WhatsApp Group Join Now

2 মে রাজ্যে গরমের ছুটি দেওয়া হয়েছিল। তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের মুক্তি দিতেই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি পড়েছিল। কিন্তু, ছুটির পরে স্কুল ফের কবে খোলা হবে সেই নিয়ে সরকারের তরফে কোনো নোটিশ দেওয়া হয় নি আগে। তবে গত 30 মে, মঙ্গলবার রাজ্য সরকারের তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয় আগামী 5 জুন রাজ্যের সমস্ত স্কুল খুলে যাচ্ছে। দীর্ঘ 1 মাস 3 দিন পরে ফের খুলতে চলেছে স্কুল, এমনটাই জানানো হয়েছিল গতকালের বিজ্ঞপ্তিতে।

তবে গতকাল অর্থাৎ 31 মে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, স্কুলগুলিতে গরমের ছুটি আরও দীর্ঘায়িত করা হচ্ছে, এর ফলে আগামী 5 জুন স্কুল খুলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি আরও 10 দিন বাড়ানো হচ্ছে। এর ফলে আগামী 14 জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে। আগামী 15 জুন থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে পঠনপাঠনের কাজ শুরু হবে

বর্তমানে রাজ্যে অস্বস্তিকর গরমের ফলেই আরও দীর্ঘায়িত করা হল গরমের ছুটি, এমনটাই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর গরমের ছুটি পড়ার কথা ছিল 24 মে থেকে । কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি থেকে রাজ্যে গরমের তীব্রতা চূড়ান্ত ভাবে বেড়ে যায়। সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে লু এবং তাপপ্রবাহের মাত্রাও। এর ফলে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসের প্রথম দিকেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি দেওয়া হবে।

এর পরেই, স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 2 মে থেকে সমস্ত স্কুলে গরমের ছুটি দেওয়া হবে। যদিও সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার ব্যাপারে কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না। এর ফলে, গরমের ছুটি শেষ কবে হবে এবং কবে ফের স্কুল খুলবে তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল।

অবশেষে বুধবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের সমস্ত স্কুল খুলছে 15 জুন। স্কুল খুলেই শুরু করা হবে সিলেবাস শেষ করার দৌড়। দ্রুত সিলেবাস শেষ করার জন্য অতিরিক্ত ক্লাস নিয়ে পড়াশোনাতে তৈরি হওয়া ঘাটতি মেটানো হবে বলেও ধারণা করা হচ্ছে।

WhatsApp Group Join Now

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 অভিজ্ঞতা ছাড়াই এই ব্যবসায় দিনে 4 হাজার টাকা ইনকাম

👉 ইয়েস ব্যাঙ্কে BM এবং আরো পদে চাকরি

👉 এই ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স একদম বাতিল করল RBI

👉 জল শক্তি দফতরে চাকরি ২০২৩, পশ্চিমবঙ্গে পোস্টিং হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *