অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কথাটির সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নয়। আসলে দৃষ্টিশক্তির সাময়িক বিভ্রমকে অপটিক্যাল ইলিউশন বলা হয়। যেমন ধরুন, মরুভূমির মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ জল দেখতে পাওয়া। বা এই তীব্র গরমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সময় ভরদুপুরে পিচ ঢালা মসৃণ রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ জল পড়ে থাকতে দেখাটা দৃষ্টিশক্তির সাময়িক বিভ্রমকে নির্দেশ করে।
অনেক একইরকম জিনিস চারিপাশে থাকলে সামান্য পার্থক্যের জিনিস বহু সময় আমাদের নজর এড়িয়ে যায়, একে অপটিক্যাল ইলিউশন বলে। আবার একঘেয়ে জিনিস দেখতে দেখতে আসলের জায়গায় অন্য একটি জিনিস দেখতে পাওয়াও অপটিক্যাল ইলিউশনের অন্তর্গত। আপনি যদি অনেকগুলো ‘OTTER’ টানা দেখতে থাকেন তবে একটি ‘UTTER‘ তার মধ্যে থাকলেও সেটি আপনার নজর এড়িয়ে যেতে পারে। তবে অপটিক্যাল ইলিউশনে সকলে আক্রান্ত হয় না। যাদের মনসংযোগ ও একাগ্রতা অত্যন্ত প্রখর সেই সমস্ত মানুষ ঠিক একই জিনিসের ভিড়ে কাছাকাছি দেখতে আলাদা জিনিসটিও খুঁজে বের করে ফেলেন।
আজ আপনাদের সামনে আমরা এক বিশেষ ধরনের অপটিক্যাল ইলিউশন টেস্ট দেব। একে ব্রেন পাজেল টেস্টও বলতে পারেন। সেখানে যদি আপনি পাস করেন তবে বুঝবেন আপনার মনোসংযোগ, একাগ্রতা এবং দৃষ্টিশক্তি অত্যন্ত ভাল। এই ধরনের মজার খেলাগুলোর মাধ্যমে মনসংযোগ ও একাগ্রতা বিপুলভাবে বৃদ্ধি পায়। একে কাজে লাগিয়ে আপনি আগামী দিনে অনেক কিছু করতে পারবেন। আবার যারা এই টেস্টে পাস করতে পারবেন না তাঁদেরও হতাশ হওয়ার কিছু নেই। কারণ এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের মনোসংযোগ ও একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন। তাতে পড়াশোনা হোক বা চাকরির পরীক্ষা অথবা ব্যবসা সব ক্ষেত্রেই লাভবান হবেন।
যে ছবিটা দেওয়া আছে সেটার দিকে ভালো করে দেখুন। এখানে একগাদা ‘OTTER’ পরপর সারি দিয়ে লেখা আছে। আপনি হয়ত ভাবছেন এখানে শুধুই ‘OTTER’ আছে। কিন্তু না, এর মধ্যে একটিমাত্র ‘UTTER’ আছে। আপনি হাতে ১২ সেকেন্ড সময় পাবেন। তার মধ্যে ‘UTTER’ খুঁজে বার করতে পারলে এই অপটিক্যাল ইলিউশন টেস্টে উত্তীর্ণ হয়ে যাবেন। মনসংযোগ ও একাগ্রতা ঠিক থাকলে আপনি নিশ্চয়ই এই ব্যতিক্রম সংখ্যাটি খুঁজে পাবেন। তবে এটা ঠিক যে ৯৯% মানুষ এটি ধরতে পারেন না!
যারা ‘OTTER’ এর ভিড়ে ‘UTTER’ খুঁজে পেলেন না তাঁদের জন্য আমরা ছবির মধ্যে লাল-কালীর দাগ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরও কিছু অপটিক্যাল ইলিউশন প্র্যাকটিস করুন। দেখবেন একসময় আপনিও ১২ সেকেন্ডের আগেই একই সংখ্যার ভিড় থেকে ব্যতিক্রম সংখ্যাটি ঠিক খুঁজে পাচ্ছেন।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট- Click Here