WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের একমাত্র AIIMS টি নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত। এখানে 121 টি পদে সিনিয়র রেসিডেন্ট (SR) পদে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

Notice No. – 637/E-12015/ 10/23-(SR/T/JR

Notice Date – 30 .05.2023

Kalyani AIIMS SR Recruitment Details 2023

নিয়োগ সংস্থা AIIMS ডিপার্টমেন্ট
পদের নাম সিনিয়র রেসিডেন্ট
বেতন15,600 থেকে 39,100 টাকা
নিয়োগ প্রক্রিয়াইন্টারভিউ
শূন্যপদ১২১ টি  
নিয়োগের স্থানকল্যাণী (নদীয়া)
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiimskalyani.edu.in

পদের নাম (Kalyani AIIMS SR Recruitment 2023 Post Name)

সিনিয়র রেসিডেন্ট / Senior Resident (Non- academic)

শূন্যপদ (Kalyani AIIMS SR Recruitment 2023 Vacancy)

মোট 121 টি শূন্যপদ রয়েছে এখানে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা (Kalyani AIIMS SR Recruitment 2023 Educational Qualification)

বিভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। পাশ করে থাকতে হবে। প্রার্থী যে ডিপার্টমেন্টে আবেদন করতে ইচ্ছুক, সেই বিষয়ে MD/DNB ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা (Kalyani AIIMS SR Recruitment 2023 Age Limit)

সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন এর পরিমান (Kalyani AIIMS SR Recruitment 2023 Salary)

এখানে প্রার্থীদের মাসিক 15,600-39,100+GP 6,600 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি (Kalyani AIIMS SR Recruitment Process 2023)

কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগের সময়সীমা – 3 বছরের মেয়াদে এখানে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Kalyani AIIMS SR Recruitment 2023 Application Process)

এখানে আবেদন করতে হবে অনলাইনে গুগল ফর্ম ফিল আপ করে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://forms.gle/ZoK86vLTotBaxyrB7 লিংকে ক্লিক করে আবেদনকারীকে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। 

আবেদন ফি (Kalyani AIIMS SR Recruitment 2023 Application Fee)

কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 1000 টাকা দিতে হবে।

আবেদনের সময়সীমা (Kalyani AIIMS SR Recruitment 2023 Last Date to Apply)

এক্ষেত্রে আবেদনের শেষ দিন হচ্ছে 06/06/2023 তারিখের দুপুর 01.00 টায়।

ইন্টারভিউয়ের স্থান- Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin -741245

ইন্টারভিউয়ের তারিখ – পরে ওয়েবসাইটে জানানো হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

Important Links

✅ WhatsApp Group: Join Now

📄 Official Notice: PDF Download

Online Application: Apply Now

🌐 Official Website: Visit Now

Sarkari Update: Click Here

✅ এগুলিও পড়ুন

👉 রাজ্যের SC, ST, OBC-দের জন্য ফ্রিতে কর্মসংস্থানের জন্য ট্রেনিং (Apply Now)

👉 আরো বাড়ল রাজ্যে গরমের ছুটি! কবে খুলবে স্কুল-কলেজ, তারিখ বললেন মুখ্যমন্ত্রী

👉 ২০০০ বন সহায়ক নিয়োগ নিয়ে হাইকোর্টে আবারো নতুন কেস

👉 ইয়েস ব্যাঙ্কে BM এবং আরো পদে চাকরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *