WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের CMOH অর্থাৎ Chief Medical Officer of Health এর অফিসে কর্মী নিয়োগের একটি Official বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হুগলি জেলাতে এই নিয়োগটি করা হবে। নিয়োগের ব্যাপারে আরো বিস্তারে জানার জন্য নিচের দেওয়া তথ্য গুলি ভালো করে দেখুন।

নিয়োগের তথ্য একনজরে

নিয়োগ সংস্থা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর
পদের নাম ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর (আশা)
বেতন15,000 টাকা
শূন্যপদ৪ টি  
নিয়োগের স্থানহুগলি জেলার বিভিন্ন ব্লক
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbhealth.gov.in

নিয়োগ বিজ্ঞপ্তি নং – DHFWS/ 4355

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – 23.05.2023

যে পদে নিয়োগ হবে

ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর / Block Programme Coordinator (ASHA)

শূন্যপদ

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে। নিয়োগ হবে, আরামবাগ, সিঙ্গুর এবং তারকেশ্বর ব্লকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দরকারি যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের- 

1. Social Science/Sociology/Social Anthropology/Social work (MSW)/ Business administration (MBA)/ Economies/Rural Development/ Mass communication এ মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। অথবা, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং স্বাস্থ্য বিষয়ক কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

2. MS অফিস এবং ইন্টারনেটের বিষয়ে দক্ষতা থাকতে হবে।

3. উক্ত যে কোন একটি ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা 

সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য। বয়সের হিসেব করা হবে 01.01.2023 তারিখ অনুযায়ী। 

মাসিক বেতন

প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা

3 বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় দিয়ে আসতে হবে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট।

আবেদন মূল্য

50 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে এখানে।

আবেদন জমা দেবার ঠিকানা

1. SDO Office, Chandannagar
Confidential Section, SDO Office. 

2. SDO Office, Arambagh
Confidential Section, SDO Office.

আবেদনের সময়সীমা

এখানে আবেদন পাঠাবার শেষ দিন 14/06/2023 তারিখ।

বিঃদ্রঃ এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জানার জন্য নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

Important Links

✅ WhatsApp Group: Join Now

📄 Official Notice: PDF Download

Application From: Download

🌐 Official Website: Visit Now

Sarkari Update: Click Here

✅ আরো গুরুত্বপূর্ন আপডেট

👉 টেট পরীক্ষায় নতুন নিয়ম, কম নম্বর পাওয়াদের সুবিধা হবে

👉 স্কুল খোলার পরেই শিক্ষকদের জন্য এই সমস্ত বাড়তি কাজ

👉 রাজ্য সরকারের এই প্রকল্পে 5000 টাকা দেওয়া হচ্ছে

👉 রাজ্যের কল্যাণী AIIMS-এ SR পদে চাকরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *