ষামূলকভাবে খাদ্য সামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে। সরকারি সূত্রে খবর, খুব দ্রুত রাজ্যের প্রতিটি রেশন দোকানে এইভাবে রেটিনা স্ক্যান করে খাদ্য সামগ্রী দেওয়ার কাজ শুরু হবে।
8/9: বাংলায় এই পদ্ধতিতে রেশন দেওয়া সফল হলে আগামী দিনে তা ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে দেওয়া হবে বলে খবর। এর ফলে রেশনের খাদ্য সামগ্রী নিয়ে দুর্নীতি বা কারচুপি অনেকটাই আটকানো যাবে বলে ধারণা করা হচ্ছে।
9/9: রেটিনা স্ক্যানের মাধ্যমে রেশন দেওয়ার জন্য নির্বাচিত রেশন ডিলারদের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে খাদ্য সরবরাহ বিভাগ। এছাড়াও খাদ্য সরবরাহ মন্ত্রকের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে এই সংক্রান্ত টিউটোরিয়ালও পোস্ট করা হয়েছে। সেখান থেকেও রেসেন ডিলাররা রেটিনা স্ক্যান করার প্রক্রিয়া সহজেই শিখে নিতে পারবেন।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 অনেকদিন পর খুশির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
👉 ই-রুপি ভাউচার নিয়ে বিরাট ঘোষনা রিজার্ভ ব্যাঙ্কের
👉 1000 টাকার নোট ফের বাজারে আসতে চলেছে? আসল সত্যিটা জানুন
👉 নরেন্দ্র মোদী কতদূর পড়াশোনা করেছেন?