জুন মাসের মধ্যে গ্রাহকদের সেরে ফেলতে হবে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে রয়েছে প্যানের সাথে আধার যুক্ত করা থেকে শুরু সহ আধার কার্ড আপডেটের মত বেশ কয়েকটি প্রয়োজনীয় কাজ। এই কাজগুলি জূন মাসের মধ্যে সম্পন্ন করতে না পারলে প্যান বা আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার মত ঘটনাও ঘটতে পারে। তাই বিপদ এড়াতে সময় থাকতেই করে নিন এই চারটি কাজ।
(1) ভারত সরকারের আয়কর বিভাগের নির্দেশিকায় জানানো হয়েছে, 2023 সালের 30 জুন তারিখের মধ্যে দেশের সব নাগরিককে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করাতে হবে।
আগে যদিও এই সময়সীমা 31 মার্চ অবধি ছিল,তবে জনসাধারণের সুবিধার জন্য আরও খানিক বাড়তি সময় দিয়ে আবেদনের সময়সীমা 30 জুন করা হয়। আয়কর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যে যদি কোনো ব্যক্তি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করেন, তবে তাদের প্যান কার্ডই নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
(2) অন্যদিকে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফে অনলাইনে আধার নথি আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।
এই সময়ের মধ্যে যেসব গ্রাহক UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার আপডেট করবেন, তাদের কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না। তবে 14 জুনের পরে যদি কেউ এই আপডেট করার জন্য আধার কেন্দ্রে যান, তখন অতিরিক্ত 50 টাকা চার্জ ফি বাবদ দিতে হবে।
(3) পাশাপাশি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর তরফে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
যে সমস্ত সরকারি কর্মীরা উচ্চতর পেনশন বেছে নিতে চান তাঁদের অবশ্যই 26 জুনের মধ্যে আবেদন করে ফেলতে হবে। এখন আবেদন করতে পারবেন কেবলমাত্র যাঁরা 1 সেপ্টেম্বর, 2014 এর আগে এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS) সদস্য ছিলেন এবং যারা এখনও কর্মরত হলেও উচ্চতর পেনশন বিকল্পটি বেছে নেবার সুযোগ পাননি।
(4) চলতি বছরের জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফে জানানো হয়েছে, 31 ডিসেম্বর, 2023 এর মধ্যে গ্রাহকদের লকার চুক্তি রিনিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে৷
আরবিআইয়ের নতুন গাইডলাইন অনুসারে, এবার থেকে গ্রাহকরা ব্যাঙ্কের লকার ব্যবহার করতে চাইলে গ্রাহকদের নিজেদের ব্যাঙ্কের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে। এই চুক্তি স্বাক্ষর করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 30 জুন, 2023 তারিখ অবধি।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 রাজ্যের কল্যাণী AIIMS-এ SR পদে চাকরি
👉 ছবির মধ্যে থেকে ১২ সেকেন্ডে ‘UTTER’ খুঁজে বের করুন!
👉 রাজ্যের SC, ST, OBC-দের জন্য ফ্রিতে কর্মসংস্থানের জন্য ট্রেনিং
👉 আরো বাড়ল রাজ্যে গরমের ছুটি! এই তারিখে খুলবে স্কুল-কলেজ