তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে স্বস্তির বর্ষা আসতে চলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য এই বিষয়ে সুখবর জানানো হয়েছে। গত বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘আগামী 48 ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করবে। শুধু তাই নয়, আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশেরও অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।’
আবহাওয়া দফতরের ঘোষণা মতই কেরলে গতকাল অর্থাৎ 8 জুন থেকে বৃষ্টিপাত শুরু হল। তবে এই বছর নির্ধারিত সময়ের থেকে এক সপ্তাহ দেরিতে বর্ষা এলো কেরলে। আগামী 48 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও বর্ষা আসতে চলেছে। এর ফলে খুব শীঘ্রই উত্তরবঙ্গ হয়ে বাংলাতেও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তৈরি রয়েছে।
যদিও বর্ষা না আসা পর্যন্ত গরমের দাপট এবং সাথে পাল্লা দিয়ে অস্বস্তি চলতেই থাকবে। অন্যান্য বছর সাধারণত কেরলে বর্ষা পয়লা জুনেই ঢুকে পড়ে। কিন্তু এই বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ঢুকে পড়ায় একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, এর ফলে দেশের সর্বত্র বর্ষা আসতে দেরী হল। নিম্নচাপ সৃষ্টি না হলে, 1 জুন কেরলে এবং উত্তরবঙ্গে মারবত 7 তারিখে রাজ্যে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা ছিল বলেই জানিয়েছে রাজ্যের আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে জৈষ্ঠ্য মাসের দাবদাহে একপ্রকার কাহিল রাজ্যবাসী। গত বুধবার রাজ্যে রেকর্ড গরম পড়েছিল কলকাতায়। এই দিন কলকাতার তাপমাত্রা গত 25 বছরের গরমের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়ে ফেলে। তবে এখনও ভোগান্তি পোহাতে হবে মানুষকে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে রাজ্যে। 8 থেকে থেকে 10 জুন অবধি রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
তবে রবিবার থেকে আবহাওয়াতে খানিক বদল আসতে পারে। প্রাক বর্ষার বৃষ্টির দেখা মিলতে পারে। আগামী দুই তিন দিনে সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকা জুড়ে।
আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টির দেখা পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 এই গুরুত্বপূর্ন কাজটি না করলে পিএম কিষানের টাকা আর পাবেন না
👉 টেট পরীক্ষায় নতুন নিয়ম, কম নম্বর পাওয়াদের সুবিধা হবে
👉 স্কুল খোলার পরেই শিক্ষকদের জন্য বাড়তি কাজ