WhatsApp Group Join Now

রাজ্যের তপশিলি জাতি (SC) ও উপজাতি (ST), আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) র পড়ুয়া ও বেকার যুবকদের সহায়তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2018 সালেই 30 টি ক্যারিয়ার পরামর্শ কেন্দ্র খোলা হয়েছিল। 30 টি কেন্দ্রের মধ্যে 11 টি কেন্দ্র উত্তরবঙ্গে ও বাকি 19 টি দক্ষিণবঙ্গে তৈরী করা হয়েছিল।

2019 সালে অবশ্য এই সহায়তা কেন্দ্রের সংখ্যা আরও 37 টি বৃদ্ধি করা হয়। বর্তমানে অবশ্য রাজ্যের প্রায় প্রত্যেকটি মহকুমাতেই একটি করে ক্যারিয়ার কেন্দ্র গড়ে তোলা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে।

এই কেন্দ্রগুলির দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে থাকা পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং অর্থ কর্পোরেশন (West Bengal SC, ST & OBC Development and Finance Corporation)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর যুবদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই এই কেন্দ্রগুলি চালু করার উদ্যোগ নিয়েছিলেন।

এবার উত্তর 24 পরগনা জেলার দম দম নিখিল বঙ্গীয় বিদ্যাপীঠ প্রশিক্ষণ কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্যের SC, ST এবং OBC শ্রেণীর যুবদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটি দেওয়া হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের।

আবেদনের জন্য বয়সসীমা

প্রশিক্ষণের বিষয় হল, ফুড অ্যান্ড বিভারেজ সার্ভিস অ্যাসোসিয়েট (Food and Beverage Service Associate)। এখানে আবেদন করার জন্য কয়েকটি শর্তাবলী দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে একটি হল বয়স বিষয়ক সময়সীমা। আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে

WhatsApp Group Join Now

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের থেকে নূন্যতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নূন্যতম মাধ্যমিক অথবা দশম শ্রেণী পাশ করা প্রার্থীরাই কেবল এখানে আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদের সংখ্যা 

এছাড়াও এখানে বেঁধে দেওয়া হয়েছে পরিবারের বার্ষিক মোট আয়ের সীমা। জানানো হয়েছে কেবলমাত্র পরিবারের মোট বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হলে, তবেই আবেদন করতে পারবেন ওই প্রার্থী।
এখানে মোট 200 টি আসন রয়েছে। কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে নীচের ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

আবেদন প্রক্রিয়া

এখানে আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রার্থীদের www.wbbcdev.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বিঃদ্রঃ আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করে অনলাইন ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। 

আবেদনের সময়সীমা

আবেদন জানাবার শেষ দিন ধার্য করা হয়েছে 15/06/2023 তারিখে।

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা

দম দম নিখিল বঙ্গীয় বিদ্যাপীঠ, বিদ্যাপীঠ ভবন, পুলিন এভিনিউ, রাজবাড়ী, এয়ারপোর্ট 22/2 নম্বর গেট, কলকাতা – 700081।

যোগাযোগের ফোন নম্বর – 9830170954 অথবা 9433537499।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

Important Links

✅ WhatsApp Group: Join Now

📄 Official Notice: Download

Online Application: Apply Now

🌐 Official Website: Visit Now

Sarkari Update: Click Here

✅ আরো গুরুত্বপূর্ন আপডেট

👉 অভিজ্ঞতা ছাড়াই এই ব্যবসা করে দিনে 4 হাজার টাকা পর্যন্ত ইনকাম

👉 আরো বাড়ল রাজ্যে গরমের ছুটি! এই তারিখে খুলবে স্কুল-কলেজ

👉 ২০০০ বন সহায়ক নিয়োগ নিয়ে হাইকোর্টে আবারো নতুন কেস

👉 এই ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স একদম বাতিল করল RBI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *