ব্যাঙ্ক কর্মীদের জন্য আসতে চলেছে বড়ো সুখবর। খুব শীঘ্রই দেশের ব্যাঙ্ক কর্মীদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একটি ঘোষণা আসতে চলেছে। এর ফলে ব্যাঙ্কারদের মিলবে বাড়তি ছুটি। ছুটি বাড়ানোর বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সত্বর প্রকাশ করা হতে পারে।
কেন্দ্রীয় সরকারের তরফে ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে 5 দিন কাজ এবং দুই দিন ছুটির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ব্যাঙ্ক কর্মচারীদের এই দাবি অবশ্য বেশ পুরোনো। 2020 সালে, করোনা মহামারী দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পরে প্রথম সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি তোলেন ব্যাঙ্ক কর্মীরা।
সেই সময় অবশ্য ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে আইবিএ (IBA), ব্যাঙ্কারদের এই দাবি প্রত্যাখ্যান করে দেয়। সেই সাথে দেওয়া হয় 19 শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাবও দেয়। যদিও পরবর্তীতে ব্যাঙ্কাররা সপ্তাহে পাঁচ দিনের কাজের দাবিতে ফের সোচ্চার হন।
এই দাবি নিয়ে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের নেতৃত্বে এই বছরের জানুয়ারি মাসে ব্যাঙ্ক কর্মচারীরাও দুই দিন ব্যাপী ধর্মঘট ও করেন।
অবশেষে সপ্তাহে 5 দিন কাজের এই দাবিকে সবুজ সঙ্কেত দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থ মন্ত্রকের তরফে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফেও এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একটি প্রস্তাব দিয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের প্রস্তাবে সরকার ইতিবাচকভাবে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে শীঘ্রই বেতন বোর্ড সংশোধন সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
সরকার ব্যাঙ্ক কর্মীদের দাবিতে অনুমোদন দিয়ে দিলে, ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে 5 দিন কাজ করতে হবে। বর্তমানে, ব্যাঙ্কারদের মাসের সমস্ত রবিবার ছুটি দেওয়া হলেও, সব শনিবারগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকে না। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার খোলা থাকে। অন্যদিকে, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তাই এই দুই শনিবার ব্যাঙ্ক কর্মীরা ছুটি পান।
আইবিএ, ব্যাঙ্কারদের সপ্তাহে 5 দিন কাজের দাবি মেনে নিয়ে সরকারকে একটি প্রস্তাব দিয়েছে ইতিমধ্যেই। তবে, ছুটি বাড়ানো হলে কাজের সময়ও বাড়ানো হবে বলে জানানো হয়েছিল আইবিএ-র তরফে। অ্যাসোসিয়েশনের তরফে শর্ত চাপানো হয়েছে, প্রতিদিন 80 মিনিট করে কাজের সময় বাড়ানো হবে ব্যাঙ্ক কর্মীদের। এর ফলে ব্যাঙ্ক কর্মীদের সকাল 9টা 45 মিনিট থেকে বিকেল 5.30 অবধি কাজ করতে হবে।
যদি এই নিয়ম চালু হয় তবে সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার ব্যাঙ্ক খোলা থাকবে। বাকি দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক সম্পূর্ন বন্ধ থাকবে। এতে করে ব্যাঙ্কে গ্রাহকদের ভিড় হওয়ার সম্ভবনা হবে বলে জানাচ্ছেন অনেকেই।
🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
✅ WhatsApp Group: Join Now
✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট
👉 রাজ্য সরকারের এই প্রকল্পে 5000 টাকা দেওয়া হচ্ছে, আবেদন করলেই পাবেন
👉 জুন মাসের মধ্যেই এই 4 টি কাজ করে ফেলতে হবে
👉 এই ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স একদম বাতিল করল RBI, টাকা লেনদেন বন্ধ
👉 রাজ্যের SC, ST, OBC-দের জন্য ফ্রিতে কর্মসংস্থানের জন্য ট্রেনিং