এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই রাজ্যে তীব্র গরম পড়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন 2 মে থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী গত 2 মে থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি চলছে। গরমের ছুটি শেষ হবে 14 জুন। 15 জুন থেকে ফের ক্লাস শুরু হয়ে যাবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে।
রাজ্যে স্কুল খোলার পরে শিক্ষকদের পালন
তবে স্কুল খোলার আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষক শিক্ষিকাদের জন্য জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। এর মধ্যে অন্যতম হল বাড়তি ক্লাস করানো। এক মাস ব্যাপী ছুটির ফলে যে সব ক্লাস নষ্ট হয়েছে সেই ক্লাসগুলির পড়া শেষ করানোর জন্য স্কুলের শিক্ষক – শিক্ষিকাদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
1 মাস 13 দিন ধরে ছুটি চলার ফলে চলছে পড়ুয়াদের পড়াশোনায় বিরাট ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ স্কুলেই সিলেবাস শেষ হয়নি, তাই ঘাটতি পূরণের উদ্দেশ্যে এবার উদ্যোগী হয়ে উঠেছে শিক্ষা দফতর।
ছুটির পর স্কুল খুললে শিক্ষকদের কেবল অতিরিক্ত ক্লাস নিতে হবে, তাই নয়, এর সাথে টিফিনের সময়ও নানান বিধিনিষেধ মানতে হবে। নতুন নিয়ম নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরমের ছুটির পর পড়ুয়াদের পড়াশোনা সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের দিকে বাড়তি নজর দিতে হবে শিক্ষকদের।
- স্কুলে টিফিন চলাকালীন শিক্ষকরা টিফিন খাওয়া এবং পড়ুয়াদের স্বার্থে কোনো কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না।
- স্কুলে ছুটি নিতে হলে অবশ্যই শিক্ষক অথবা শিক্ষাকর্মীকে প্রধান শিক্ষকের থেকে আগাম অনুমতি নিতে হবে।
পরীক্ষার আগেই যাতে ভালো ভাবে সিলেবাস শেষ করে ফেলা যায়, তার জন্যই এমন নির্দেশিকা জারি করা হয়েছে পর্ষদের তরফে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 2 মে স্কুল বন্ধ হলেও ফের স্কুল কবে খুলবে, তা নিয়ে তৈরী হয়েছিল সংশয়। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল যথাক্রমে 5 জুন রাজ্যের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং 7 জুন প্রাথমিক স্কুলগুলি খোলা হবে।
তবে রাজ্যে গরম এখনও কমেনি। নেই বৃষ্টির সম্ভবনাও। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 14 জুন পর্যন্ত রাজ্যে গরমের ছুটি চলবে। সেই হিসেবে 15 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফে।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 সপ্তাহে ২ দিন ব্যাঙ্ক সম্পূর্ণ বন্ধ! এবার থেকে এই ৫ দিন ব্যাঙ্কে যেতে হবে
👉 রাজ্য সরকারের এই প্রকল্পে 5000 টাকা দেওয়া হচ্ছে
👉 জুন মাসের মধ্যেই এই 4 টি কাজ করে ফেলতে হবে
👉 রাজ্যের কল্যাণী AIIMS-এ SR পদে চাকরি