WhatsApp Group Join Now

রাজ্যের বন সহায়ক পদটিকে ঘিরে ফের তৈরি হল জটিলতা। অবশেষে কলকাতা হাইকোর্টের তরফে 2 হাজার জনের একটি প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে মামলা দায়ের করার করার অনুমতি দেওয়া হল। গত সোমবার হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই অনুমতি দেয়। যদিও মামলাটির দ্রুত শুনানির আর্জি এখনই মঞ্জুর করা হয়নি আদালতের তরফে।

তবে জানানো হয়েছে, রাজ্যের গরমের ছুটি শেষ হলে যখন আবার হাই কোর্ট খুলবে, তখন নির্দিষ্ট বেঞ্চে এই মামলাটির শুনানি হতে পারে। গত সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলাটি সরিয়ে দেওয়া হয়।

দুই বিচারপতির বক্তব্য ছিল, তাঁরা এই মামলাটি নিয়ে কোনও নির্দেশ দেবেন না। তবে, মামলাকারীরা চাইলে অন্য ডিভিশন বেঞ্চে এই মামলাটি নিয়ে ফের আবেদন করতে পারেন। বিচারপতিদের সেই নির্দেশ অনুযায়ীই সোমবার নতুন ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানালেন এই পদের নিয়োগ প্যানেলে থাকা 50 জন প্রার্থী

গত 2020 সালের বনসহায়ক নামক পদটিতে অস্থায়ী চুক্তি ভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন প্যানেলে নাম থাকা 50 জন প্রার্থী। এই মামলার শুনানিতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, নতুন করে এই পদে কর্মী নিয়োগের নির্দেশ দেয়। এরই সাথে বলা হয়, পুরনো প্যানেলটি সম্পূর্ণ বাতিল করে ফের একটি নতুন প্যানেল তৈরির করার কথাও। এই কাজ সম্পন্ন করতে আগামী দুমাস সময়ও বেঁধে দেয় আদালত।

আদালতের তরফে আরও নির্দেশ দেওয়া হয়, নতুন তৈরি তালিকায় যাদের নাম বাদ যাবে তাদের চাকরি বাতিল করা হবে। এই রায়ের ফলে 2000 জন প্রার্থীর চাকরি বাতিল হতে পারে

অন্যদিকে, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে 2000 টি শূন্যপদে বন সহায়ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার জন্য আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে শেশ হয়েছে। এরই মধ্যে 2020 সালের নিয়োগ সংক্রান্ত মামলাটি ডিভিশন বেঞ্চে যাওয়ার ফলে নিয়োগে জটিলতা বাড়ল বলেই ধারণা করছেন চাকরিপ্রার্থীদের একাংশ।

WhatsApp Group Join Now

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 আরো বাড়ল রাজ্যে গরমের ছুটি! এই মাসেই খুলবে স্কুল-কলেজ

👉 30 জুনের মধ্যে SBI ব্যাঙ্ক গ্রাহকদের করতে হবে এই কাজ

👉 অভিজ্ঞতা ছাড়াই এই ব্যবসায় দিনে 4 হাজার টাকা ইনকাম

👉 জল শক্তি দফতরে চাকরি ২০২৩, পশ্চিমবঙ্গে পোস্টিং হবে

👉 ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও সমস্যা নেই! নতুন নিয়ম সবার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *