ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং একের পর এক বন্ধ হয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই ব্যাঙ্কিং ব্যবস্থার উপর থেকে ভরসা হারাচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দেশের তিনটি সবচেয়ে সুরক্ষিত বা নিরাপদ ব্যাঙ্কের তালিকা (Safest Bank in India List) প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে একটি সরকারি এবং দুটি বেসরকারি ব্যাঙ্ক।
বর্তমানে সারা দেশে মোট বেসরকারি ব্যাঙ্কের সংখ্যা 21 টি এবং সরকারি ব্যাঙ্কের সংখ্যা 12 টি। কিন্তু এর মধ্যে কোন কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ? এই বিষয়ে আরবিআইয়ের তরফে একটি ঘোষণা করা হয়েছে। সুরক্ষিত ব্যাঙ্কের তালিকায় রয়েছে 3 টি ব্যাঙ্কের নাম।
Safest Bank in India
আরবিআই, ‘ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস 2022’ নামক একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্টেট ব্যাঙ্ক আফ ইন্ডিয়া (SBI), এইচ ডি এফ সি ব্যাঙ্ক (HDFC) এবং আই সি আই সি আই (ICICI) ব্যাঙ্কের নাম রয়েছে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের হিসেবে।
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইআইসিআই ব্যাঙ্কের বন্ধ হয়ে যাওয়া বা মুখ থুবড়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছে আরবিআই।
কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক
এই তিনটি ব্যাঙ্ককে, “কৌশলগত গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক” এর তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই তালিকায় নাম থাকার অর্থ হল, আগামী দিনে দেশে অর্থনৈতিক দুরবস্থা এলেও সরকার এবং আরবিআই যৌথ ভাবে এই তিনটি ব্যাঙ্ককে নিরাপদে এবং সুরক্ষিত রাখার চেষ্টা করবে। আরবিআইয়ের এমন ঘোষণার ফলে এই তিনটি ব্যাঙ্কের গ্রাহকদের কোনও রকম ঝুঁকি নেই বললেই চলে।
প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড়ো ব্যাঙ্ক হল এসবিআই। এই ব্যাঙ্কের বর্তমান গ্রাহক সংখ্যা 44 কোটি ছুঁয়ে ফেলেছে। গোটা দেশ মিলিয়ে প্রায় 22 হাজারেরও বেশি শাখা রয়েছে স্টেট ব্যাঙ্কের।
অন্যদিকে, বেসরকারি ব্যাঙ্কের মধ্যে অন্যতম প্রধান ব্যাঙ্ক হল এইচডিএফসি ব্যাঙ্ক। বর্তমানে এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা 7 কোটিরও বেশি হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের বিভিন্ন জায়গায় এইচডিএফসি ব্যাঙ্কের 7821 টি শাখা রয়েছে। সমস্ত শাখা মিলিয়ে প্রায় দেড় লক্ষেরও বেশি কর্মী কাজ করছেন এই ব্যাঙ্কে।
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে জায়গা করে নিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এখন দেশের সমস্ত রাজ্য মিলিয়ে ব্যাঙ্কটির মোট শাখা রয়েছে 5275 টি।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 প্রাইমারির ৩২ হাজার জনের চাকরি বাতিল নিয়ে গুরুত্বপূর্ন রায় দিল আদালত
👉 রাজ্যে বর্ষা শুরু! রবিবার থেকে এই সমস্ত জেলাতে শুরু হবে বৃষ্টি
👉 এই জুন মাসের ১০ তারিখ থেকে আরো ১০০০ টাকা পাবেন মহিলারা
👉 রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে চাকরি