WhatsApp Group Join Now

একেই বলে সুবর্ণ সুযোগ। কম নয়, এবার মহিলারা প্রতি মাসে Ladli Behna Yojana-এ পাবেন ১০০০ টাকা করে। এমনই সুযোগ নিয়ে এল সরকার। এমন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই খুশি মহিলারা। এও জানা গিয়েছে প্রতি মাসের ১০ তারিখ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ টাকা করে ঢুকে যাবে। স্বাভাবিকভাবেই মহিলা হলে আপনিও সরকারের এই সিদ্ধান্তে খুশি হবেন।

নিশ্চয়ই আপনার মনে হচ্ছে, প্রতিমাসে ১০০০ টাকা করে পাওয়ার জন্য কোন প্রকল্পে আবেদন জানাতে হবে? একটু অপেক্ষা করুন, সমস্ত বিস্তারিত বিবরণ আমরা দিয়ে দেব। তবে তার আগে জেনে রাখুন, এই সুবিধে পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন না। কারণ মধ্যপ্রদেশ সরকার সে রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য লাডলি বেহনা স্কিম (Ladli Behna Yojana) নিয়ে এসেছে।

চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হ‌ওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, সেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই লাডলি বেহেনা প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যবাসীদের জন্য।

এই প্রকল্পের কী বৈশিষ্ট্য তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আমরা। তবে প্রাথমিকভাবে বিষয়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অসংখ্য মিল আছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হিট হতেই এখন ধীরে ধীরে অন্যান্য রাজ্যের সরকার ও রাজনৈতিক দলগুলি তা অনুসরণ করতে শুরু করেছে।

বিশেষ করে নির্বাচনের আগে এমন প্রকল্প কথা ঘোষণা হচ্ছে রাজ্যে রাজ্যে। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে রাজ্যের মহিলাদের জন্য সরাসরি আর্থিক সহায়তা প্রকল্পের কথা ঘোষণা করা হয়। ভোটের ফল বেরোলে দেখা যায় সে রাজ্যের মহিলারা দু’হাত তুলে সমর্থন করেছে কংগ্রেসকে। সম্ভবত কর্নাটকের এই ফলের দিকে তাকিয়েই ক্ষমতা ধরে রাখতে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার লাডলি বেহেনা প্রকল্প নিয়ে এসেছে।

Ladli Behna Yojana-এর সুবিধে কারা পাবেন?

WhatsApp Group Join Now

মধ্যপ্রদেশ সরকারের লাডলি বেহেনা প্রকল্পের সুবিধে শুধুমাত্র সে রাজ্যের নাগরিকরাই পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আরও কিছু শর্ত আছে-

(1) এই প্রকল্পের সুবিধা পেতে হলে মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

(2) মূলত বিবাহিত মহিলারা এই প্রকল্পের সুবিধে পাবেন।

(3) তবে কেউ বিবাহ বিচ্ছিন্না হয়ে থাকলে তিনিও লাডলি বেহেনা প্রকল্পের সুবিধে পাবেন।

(4) এছাড়াও অসহায় মহিলারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন।

(5) লাডলি বেহেনা প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে ২৩-৬০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(6) যে মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইবেন তাঁদের পারিবারিক আয় বছরে ২.৫ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।

(7) যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাঁরাই কেবলমাত্র এই প্রকল্পে আবেদনের যোগ্য।

Ladli Behna Yojana-এ আবেদন প্রক্রিয়া

• মধ্যপ্রদেশ সরকারের এই বিশেষ সামাজিক প্রকল্পে পুরোপুরি অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এখানে অনলাইন আবেদনের কোনও সুযোগ নেই।

• গ্রাম পঞ্চায়েত অফিস বা পুরসভা অথবা ওয়ার্ড অফিস থেকে মধ্যপ্রদেশ সরকারের লাডলি বেহেনা প্রকল্পের ফর্ম পাওয়া যাবে। সেই ফর্ম সংগ্রহ করে উপযুক্ত মহিলাদের তা পূরণ করে সরকারি দফতরে জমা দিতে হবে।

• ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। মধ্যপ্রদেশ সরকারের আধিকারিকরা যাবতীয় আবেদনপত্র খতিয়ে দেখার পর উপযুক্তদের নাম সরকারি পোর্টালে আপলোড করে দেবেন।

• যারা লাডলি বেহেনা প্রকল্পে নির্বাচিত হবেন তাঁদের দেওয়া মোবাইল নম্বরে সরকারের তরফ থেকে একটি কনফর্মেশন এসএমএস চলে যাবে।

• কেউ মনে করলে সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম আছে কিনা তা চেক করে দেখে নিতে পারবেন।

Ladli Behna Yojana-এ আবেদনের জন্য দরকারি ডকুমেন্ট

(1) আবেদনকারী মহিলার পাসপোর্ট সাইজ ফটো

(2) আধার কার্ডের প্রতিলিপি

(3) রেশন কার্ডের প্রতিলিপি

(4) পরিবারের ইনকাম সার্টিফিকেট

(5) মোবাইল নম্বর

(6) মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ পত্র

(7) আধার নম্বর লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস

মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রতি মাসের ১০ তারিখ এই প্রকল্পের টাকা নির্বাচিত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। লাডলি বেহেনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগামী ১০ জুন পাবেন মধ্যপ্রদেশের মহিলারা।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ আরো গুরুত্বপূর্ণ আপডেট

👉 লক্ষীর ভান্ডারের টাকা প্রতি মাসে পাচ্ছেন? এই আপডেটটি অবশ্যই দেখুন

👉 এই গুরুত্বপূর্ন কাজটি না করলে পিএম কিষানের টাকা আর পাবেন না

👉 রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে চাকরি

👉 টেট পরীক্ষায় নতুন নিয়ম, কম নম্বর পাওয়াদের সুবিধা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *