WhatsApp Group Join Now

1/9: কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ RBI-র সিদ্ধান্তে ভারতের আমজনতার মুখে শেষ কবে হাসি ফুটেছিল তা অনেকেই বোধহয় মনে করতে পারবেন না। বরং কিছুদিন আগেই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক উল্টে চিন্তা বাড়িয়েছে আমজনতার। কিন্তু এবার সেই RBI-র সিদ্ধান্তেই হাসছে গোটা দেশের মানুষ

2/9: বিশেষ করে চাকুরীজীবীদের আনন্দ একটু বেশিই। কারণ তাঁদের নির্দিষ্ট আয়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে খরচ বাড়লে পরিস্থিতি সামলানো যে অত্যন্ত কঠিন হয়ে ওঠে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ নীতি এবার দুশ্চিন্তার বদলে স্বস্তি নিয়ে এল সকলের মধ্যে।

3/9: দেশের বাজারে মুদ্রাস্ফীতির চড়া হার নিয়ন্ত্রণে আনার জন্য গত দু’বছর ধরে ক্রমাগত রেপো রেট (Repo Rate) বাড়িয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর উদ্দেশ্যই ছিল বাজারে অতিরিক্ত অর্থের যোগান নিয়ন্ত্রণে এনে দ্রব্যমূল্যের বৃদ্ধি আটকানো। অবশেষে মাস কয়েক হল রিজার্ভ ব্যাঙ্কের এই কৌশলে কাজ হয়েছে। কিন্তু তার আগে লাগাতার রেপো রেট বাড়ানোর জেরে ভোগান্তির শেষ ছিল না আমজনতার একটা বড় অংশের।

4/9: রেপো রেট বাড়ানোর অর্থ ব্যাঙ্কগুলোর হাতে থাকা তহবিলে টান পড়া। পরিস্থিতি সামলাতে প্রতিটি ব্যাঙ্ক তাদের প্রদেয় ঋণের উপর সুদের হার বাড়াতে বাধ্য হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল। ফলে হঠাৎ করেই কিছুদিন অন্তর লাফিয়ে লাফিয়ে গৃহঋণ, কার লোন, পার্সোনাল লোন ইত্যাদির উপর সুদের হার বেড়ে যেতে থাকে। স্বাভাবিকভাবেই এই হঠাৎ বৃদ্ধি পাওয়া সুদ মেটাতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় মধ্যবিত্তকে। কারণ অর্থনীতির টালমাটাল পরিস্থিতির জন্য তাদের আয় সেই হারে বাড়েনি।

5/9: অতিরিক্ত সুদ দিতে গিয়ে পকেটে টান পড়েছে বহু মানুষের। এই পরিস্থিতি থেকে দেশবাসী নিষ্কৃতি চাইছিল। কিন্তু সহজে তা আসছিল না। যদিও গত ঋণ নীতির সময়‌ই নতুন করে রেপো রেট বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক। এবার জুন মাসের ঋণ নীতিতেও সেই ছবিই ধরা পড়ল

6/9: রেপো রেট আগের ৬.৫০ শতাংশেই স্থির রাখল আরবিআই। সাংবাদিক সম্মেলন করে বিষয়টি ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। পরপর দুটি ঋণ নীতিতে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট না বাড়ানোয় স্বাভাবিকভাবেই ব্যাঙ্কগুলো তাদের প্রদেয় ঋণের উপর আর সুদের হার বাড়াবে না। উল্টে বিশেষজ্ঞদের অনুমান, এবার ধীরে ধীরে ঋণের উপর সুদের হার একটু একটু করে কমাতে পারে ব্যাঙ্কিং সেক্টর

WhatsApp Group Join Now

7/9: ঘটনা হল, ইতিমধ্যেই কিছু ব্যাঙ্ক তাদের প্রদেয় ঋণের উপর সুদের হার অল্প কিছুটা হলেও কমিয়েছে। তবে জুন মাসে নতুন করে রেপো রেট না বাড়ায় সেই বিষয়টি আরও ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। ফলে EMI গুনতে গিয়ে আর নাজেহাল হতে হবে না আমজনতাকে

8/9: তবে শুধু রেপো রেট এক জায়গায় স্থির করে রেখে স্বস্তি দেওয়াই নয়, দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়েও ভালো খবর শুনিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সার্বিক বৃদ্ধির হার ৬.৫% থাকবে

9/9: শক্তিকান্ত দাস আরও জানান, চলতি অর্থবর্ষের প্রথম ভাগে অর্থনৈতিক বৃদ্ধির হার তুলনায় বেশি থাকবে। তবে শেষের দিকে সেটা একটু কমে ৬ শতাংশের নিচে চলে আসতে পারে। কিন্তু সার্বিকভাবে বৃদ্ধির হার ৬.৫% থাকবে বলেই রিজার্ভ ব্যাঙ্ক আশাবাদী, এমনটাই জানিয়েছেন তিনি ।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 নরেন্দ্র মোদী কতদূর পড়াশোনা করেছেন?

👉 ই-রুপি ভাউচার নিয়ে বিরাট ঘোষনা রিজার্ভ ব্যাঙ্কের

👉 ১ জুলাই থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, এই সমস্ত লোকেদের জন্য

👉 ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

👉 ১ জুলাই থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, এই সমস্ত লোকেদের জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *