এবার টেট পরীক্ষার নম্বরের প্যাটার্নে বদল আনার পরিকল্পনা করা হয়েছে। নেগেটিভ মার্কিংয়ের প্রচলনসহ ইন্টারভিউ রেকডিং করে রাখা এযন বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবনাচিন্তা করছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এখনও পর্যন্ত শিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদন মেলে নি এই বিষয়ে।
টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি ফিরিয়ে আনতে চাইছে কমিশন। গত বছরের টেট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি। তবে আগামী টেট পরীক্ষাগুলিতে ভুল উত্তরের জন্য নম্বর কেটে নেওয়ার নিয়ম চালু করতে উদ্যোগী হয়েছে কমিশন।
টেট পরীক্ষায় নেগেটিভ মার্ক
কমিশনের তরফে এই বিষয়ে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের শিক্ষক পদের জন্য নির্বাচন করার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং এর বিষয়টি থাকা দরকার। এই নিয়মের প্রচলনের ফলে যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কারণ, কেবলমাত্র অনুমানের ভিত্তিতে উত্তর দেওয়ার প্রক্রিয়াটি সঠিক নয়।
নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি ফিরিয়ে আনার প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘নেগেটিভ মার্কিং এর সম্পূর্ণ পক্ষপাতী আমি। এর ফলে যোগ্য প্রার্থীরা শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন। আর এর মাধ্যমে সঠিকভাবে বিচার করা সম্ভব।’
টেট পরীক্ষায় কর্বন কপির ব্যবহার
এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে টেট পরীক্ষায় OMR Sheet ব্যবহৃত হবে। পরীক্ষায় কার্বন কপি ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীরা চাইলে, কার্বন কপির ডুপ্লিকেট উত্তর পত্রের কপিটি বাড়ি নিয়ে যেতে পারবেন। এছাড়াও টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের 10 নম্বরের একটি ইন্টারভিউ দিতে হবে।
এতদিন অবধি টেট পরীক্ষায় ইন্টারভিউ নেওয়া হত না। কেবলমাত্র প্রার্থীদের অ্যাকাডেমিক নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হত। এই অ্যাকাডেমিক স্কোরের মধ্যে প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বি এডে প্রাপ্ত নম্বর গুলি ধরা হত।
অ্যাকাডেমিক স্কোর উঠে যাচ্ছে
কিন্তু এবার থেকে অ্যাকাডেমিক নম্বরের বিষয়টি তুলে নিয়ে 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতেই প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং পরবর্তীতে সেই লিস্ট অনুযায়ীই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। টেট পরীক্ষার নিয়মে বদল সংক্রান্ত প্রস্তাব গুলি এসএসসির তরফে শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষা দফতরের অনুমোদন পেলেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই নতুন নিয়মগুলি চালু হয়ে যাবে।
অ্যাকাডেমিক স্কোর এর বিষয়টি তুলে দেওয়া হলে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কম নম্বর পেয়েছে তাদের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 স্কুল খোলার পরেই শিক্ষকদের জন্য বাড়তি কাজ
👉 ব্যাঙ্ক খোলা এবং বন্ধের নিয়মে বদল
👉 রাজ্য সরকারের এই প্রকল্পে 5000 টাকা দেওয়া হচ্ছে
👉 রাজ্যের SC, ST, OBC-দের জন্য ফ্রিতে কর্মসংস্থানের জন্য ট্রেনিং