WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি প্রধানমন্ত্রী কিষান (PM Kisan) প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করেছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ পিএম কিষান প্রকল্প নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে খুব তাড়াতাড়িই 14 তম কিস্তির টাকা রিলিজ করা হবে, কিন্তু এই টাকা অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। কিন্তু কেন এমন হতে চলেছে? জানার জন্য এই প্রতিবেদনটি বিশদে পড়ুন।

কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই পিএম কিষান প্রকল্পের টাকা রিলিজ করবে, কিন্তু কবে নাগাদ এই টাকা ছাড়া হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে, জুন মাসের মধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। কিন্তু সমস্যার কথা হল, ইতিমধ্যেই পিএম কিষাণ যোজনায় বেশ কিছু কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন এই নাম বাতিল করা হল। সরকারের তরফে জানানো হচ্ছে, জালিয়াতি রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু কৃষকের নামে নকল কাগজপত্র থাকার ফলে সঠিকভাবে KYC হয় নি, এই সব কৃষকদের নাম কাটা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পিএম -কিষাণ প্রকল্পের অধীনে, কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ দেখে প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই 6,000 টাকা তিনটি কিস্তিতে দিয়ে থাকে সরকার। অর্থাৎ প্রতি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয় কৃষকদের।

এই কাজ না করলে PM Kisan এর টাকা ঢুকবে না

1) KYC এবং জমি যাচাই না করলে বার্ষিক 6000 টাকার সুবিধা পাবেন না কৃষকরা।

2) গ্রাহক কৃষক যদি আয়কর দিয়ে থাকেন, তাহলেও তিনি এই স্কিমের সুবিধা পাবেন না ৷

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

3) কৃষকের জমির রেকর্ড যাচাইয়ের পর সঙ্গতি মিললে সেই কৃষককে প্রধানমন্ত্রী কিষান যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

উপরের যোগ্যতা গুলি পূরণ করলে আপনি এই প্রকল্পের অধীনে নিজের নাম পুনরায় নথিভুক্ত করতে পারেন। এর জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন।

PM Kisan এর জন্য KYC করার প্রক্রিয়া

1) প্ৰথমেই PM-Kisan এর অফিসিয়াল পোর্টালে যান।

2) এরপর ‘Farmers Corner’-এ গিয়ে ‘e-KYC’ অপশনে ক্লিক করুন।

3) নিজের আধার নম্বর লিখুন এবং ‘Search’ অপশনে ক্লিক করুন।

4) এবার ‘Get OTP’- অপশনটিতে ক্লিক করুন। আপনার রেজিস্টারড মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। সেই OTP লিখে এবং ‘Submit OTP’ অপশনে ফের ক্লিক করুন। আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এভাবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 লক্ষীর ভান্ডারের টাকা প্রতি মাসে পাচ্ছেন? এই আপডেটটি অবশ্যই দেখুন

👉 টেটের নতুন এই নিয়মেে ক্লাস ১০-১২ তে কম নম্বর পাওয়াদের সুবিধা হবে

👉 স্কুল খোলার পরেই শিক্ষকদের জন্য বাড়তি কাজ! এই নির্দেশিকা জারি

👉 সপ্তাহের এই ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকবে- নতুন নিয়ম দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *